কলকাতা: বর্তমান যুগে প্রেক্ষাগৃহে যাওয়ার থেকে বেশি ওটিটিতে ছবি দেখতে পছন্দ করেন সিনেপ্রমীরা। তাই একাধিক তাবড় পরিচালকদের থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের ছবি মুক্তির জন্য় বেছে নিচ্ছেন ওয়েব প্ল্য়াটফর্ম। এবার সিনেপ্রেমী দর্শকদের জন্য় জি ফাইভ নিয়ে এল একগুচ্ছ ছবির ডালি। যার মধ্য়ে রয়েছে সানি দেওলের 'গদর 2' থেকে শুরু করে মনোজ বাজপেয়ীর 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়'। তালিকায় রয়েছে, 'সানফ্লাওয়ার' সিজন টু, 'তারলা','হাদ্দি', 'তাজ (Taj: Reign of Revenge)', TVF-এর 'Humorously Yours' S3 এবং ' আম আদমি ফ্য়ামিলি(Aam Aadmi Family)' S4, 'দ্য কাশ্মীর'-এর মতো বিশিষ্ট মৌলিক সিরিজের সিক্যুয়েল রয়েছে। ফাইলস','আনরিপোর্টেড', 'দুরঙ্গা S2', 'মিথ্যা S2', 'দ্য ব্রোকেন নিউজ' S2, 'গ্যারাহ গ্যারাহ', সুধীর মিশ্রের 'ক্রাইম বিট'-এর মত একাধিক সিরিজ ও সিনেমা।


আঞ্চলিক ছবির মধ্য়ে রয়েছে ভেট্রিমারন এবং বিজয় সেতুপতির বিদুথালাই - পার্ট ওয়ান, আর্যের কাথার বাশা এন্দ্র মুথুরামালিঙ্গম, নাগরাজ মঞ্জুলের ঘর বন্ধুক বিরিয়ানি, এবং আরও অনেক কিছু।


আরও পড়ুন...


Smooth Skin: মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?


প্রসঙ্গত মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' ছবিটি এক নাবালিকার ধর্ষণের ঘটনা ও তাঁর সঙ্গে আশ্রম বাপুর (Asaram Bapu)-র যোগ নিয়ে তৈরি হয়েছে  মনোজ অভিনয় করছেন একজন উকিলের ভূমিকায়। মনোজের (Manoj Bajpayee) চরিত্রের নাম পি সি শোলাঙ্কি। পকসো আইনে (POCSO) আইনে অভিযোগ দায়ের হওয়া ও তারপরে এক আইনজীবীর লড়াইয়ের ঘটনাকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর সেই ছবি নিয়ে নাকি এবার ছবির নির্মাতাদের কাছে আইনি নোটিশ এসেছে আশ্রম বাপুর তরফে। তাঁর ট্রাস্টের মাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন তিনি।


পরিচালক অপূর্ব সিংহ কার্কি (Apoorv Singh Karki)-র এই ছবি নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে (New York International Film Festival)-এ দেখানো হবে। ছবিটি প্রযোজনা করেছেন, বিনোদ ভংসালী (Vinod Bhanushali), কমলেশ ভংসালী (Kamlesh Bhanushali), আসিফ শেখ (Asif Sheikh), বিশাল গুর্রানি (Vishal Gurnani) ও জুহি পারেখ মেটা (Juhi Parekh Mehta)।


আরও পড়ুন...


Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার'


উল্লেখ্য়, ২৩ এপ্রিল ৫৪ বছরের জন্মদিনে মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) তাঁর নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন।