কলকাতা: টাইগার শ্রফ (Tiger Shroff ), কৃতি স্যানন (Kriti Sanon) এবং অমিতাভ বচ্চন (Amitav Bacchan) অভিনীত 'গণপথ' (Ganapath)নিয়ে উন্মাদনা ছিলই। তবে ছয়দিন পরও এই ছবির বক্সঅফিস কালেকশান (Box Office Collection) খুব একটা আশাব্য়াঞ্জক নয়। বলিউডসূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই ছবির আয় ১০ কোটির কিছু বেশি। বধুবার পর্যন্ত ৯.৭৩ টাকা করেছিল এই ছবি। উল্লেখ্য় এই ছবির বাজেট ছিল ২০০ কোটি।


প্রসঙ্গত, ২০৭০ খ্রিষ্টাব্দের প্রেক্ষাপটে তৈরি এই ছবি অ্যাকশনে ভরপুর হতে চলেছে তা টিজারেই স্পষ্ট ছিল। বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। টাইগার ও কৃতী, দুজনকেই দেখা গিয়েছে অ্যাকশন অবতারে। তাঁদের বিপক্ষে দেখা গেছে আন্তর্জাতিক স্তরের শত্রুদের। তবে যা নজর কেড়েছে এই ছবিতে তা হল দুর্ধর্ষ মানের ভিএফএক্সের (VFX) ব্যবহার, যা এখনও পর্যন্ত তেমনভাবে কোনও ভারতীয় ছবিতে দেখা যায়নি। দর্শকের সামনে ওয়ার্ল্ড-ক্লাস সিনেম্যাটিক অভিজ্ঞতা নিয়ে আসার জন্য কোনও কসরত বাকি রাখেননি জ্যাকি ভগনানি।


আরও পড়ুন...


অরিজিত সিংহর কণ্ঠে মুক্তি পাচ্ছে 'অ্য়ানিমেল'-এর গান 'সতরঙ্গ', প্রকাশ্য়ে টিজার


'হিরোপন্তি' (Heropanti) জুটির অনস্ক্রিন রসায়ন ফের ফিরবে এই ছবির হাত ধরে। টাইগার ও কৃতীর জুটি এমনিতে বেশ পছন্দই করেন দর্শক। প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন জ্যাকি ভগনানি। তিনি বলেছিলেন, 'আমাদের অন্যতম উচ্চাকাঙ্ক্ষা-যুক্ত প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত। 'গণপথ: এ হিরো ইজ বর্ন'। এই সিনেমাটি অপরিমেয় আবেগ এবং একটি অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি করা হয়েছে। এটি দর্শকদের জন্য একাধিক চমক নিয়ে আসবে।'


বিকাশ বহেল পরিচালিত, বাসু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ  ও বিকাশ বহেল প্রযোজিত ছবি 'গণপথ' বিশ্বজুড়ে, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল।


প্রসঙ্গত, কিছুদিন আগেই 'মিমি' ছবির জন্য় জাতীয় পুরস্কারের (National Award) মঞ্চে সম্মানিত হয়েছিলেন কৃতি শ্য়ানন। আত্মপ্রকাশ থেকে পুরোদস্তুর নায়িকা হয়ে উঠলেও, ২০২১ সালের আগে পর্যন্ত অভিনয় ক্ষমতা দেখানোর তেমন সুযোগ পাননি কৃতি। 'মিমি' সেই হিসেব পাল্টে দেয়। রাতারাতি প্রতিভাশালী অভিনেত্রী হিসেবে সমালোচকদের নোটবুকে নাম ওঠে তাঁর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial