কলকাতা: নিরুদ্দেশ হওয়ার গল্পেই কেউ পাকাপাকি ঠিকানা খুঁজে পেলেন। কেউ নতুন মুখ হয়েও পেলেন পরিচিতি। কেউ আবার পারিবারিক মই ব্যবহার করে সাফল্যের ছাদে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হলেন। বলিউডে নিউকামারদের পারফরম্যান্স গ্রাফটা কেমন ছিল নতুন প্রজন্ম, নতুন মুখ...বলিউডে চ্যালেঞ্জ নিতে তাঁরাও উন্মুখ। ২০২৪-এ বলিউডে ডেবিউ করলেন যাঁরা, তাঁদের মধ্যে অনেকেরই ফিল্মি ব্যাকগ্রাউন্ড আছে। তাই সিনে-সার্কিটে এন্ট্রি নিতে খুব একটা অসুবিধে হয়নি। কিন্তু নিজেকে প্রমাণ করতে না পারলে পায়ের তলায় জমি পাওয়া যাবে না, সেকথা তাঁরা ভালমতই জানেন। এদিকে ফিল্মি ব্যাকগ্রাউন্ডের সার্পোর্ট না থাকলেও বি- টাউনে পা রাখতে সফল হয়েছেন বেশ কিছু নতুন মুখ।
লাপতা লেডিজ
ডেবিউ লিস্টের প্রথম সারিতে যে তিনজনের নাম করতেই হবে, তাঁরা হলেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল এবং প্রতিভা রান্টা। কিরণ রাও পরিচালিত ছবি 'লাপতা লেডিজ' (Laapata Ladies)-এ অভিনয় করে শোরগোল ফেলেছেন তিনজনেই। অভিনয় প্রতিভায় ওপেনিং ইনিংসেই তাঁরা সেঞ্চুরি করেছেন। দর্শকমহলের অনেক ভালবাসা কুড়িয়ে লাপতা লেডিজ অস্কারের দৌড়েও সামিল হয়েছিল। স্পর্শ শ্রীবাস্তব লাপতা লেডিজ-এর আগে নেটফ্লিক্স সিরিজ জামতাড়ায় অভিনয় করেছিলেন। এবছর আমাজন অরিজিনাল ফিল্ম 'অ্যায় বতন মেরে বতন' এ সারা আলি খানের সঙ্গেও অভিনয় করেছেন স্পর্শ। নীতাংশি গোয়েল শিশুশিল্পী হিসেবে কিছু ছবিতে অভিনয় করেছিলেন ছোটবেলায় তাঁকে দেখা গিয়েছিল সুজিত সরকারের ছবি ভিকি ডোনার-এ। এরপর কিছু সিনেমায় ছোটখাট চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি। কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করে তিনি লাইম লাইটে এলেন লাপতা লেডিজ-এর হাত ধরে। তবে এবছর অজয় দেবগনের ছবি ময়দান-এ সীরতের চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। প্রতিভা রান্টা লাপতা লেডিজের আগে কোনও ফিল্মে কাজ করেননি। তবে তাঁকে দেখা গিয়েছে সঞ্জয়লীলা ভন্সালির সিরিজ হীরামান্ডিতে। শমার ভূমিকায় অভিনয় করেছিলেন প্রতিভা। এছাড়া ওয়েব সিরিজ আধা ইশক এবং টেলিভিশন সিরিজ কুরবান হুয়া-তেও তিনি অভিনয় করেছিলেন।
মুঞ্জেয়া
বক্স অফিসে শোরগোল ফেলা হরর কমেডি মুঞ্জেয়া-তে (Munjya) অভিনয় করে এবছর বলিউড ডেবিউ করেছেন অভয় বর্মা। বিট্টুর চরিত্রে অভয়ের অভিনয় ঠিক বিটনুনের মতই স্বাদ দিয়েছে সিনেমায়। মুঞ্জেয়ায় অভিনয়ের আগে দ্য ফ্যামিলি ম্যান সিজন টু-তে দেখা গিয়েছে তাঁকে, ধ্রুতির বন্ধু কল্যাণের চরিত্রে। হৃতিক রোশনেরক সুপার থার্টিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন অভয়।
বিন্নি অ্যান্ড ফ্যামিলি ১০ সেকেন্ড
বরুণ ধবনের তুতোদাদা সিদ্ধার্থ ধবনের মেয়ে আঞ্জিনী ধবন এবছর ২৭ সেপ্টেম্বর বলিউড ডেবিউ করেছেন। পঙ্কজ কপূর, হিমানী শিবপুরী, রাজেশ কুমারের সঙ্গে আঞ্জিনী অভিনয় করেছেন সঞ্জয় ত্রিপাঠী পরিচালিত ছবি বিন্নি অ্যান্ড ফ্যামিলিতে। জেনারেশন গ্যাপের প্রেক্ষাপটে ঠাকুর্দা আর ঠাকুমার সঙ্গে তাঁদের নাতনির সম্পর্কের কাহিনি ধরা পড়েছে ছবিটিতে। বিন্নি অ্যান্ড ফ্যামিলিতে অভিনয়ের আগে বরুণ ধবন এবং সারা আলি খান অভিনীত কুলি নাম্বার ওয়ান-ছবিটিতে ডেভিড ধবনের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন আঞ্জিনী।
ইশক বিশক রিবাউন্ড
