কলকাতা: এই জুটি, এই ছবি নিয়ে আকর্ষণ ছিল সবারই। সদ্য মুক্তি পেয়েছে রাম চরণ (Ram Charan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'গেমচেঞ্জার' (Game Changer)। আর এই ছবি নিয়ে দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। বক্সঅফিসে মোটের ওপর ভালই ব্যবসা করছে এই ছবি। তবে এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে 'না না হায় রা না' গানটি। কিন্তু শ্যুটিংয়ে পরেও কেন এই গানটি ছবি থেকে বাদ পড়ল, তা নিয়ে অনুরাগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শ্যুটিং হয়ে যাওয়ার পরেও কেন ছবি মুক্তির পরে এই গানটি দেখতে পেলেন না তাঁরা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আর আজ, 'গেম চেঞ্জার' টিমের তরফ থেকে অনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হল, কেন বাদ পড়েছে এই গানটি।
'না না হায় রা না' হল প্রথম ভারতীয় গান যেটি ক্যামেরার infrared lens-এ শ্যুটিং করা হয়েছে। এই লেন্সের বিশেষত্ব হল, এতে দৃশ্যপট আরও বেশি জীবন্ত বলে মনে হয়। তবে এই লেন্সে শ্যুটিং করার ফলেই, এই গানটি এডিটের সময় কিছু সমস্যা দেখা দিয়েছে। গানটিকে তাই যথা সময়ে ছবির মধ্যে রাখা যায়নি। নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, এই গানটি আপাতভাবে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে জানুয়ারির ১৪ তারিখের মধ্যে, এই গানটি ফের ছবিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করা হচ্ছে এডিটের কাজ। যত তাড়াতাড়ি সম্ভব ছবির নতুন কপিতে এই গানটি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেই জানানো হয়েছে নির্মাতাদের তরফ থেকে।
অন্যদিকে, প্রত্যেকেরই নজর রয়েছে এই ছবির বক্সঅফিস কালেকশনের দিকে। নজর রাখা যাক, ২ দিনে এই ছবি কেমন আয় করল সেই দিকে। মূলত তেলুগু ও হিন্দি, এই দুই ভাষার আয়কেই ছবির মূল আয় বলে ধরা হচ্ছে এই ক্ষেত্রে। শুক্রবার দিন এই ছবিটির হিন্দি ভার্সন বক্সঅফিসে রোজগার করেছে ৭ কোটি। তবে দ্বিতীয় দিনে, হিন্দি ভাষায় এই ছবির আয় কিছুটা কমেছে। দ্বিতীয় দিনে এই ছবিটি আয় করেছে ৬.৬৫ কোটি। অর্থাৎ ২ দিনের মধ্য়ে রাম চরণ, কিয়ারা আডবাণী অভিনীত এই ছবির হিন্দি ভার্সন আয় করেছে ১৩.৬৫ কোটি।
আরও পড়ুন: Tiku Talsania: হৃদরোগে আক্রান্ত হননি, তাহলে কেন হাসপাতালে ভর্তি করতে হল টিকু তালসানিয়াকে?