কলকাতা:  ২২ বছর পর বড়পর্দায় ফিরেছেন তারা সিংহ (Tara Singh) ও সাকিনার (Sakina) জুটি। ১১ অগাস্ট মুক্তি পেয়েছে 'গদর ২' (Gadar 2)। ভারতে ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি শোনা গিয়েছিল আগেই। চার দিনের শেষে কোথায় দাঁড়িয়ে ছবির ব্যবসা (BO Collection of First Weekend)? 


বলা ভাল মুক্তির পর থেকেই বক্সঅফিসে ছক্কা হাঁকাচ্ছে সানি দেওয়ল ও আমিশা পটেলের ছবি 'গদর ২'। মাত্র চারদিনের মাথাতেই এই ছবির আয় ১৭৩.৫৮ কোটি টাকা। ফলে অনেকেই মনে করছেন পাঁচদিনের শুরুতেই ২০০ কোটি ক্লাবে নাম লেখাবে এই ছবি।


গত শুক্রবার অর্থাৎ ১১অগাস্ট মুক্তি পেয়েছিল 'গদর ২'।  শুক্রবার ৪০.১০ কোটি, শনিবার ৪৩.০৮ কোটি, রবিবার ৫১.৭০ কোটি, সোম ৩৮.৭০কোটি। অর্থাৎ এখনও পর্যন্ত অনিল শর্মা পরিচালিত এই ছবির মোট আয় ১৭৩.৫৮ টাকা।


আরও পড়ুন...


ইয়ারফোন ছাড়া এক মুহূর্ত চলে না? বাড়তে পারে কথা বলা ও শোনার সমস্যা, অশনি সঙ্কেত গবেষণায়


২০০১ সালে মুক্তি পায় 'গদর'। মুক্তি পেতেই বক্স অফিসে বাজিমাত করে এই ছবি। তার সিক্যুয়েলের ঘোষণা হতেই উত্তেজনার ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ও দর্শকদের মধ্যে। সেই প্রতিফলন মেলে অগ্রিম টিকিট বুকিংয়ে, প্রথম দিনের ব্যবসায় এবং চতুর্থ দিনের ব্যবসায়। দর্শকের থেকে পাওয়া গেছে ইতিবাচক রিভিউ। 


প্রথম দিনেই 'গদর ২' তার সম্ভাব্য আয়ের ৬০ শতাংশ বক্স অফিস থেকে তুলে নেয় এবং এই আয়ের ৮৬ শতাংশই আসে সন্ধ্যার শো থেকে। এই ছবির সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২' ও রজনীকান্তের 'জেলার'। তাতেও দমানো যায়নি সানি দেওলকে। চলতি বছরে এখনও মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছিল শাহরুখ খানের 'পাঠান'। তারপরেই তালিকায় নাম ওঠে সানি দেওলের 'গদর ২' ছবির।


এই ছবির সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২' ও রজনীকান্তের 'জেলার'। তাতেও দমানো যায়নি সানি দেওলকে। চলতি বছরে এখনও মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে শাহরুখ খানের 'পাঠান'। তারপরেই রয়েছে সানি দেওলের 'গদর ২'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial