কলকাতা: গোটা দেশে রমরম করে চলছে সানি দেওয়ল (Sunny Deol) ও আমিশা পটেল অভিনীত ছবি 'গদর ২' (Gadar 2)। আজই ছবি দেখার জন্য় আগ্রহ প্রকাশ করলেন রাষ্ট্রপতি। জানা যাচ্ছে ১৩ অগাস্ট রবিবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে স্ক্রিনিং হবে এই ছবির। এর পাশাপাশি সামনে এসেছেন এক নতুন তথ্য়। সূত্রের খবর অনুযায়ী, মুক্তির প্রথমদিনই কুড়ি লক্ষ টিকিট বিক্রি হয়েছে এই ছবি।
উল্লেখ্য়, ৫ অগাস্টের আগে থেকেই শুরু হয়েছে গেছিল এই ছবির অগ্রিম বুকিং। এক সপ্তাহ আগেই ৩০ হাজার টিকিট বিক্রি করে ফেলেছিল এই ছবি। 'পিভিআর'-ই বিক্রি করেছিল প্রায় ১২ হাজার টিকিট। অন্যদিকে, 'সিনেপলিস' বিক্রি করেছিল প্রায় ৯ হাজার ৩৫০ টিকিট।
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ছবি প্রসঙ্গে বলেছিলেন, 'একাধিক রটনা শোনা যাচ্ছে যে ছবিতে নাকি সানি দেওলের চরিত্র অতটা গুরুত্বপূর্ণ নয় এবং অনিল শর্মা নাকি বেশি তাঁর ছেলে উৎকর্ষের ওপরেই ফোকাস করেছেন। আমি অনিল শর্মাকে জিজ্ঞেস করি এই ব্যাপারে, এবং আমি জি-কেও জিজ্ঞেস করি। তাঁরা প্রত্যেকেই বলেন এই সমস্ত মিথ্যা, সানি দেওল ছবিতে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছেন এং গদর হচ্ছেন সানি দেওলই।'
পরিচালক অনিল শর্মা 'গদর ২' ছবিতে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে এই ছবিতে। ট্রেলারেই স্পষ্ঠ ছিল যে ছবিতে দুর্দান্ত অ্য়াকশান সিকোয়েন্সের দেখা মিলতে চলেছে।
আরও পড়ুন...
পেট ঠেসে খাওয়া নয়, বারে বারে খাওয়া, স্তন্যদায়ী মায়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ পুষ্টিবিদের
প্রসঙ্গত, 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। আমির খানের 'লাগান'-এর সঙ্গেও রীতিমত টক্কর চলে এই ছবির।
কিছুদিন আগে 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'-এর তরফে 'U/A' ছাড়পত্র পেয়েছে 'গদর ২'। সূত্রের খবর, ছবিতে দেখানো এক দাঙ্গার দৃশ্যে, লোকজনকে, 'হর হর মহাদেব' রব তুলতে শোনা যায়, সেটি বাদ দেওয়া হয়েছে। এছাড়া 'শিব তাণ্ডব' শব্দবন্ধ বদলানো হয়েছে। কিছু কটূ শব্দের বদল ঘটানো হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial