বিয়ের প্রস্তাব খারিজ, ইনদওরে তরুণীকে ৪০ বার কুপিয়ে খুন, গ্রেফতার প্রাক্তন সহপাঠী
Web Desk, ABP Ananda | 15 Sep 2018 06:27 PM (IST)
ইনদওর: বিয়ের প্রস্তাব খারিজ করে দেওয়ায় এক তরুণীকে কাস্তে দিয়ে ৪০ বার কোপ মেরে খুন করলেন এক যুবক। তিনি আবার মৃতার প্রাক্তন সহপাঠী। নৃশংস এই ঘটনা মধ্যপ্রদেশের ইনদওরের। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এমআইজি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তহজিব কাজি জানিয়েছেন, খুন হওয়া তরুণীর নাম সুপ্রিয়া জৈন (২৪)। তিনি একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করতেন। অভিযুক্ত কমলেশ সাহু (২৪) একটি হোটেলে ওয়েটার হিসেবে কাজ করতেন। সুপ্রিয়া ও কলমেশ দামো জেলার নবোদয় স্কুলে একসঙ্গে পড়তেন। স্কুলে পড়ার সময়ই সুপ্রিয়াকে প্রেমের প্রস্তাব দেন কমলেশ। ওই তরুণী সেই প্রস্তাব খারিজ করে দেওয়ায় তিনি হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। স্কুল ছাড়ার পরেও তিনি সুপ্রিয়াকে অনুসরণ করতেন। কয়েকদিন আগে ফেসবুক মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দেন তিনি। সুপ্রিয়া সেই প্রস্তাব খারিজ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁকে খুনের পরিকল্পনা করেন কমলেশ। বৃহস্পতিবার রাতে সুপ্রিয়া যখন অফিস থেকে ফিরছিলেন, তখন তাঁর উপর হামলা চালান কমলেশ। একটি হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রিয়াকে। সেখানে শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। কমলেশের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।