কলকাতা: আপাতত 'খাদান'-এর সাফল্যে ভাসছেন দেব (Dev)। ক্রিসমাস মানেই দেব একটা নতুন ছবি নিয়ে আসবেন অনুরাগীদের জন্য, এ যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। আর সেই ছবির সাফল্যের কয়েকটা দিন পরেই নায়কের জন্মদিন। আর ক্রিসমাসের সেই সন্ধেই দেবের বাড়িতে বসল জন্মদিনের পার্টি। সেখানে উপস্থিত রইলেন টলিউডের একাধিক তারকারা। আর তাদের মধ্যেই হাজির ছিলেন দেব-এর বিশেষ মানুষ। ২৪ ঘণ্টা পরে শুভেচ্ছা এল তাঁর তরফ থেকে। 


সোশ্যাল মিডিয়ায় দেব-এর জন্মদিন কেটে যাওয়ার পরে একই শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। দুজনেই রঙমিলান্তি করে পরেছেন কালো পোশাক। সামনে রাখা অনেকগুলো কেক.. তার মধ্যে একটি কেক বিশেষভাবে তৈরি। দেব-এর ছবির বিভিন্ন ছবি ও কিওয়ার্ড দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সেই কেক। সেই কেকের সামনে দাঁড়িয়েই দেবের সঙ্গে পোজ দিলেন রুক্মিণী। 


সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী লিখছেন, 'কেবল প্রত্যেকটা জন্মদিন নয়, বছরের প্রত্যেকটা দিনই তোমার জন্য শুভেচ্ছা থাকল আমার তরফ থেকে। অদম্য হও, অপ্রতিরোধ্য হও, অপরাজিত হও.. আর হ্যাঁ, মানুষের জন্য ভাল করো। এই পৃথিবী তোমারই থাকবে, তোমার ভাল চাইবে। শুভ জন্মদিন দেব, ভালবাসা আর শুভেচ্ছা চিরকালের জন্য।' সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর এই পোস্টে মজা করে একটি মন্তব্য করেছেন দেব, তিনি লিখেছেন, 'বাহ.. আমায় তো দেখতে বেশ ভালই লাগছে।'


আপাতত 'খাদান'-এর সাফল্যে ভাসছেন দেব। সোশ্যাল মিডিয়ায় রোজই 'খাদান' নিয়ে প্রশংসায় ভরাচ্ছেন অনুরাগীরা। বক্সঅফিসেও এবারে মুক্তি পাওয়া কয়েকটি ছবির মধ্যে উল্লেখযোগ্য ব্যবসা করেছে 'খাদান'। এক সময়ে যে ছবির প্রযোজক পেতেই সমস্যা হয়েছিল, সেই ছবির সাফল্যে ভীষণ খুশি দেব। অন্যদিকে, জানুয়ারী মাসে আসতে চলেছে দেব-এর প্রযোজনায় রুক্মিণী মৈত্রের নতুন ছবি 'বিনোদিনী'। এই ছবির নামভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। ইতিহাস নির্ভর এই ছবি এখন মুক্তির অপেক্ষায়।


 






আরও পড়ুন: RJ Simran Singh: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রহস্যমৃত্যু, পঁচিশেই চলে গেল প্রাণ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।