নামে এত মিল কেন? সিক্যুয়েল বলে কি? গল্পের ছিরিছাঁদ, একই প্রেমে মেলোডি? বছর একুশ আগে অমৃতা-শাহিদের ডেবিউটা হিট ছিল, তাই কি ফিরল ফের?দর্শকদের মাথায় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ইশক ভিশক রিবাউন্ড মুক্তির আগে। ২০০৩ সালে কেন ঘোষের পরিচালনায় ইশক-ভিশক এ অভিনয় করে বলিউডে ডেবিউ করেছিলেন শাহিদ কপূর এবং অমৃতা রাও। আর সেই ছবির রিমেড ভার্সনে অভিনয় করে বলিউডে ডেবিউ করলেন পশমিনা রোশন, আর জিব্রান খান। হৃতিক রোশনের খুড়তুতো বোন, সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে পশমিনা রোশনের ডেবিউ ফিল্ম নিয়ে বলিউডে বিশাল প্রত্যাশার ফানুষ তৈরি হয়েছিল, এমনটা মোটেই নয়। বক্স অফিসে ছবিটি এক্কেবারেই চলেনি। দাগ কাটেনি পশমিনার অভিনয়ও। এখন আগামী দিনে তিনি আরও ভাল চিত্রনাট্য খুঁজে নিজেকে প্রমাণ করবেন, নাকি আঙুর ফল টক ভেবে নিয়ে অন্য রাস্তায় হাঁটবেন, তা সময়ই বলবে। ইশক ভিশক রিবাউন্ড-এ নায়ক হিসেবে জিব্রান খানেরও বলিউড ডেবিউ হল এবছর। এর আগে শিশুশিল্পী হিসেবে বেশ কিছু ফিল্মে নজর কেড়েছিলেন জিব্রান। তাঁর বাবা অভিনেতা ফিরোজ খান, যিনি বি আর চোপড়ার মহাভারতে অর্জুনের ভূমিকায় অভিনয়ের পর বলিউডে বহু ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। জিব্রান ১৯৯৯ সালে সুনীল শেঠী অভিনীত বড়ে দিলওয়ালে-তে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন। তারপর ২০০১-এ কভি খুশি কভি গম-এ শাহরুখ-কাজল অভিনীত দুই চরিত্র, রাহুল রায়চন্দ আর অঞ্জলি রায়চন্দের ছেলে কৃষ রায়চন্দের ভূমিকায় অভিনয় করে লাইমলাইটে আসেন। গোবিন্দা এবং সুস্মিতা সেনের সঙ্গে কিঁউকি ম্যায় ঝুট নেহি বোলতা ছবিটিতে জিব্রান অভিনয় করেছিলেন চিন্টু মালহোত্রার চরিত্রে। এবছর নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি ইশক ভিশক রিবাউন্ড।
শাহির শেখ
ছোটপর্দায় তিনি জনপ্রিয় মুখ। ২০২৪-এ ছোটপর্দা থেকে বলিউডে পা রাখলেন শাহির শেখ। নেটফ্লিক্স ফিল্ম দো-পাত্তিতে কাজল এবং কৃতি শ্যাননের সঙ্গে শাহিরের অভিনয় সবার নজর কেড়েছে। দো পাত্তির আগে দুটি ইন্দোনেশিয় ফিল্ম এবং একটি শর্ট ফিল্মেও অভিনয় করেছেন শাহির।
লক্ষ্য লালওয়ানি
লক্ষ্য লালওয়ানি। ২০২৪-এ যাঁরা বলিউড ডেবিউ করলেন,তাঁদের মধ্যে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় মুখ। কর্ণ জোহর এবং গুনীত মোঙ্গার প্রযোজনায় কিল-এ দুর্দান্ত অভিনয় করেছে বলিউডের টক অফ দ্য টাউন হয়েছিলেন লক্ষ্য লালওয়ানি। বলিউড সূত্রে খবর, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় ওয়েব সিরিজ স্টারডম-এ অভিনয় করছেন লক্ষ্য।
অমন দেবগণ
অজয় দেবগনের ভাগ্নে অমন দেবগনের নামও বলিউডের নতুন মুখ হিসেবে উঠে এসেছে এবছর। অমন অজয় দেবগনের বোন নীলমের সন্তান সোশাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। ২০২৫-এর জানুয়ারিতে মুক্তি পাবে অমন দেবগনের প্রথম ছবি আজাদ। অভিষেক কপূর পরিচালিত এই ছবিতে অজয় দেবগন, ডায়ানা পেন্টিও অভিনয় করেছেন।
রাশা থাডানি
অমন দেবগনের সঙ্গে আজাদ-এ অভিনয় করে বলিউডে পা রাখলেন রবীনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। অমন আর রাশা-র। জুটি দর্শকদের ভালবাসা জোটাতে পারবে কিনা, সেটা জানুযারিতেই পরিষ্কার হয়ে যাবে।
জুনেইদ খান
আমির খানের ছেলে জুনেইদ খানও এবছরই বলিউড ডেবিউ করেছেন। নেটফ্লিক্সে রিলিজ করে তাঁর প্রথম ছবি মহারাজ। কিন্তু জুনেইদ-এর অভিনয় একেবারেই প্রশংসা কুড়োতে পারেনি।
আরও পড়ুন: Rukmini on Dev Birthday: জন্মদিনে 'খাদান'-এর সাফল্যে ভাসছেন দেব, শুভেচ্ছা এল বিশেষ মানুষের তরফ থেকে