নয়াদিল্লি: মা (Mother)। মাত্র একটা অক্ষর। কিন্তু তাতেই বিরাজ করে গোটা দুনিয়া। প্রত্যেক মানুষের জীবন-জুড়ে তাঁর অধিষ্ঠান। তাঁকে ছাড়া জীবন যেন একপ্রকার অন্ধকার। আজ ১৪ মে, আন্তর্জাতিক মাতৃদিবস (International Mother's Day)। বলা হয়, মায়ের জন্য একটা দিন যথেষ্ট নয়, কিন্তু একটা বিশেষ দিন তাঁদের উৎসর্গ করলেই বা ক্ষতি কী! এই বিশেষ দিনে যদি ভাবেন মায়ের সঙ্গে গোটা দিন বাড়িতেই কাটাবেন, তাহলে বেশ কিছু ছবি (cinema) বা সিরিজ (web series) রাখতে পারেন সঙ্গে। ওটিটি প্ল্যাটফর্মগুলিতে (OTT Platforms) সহজলভ্য এই সমস্ত সিনেমা ও সিরিজ দেখে উদযাপন করুন মাতৃদিবস। রইল কিছু সিনেমা-সিরিজের নাম।
'মম' (Mom)
মাতৃদিবসের জন্য উপযুক্ত ছবি 'মম'। শ্রীদেবী অভিনীত এই ছবির গল্প, আবেগঘন পারফর্ম্যান্স এবং শক্তিশালী বার্তা মনে রাখার মতো। শারীরিকভাবে নির্যাতিত মেয়ের প্রতি ন্যায়বিচার আনার লড়াইয়ে মায়ের জয়ের গল্প বলে এই ছবি। মায়ের ভূমিকায় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অনবদ্য। ছবিতে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, অক্ষয় খন্না, সজল আলি, আদনান সিদ্দিকী। যা সঠিক তার পক্ষে নিজের আওয়াজ তোলার বার্তা দেয় এই ছবি। আজকের সমাজে এই বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। নেটফ্লিক্সে এই সিনেমা দেখতে পারেন।
'হম আপকে হ্যায় মম' (Hum Aapke Hain Mom)
ইউটিউবে 'পকেট এফএম'-এর পরিবেশনা 'হম আপকে হ্যায় মম'। আবেগঘন এক সফরের সঙ্গী হতে পারেন এই পরিবেশনার সঙ্গে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা প্রতিষ্ঠার চেষ্টায় অল্পবয়সী কণিকা। হঠাৎই তাঁর জীবনে অনাহূত মাতৃত্ব এসে ধরা দেয় যখন অয়ন নামের এক বাচ্চা তাঁকে মা বলে ডাকতে শুরু করে। অয়নের বাবা, এক নামী ব্যবসায়ী, কণিকাকে ১০ লক্ষ টাকার প্রস্তাব দেয়, বিনিময়ে তাঁকে এক কন্ট্র্যাক্টে রাজি হতে হয়। কণিকার অভিনেত্রী হওয়ার স্বপ্ন ভেঙে যায়। এই অদ্ভুত পরিস্থিতিতে, কণিকার মাতৃত্বের সঙ্গী হতে পারেন এই অডিও সিরিজের সঙ্গে।
'মম অ্যান্ড কোং' (Mom & Co)
এম এক্স প্লেয়ারের মিনি সিরিজ এই 'মম অ্যান্ড কোং'। এক মা ও তাঁর ছেলের মিষ্টি, সুন্দর বন্ধনের গল্প বলে এই সিরিজ। এক মা-ছেলে জুটি যাঁরা একসঙ্গে টিফিনের ব্যবসা শুরু করে এবং ধীরে ধীরে একসঙ্গে কাজ করার আনন্দ খুঁজে পায়। কিন্তু ব্যবসা যত বাড়তে থাকে, যত গভীর হতে থাকে ততই তাঁদের মধ্যে নানা সমস্যার সৃষ্টি হতে থাকে। যা তাঁদের মিষ্টি সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে থাকে। নীলিমা আজিম, আয়ুষ মেহরা, শ্রেয়া গুপ্তর দুর্দান্ত অভিনয় মন কাড়বে।
'সিক্রেট সুপারস্টার' (Secret Superstar)
মায়ের দিনে এই মায়ের ছবি। বাবার রোজকার মারধর, বঞ্চনার থেকে বাঁচিয়ে মেয়েকে লালন পালন করা, সর্বোপরি তাঁকে স্বপ্ন দেখতে শেখানো এবং সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার চেষ্টায় সাহস জোগানো। এমন মায়েদের কাজ নেহাত সহজ বা মসৃণ কোনওটাই হয় না। আমির খানের 'সিক্রেট সুপারস্টার'-এর মহাতারকা জায়রা ওয়াসিম হলেও 'সুপারস্টার' ছিলেন তাঁর মাও। নেটফ্লিক্সে এই ছবি দেখতে পাওয়া যাবে।
'মাঈ' (Mai)
নেটফ্লিক্সের অত্যন্ত জনপ্রিয় সিরিজ 'মাঈ'। মেয়ের প্রতি মায়ের তীব্র ভালবাসার কথা বলে এই সিরিজ। মায়ের ভূমিকায় সাক্ষী তনওয়ার ছাড়াও সিরিজে অভিনয় করেছেন ওয়াকিমা গাব্বি, প্রশান্ত নারায়ণন, রাইমা সেন, অনন্ত বিধাত শর্মা ও বৈভব রাজ গুপ্তা। এটি শীল চৌধুরীর গল্প বলে, যে একজন মধ্যবিত্ত মা এবং নার্স, যিনি দুর্ঘটনার ছদ্মবেশে একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডে নিজের মেয়ে সুপ্রিয়ার মর্মান্তিক মৃত্যুর সাক্ষী। এই সত্যের উদঘাটন ও ন্যায়ের ওপর থেকে পর্দা সরাতে দেখা যাবে লড়াকু মাকে।
'নীল বটে সন্নাটা' (Nil Battey Sannata)
এটি এমন একজন মায়ের গল্প বলে যিনি তার ডিসলেক্সিক কন্যার জীবনে সাফল্য নিশ্চিত করতে কিছুতেই থামেন না। একজন গৃহকর্মীর একটি অনুপ্রেরণামূলক গল্প যিনি তার মেয়ের স্কুলে নিজেকে নথিভুক্ত করেন যাতে তার মেয়ে ক্লাসে কঠোর পরিশ্রম করে। কারণ সে জানে যে ভাল শিক্ষা আর্থিক সাফল্যের চাবিকাঠি। এই সিনেমা এখন অ্যামাজন প্রাইম ভিডিও ও জিও সিনেমা, দুই প্ল্যাটফর্মেই দেখা যাবে।
আরও পড়ুন: Water in Earthen Pot: গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?