তুহিন অধিকারী, বাঁকুড়া: এবার স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর ব্লকের মড়ার এলাকায়। অভিযোগের তির ব্যাঙ্কের (Bank Worker) এক অস্থায়ী কর্মীর দিকে। বিষয়টি জানাজানি হতেই ওই টাকা গোষ্ঠীকে ফিরিয়ে দেন অভিযুক্ত ব্যাঙ্ককর্মী। তবে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 


কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের মড়ার গ্রাম পঞ্চায়েতের কুলুপুকুর মনসা মাতা গোষ্ঠী স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে সাড়ে তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিল। ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধও করে দেয় গোষ্ঠী। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, ওই গোষ্ঠীর প্রায় ১৭ হাজার টাকা ঋণ বকেয়া রয়েছে। খোঁজ নিয়ে গোষ্ঠীর সদস্যরা দেখেন, গত ফেব্রুয়ারিতে ঋণের কিস্তি হিসাবে প্রায় ১৭ হাজার টাকা ব্যাঙ্কে জমা করার জন্য সেলিম নামের ব্যাঙ্কের এক অস্থায়ী কর্মীকে দেওয়া হলেও সেই টাকা গোষ্ঠীর ঋণ অ্যাকাউন্টে জমা পড়েনি। সন্দেহ তৈরি হয় সেলিমের ভূমিকা নিয়ে। বিষয়টি জানতেই গোষ্ঠীর সদস্যরা বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষর নজরে আনেন। চাপে পড়ে শেষ পর্যন্ত ওই টাকা গোষ্ঠীর অ্যাকাউন্টে ফিরিয়ে দেন অভিযুক্ত ব্যাঙ্ক কর্মী, এমনই দাবি অনেকের।


কী অভিযোগ?
গোষ্ঠীর সদস্যদের দাবী, টাকাটি আত্মসাতের চেষ্টা করেছিলেন সেলিম। ভবিষ্যতে তিনি যাতে কখনও এই ধরনের প্রতারণা করতে না পারেন, তাই অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন গোষ্ঠীর সদস্যারা। টাকা নিয়েও তা গোষ্ঠীর অ্যাকাউন্টে জমা না করে সেই টাকা নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ কার্যত স্বীকারই করে নিয়েছেন অভিযুক্ত ব্যাঙ্ক কর্মী। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, দাবী মেনে ওই অস্থায়ী ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। গত মাসেই এক অভিযোগ উঠেছিল বাঁকুড়ার এক রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কের ম্য়ানেজার, স্বনির্ভর গোষ্ঠীর ক্য়াশিয়ার-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে। অবিলম্বে টাকা ফেরতের দাবিতে, বাঁকুড়ার বিষ্ণুপুর সোনামুখী রাজ্য় সড়ক অবরোধ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বিক্ষোভের মুখে পড়েন বিডিও। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। বিডিওকে ঘিরে বিক্ষোভ। ধাক্কাধাক্কি। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। স্বনির্ভর গোষ্ঠীর কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার বিষ্ণুপুর। স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুরের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্তত ২০০টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীগুলির মধ্যে ৯১ টি গোষ্ঠীর প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার, গোষ্ঠীর ক্য়াশিয়ার সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।


আরও পড়ুন:খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?