মুম্বই: সিনেমা হোক বা ওয়েব সিরিজ। সর্বত্র দাপিয়ে অভিনয় করছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। তাঁর দক্ষ অভিনয় ক্ষমতায় বারবার মুগ্ধ করেছেন সকল সিনেপ্রেমীকে। 'স্ত্রী' (Stree) সিনেমায় তাঁর অভিনয় হোক বা 'মির্জাপুর' (Mirzapur) ওয়েব সিরিজে, প্রত্যেকটা চরিত্র অভিনবভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। সম্প্রতি বিপুলভাবে প্রশংসিত তাঁর 'মিমি' ছবিটি। সেখানে তাঁর 'ভানু' চরিত্রটি বিশেষ উল্লেখের দাবি রাখে। 


অভিনয় নিজেকে নবীকরণের একটা মাধ্যম যা তাঁকে আরও সততার সঙ্গে কোনও চরিত্রকে রূপ দিতে সক্ষম করে, এমনটাই মনে করেন 'মির্জাপুর' অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। 


২০০৪ সালে 'রান' ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম বলিউডে পা রাখেন পঙ্কজ ত্রিপাঠী। কিন্তু তিনি প্রথম লাইমলাইটে আসেন অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবির মাধ্যমে।


বছরের পর বছর ধরে 'গুঞ্জন সাক্সেনা' বা 'বরেলি কি বরফি'-এর মতো ছবিতে প্রগতিশীল ও স্নেহশীল বাবার চরিত্রে হোক, 'গুরগাঁও'-তে রিয়্যাল এস্টেট টাইকুন হোক বা 'মির্জাপুর' সিরিজের কালীন ভইয়া, বা 'স্ত্রী' বা 'নিউটন' ছবিতে সিআরপিএফ অফিসারের চরিত্রে হোক, তাঁর প্রত্যেকটা চরিত্র মানুষের মনে গেঁথে আছে। 


অভিনেতার কথায়, 'আমার কাছে অভিনয় কেবলমাত্র খ্যাতি ও অর্থ উপার্জনের মাধ্যম নয়। তবে অভিনয়ের মাধ্যমে আমি আমার ভিতরের সত্ত্বাকে খুঁজে পাই এবং নিজেকে নতুন করে আবিষ্কার করি।'


পঙ্কজ ত্রিপাঠী আরও জানান যে, অভিনয় তাঁর শক্তি এবং স্পর্শের ইন্দ্রিয়কে পুনরুজ্জীবিত করে।


তিনি বলেন, 'অভিনয় আমার শক্তি এবং স্পর্শ, অনুভূতি এবং স্বাদের ইন্দ্রিয়কে পুনরুজ্জীবিত করে, যা সবশেষে আমাকে আমার আর্ট সততার সঙ্গে পারফর্ম করতে সাহায্য করে।'


আরও পড়ুন: Sahraa Karimi: 'আফগান সিনেমাকে শেষ হতে দেবেন না', কাতর আর্জি পরিচালক সাহারা করিমির


আরও পড়ুন: Alia Bhatt's Yoga Mantra: তাঁর দুর্দান্ত ফিটনেসের রহস্য কী? ছবি পোস্ট করে জানালেন আলিয়া