কলকাতা: 'বিদ্রোহী' মদন মিত্রর মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা বলে সম্বোধন। অভিষেককে দলের যোগ্য উত্তরসূরি বলে মন্তব্য মদনের। 


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা মিত্রর: এদিন তিনি বলেন, "গতকাল বাঘের বাচ্চার মতো লড়াই করেছেন অভিষেক। দলের যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সময়ে যোগ্য উত্তরসূরী বেছে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।'' মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর। 


নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করল CBI। আদালত থেকে রক্ষাকবচ না মেলায় শুক্রবার রাতেই জনসংযোগ থামিয়ে কলকাতায় ফেরেন অভিষেক। শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেন অভিষেক।CBI সূত্রে খবর, অভিষেকের সামনে রাখা হয় ৫ পাতার প্রশ্নমালা। জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের টিমে ছিলেন, একজন DSP র‍্যাঙ্ক, একজন ইন্সপেক্টর র‍্যাঙ্ক ও একজন এসপি র‍্যাঙ্কের অফিসার। CBI সূত্রে খবর, প্রথম ধাপে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষকৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে প্রশ্ন করা হয়। এদিন জিজ্ঞাসাবাদ পর্ব সেরে অভিষেক বলেন, “নবজোয়ার যাত্রায় ভয় পেয়ে আমায় ১৭ ঘণ্টার নোটিসে ডেকেছে। আমি দিল্লির পোষা কুকুর হিসাবে মাথা নত করব না। রয়্য়াল বেঙ্গল টাইগার হিসাবে মরব।’’


মোটর সাইকেল দুর্ঘটনায় আহত, সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান শুভদীপ পালকে SSKM হাসপাতালে ভর্তি করানো নিয়ে বিতর্কের সূত্রপাত। রোগীকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ। চিকিৎসা পরিষেবা না পেয়ে দীর্ঘ ছ'ঘণ্টা রোগীকে অ্যাম্বুল্যান্সে রেখে দিতে হয়, এমনকি স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলেও সুরাহা হয়নি বলে দাবি করেন মদন। সরাসরি হস্তক্ষেপ দাবি করেন মমতার। তার পর শনিবার রাতেই রোগীর পরিবারে সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। তাদের হাত থেকে কাগজপত্র নেন। সেই মতো ফোন যায়। তার পর মেডিক্যাল কলেজে ওই রোগীকে ভর্তি করার ব্যবস্থা করা হয়। মমতার এমন দরদী মনোভাবের প্রশংসায় পঞ্চমুখ হলেন মদন। রবিবার তার জন্য মমতাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি। 


এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "CBI যখন অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে, সেই সময় মমতার মনের অবস্থা কী ছিল, তা তিনি ভালই জানেন বলে জানান মদন। তার পরেও যে মমতা সময় বের করে নিজে বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন, তাতেই খুশি তিনি। এ দিন মদন বলেন, "কাল সাড়ে ন'ঘণ্টা ধরে অভিষেককে যে ভাবে রগড়েছে। কিছুই নয়, সময় নষ্ট করেছে। মুখ্যমন্ত্রীর কী মানসিক অবস্থা ছিল জানি। তার মধ্যেও রোগীকে মেডিক্যাল কলেজে ভর্তি করার ব্য়বস্থা করে দিয়েছেন। এ থেকেই বোঝা যায়, তিনি কতটা মানবিক।"


আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?