মুম্বই: স্ত্রী মান্যতা ও দুই সন্তান শাহরান আর ইকরার সঙ্গে গণপতি বিসর্জনে যোগ দিলেন সঞ্জয় দত্ত। নিয়মমত তাঁর বাড়িতে তিনদিন ধরে গণেশ ঠাকুরের পুজো হয়। গতকাল হয় বিসর্জন। মান্যতা দত্ত ইনস্টাগ্রামে পোস্ট করেন ছবিটি। তাতে দেখা যাচ্ছে, গণপতি তাঁর বাড়িতে পূজিত হচ্ছেন। দেখুন পুজোর আরও ছবি।