বনশালীর ছবিতে কবির ভূমিকায় শাহরুখ?
ABP Ananda, Web Desk | 24 Dec 2016 04:15 PM (IST)
মুম্বই: ‘দেবদাস’-এর পর ফের এক সঙ্গে সঞ্জয় লীলা বনশালী আর শাহরুখ খান? শোনা যাচ্ছে, প্রখ্যাত উর্দু কবি-সুরকার সাহির লুধিয়ানভির জীবনী নিয়ে বনশালী ছবি করার কথা ভাবছেন। আর লুধিয়ানভির চরিত্রের জন্য ভাবা হচ্ছে শাহরুখের নাম। কবি-সাহিত্যিক অমৃতা প্রীতমের সঙ্গে লুধিয়ানভির রোমান্টিক সম্পর্ক নিয়ে গড়ে উঠবে ছবিটি। প্রথমে শোনা গিয়েছিল, মুখ্য চরিত্রের জন্য ভাবা হয়েছে ইরফান খান ও ফাওয়াদ খানকে। কিন্তু তাঁদের জায়গায় এখন শোনা যাচ্ছে এসআরকে-র নাম। জানা গেছে, অল্পদিন আগে শাহরুখের সঙ্গে দেখা করে স্ক্রিপ্টের ব্যাপারে কথা বলেছেন সঞ্জয়। জানিয়েছেন, ২০১৮-য় এই ছবিটি নিয়ে কাজ করতে ইচ্ছুক তিনি। শাহরুখ ও সঞ্জয় দুজনেই এখন ছবিটি নিয়ে ভাবনাচিন্তা করছেন, লুধিয়ানভির গজল ও অন্যান্য সৃষ্টি নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন শাহরুখ। অমৃতা প্রীতমের চরিত্রে ভাবা হচ্ছে দীপিকা পাড়ুকোন ও প্রিয়ঙ্কা চোপড়ার নাম। এখনও পর্যন্ত এই ছবির ব্যাপারে পাকাপাকি কিছু শোনা যায়নি। কিন্তু যদি এই খবর সত্যি হয়, তবে শাহরুখকে তাঁর নিজস্ব ভঙ্গিমায় অসামান্য কিছু গজল আওড়াতে দেখব আমরা।