মুম্বই: মুক্তির আগে থেকেই দর্শকের উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। ছবি মুক্তির আগে থেকেই খানিকটা আন্দাজ করা যাচ্ছিল যে, বক্স অফিসে বেশ ভালোই প্রভাব বিস্তার করবে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর বহু প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। আর মুক্তি পাওয়ার পর থেকে সিনেমা হলে কার্যত ঝড় চালাচ্ছে এই ছবি। যদিও ট্রেড অ্যানালিস্টরা এই ছবির বক্স অফিস কালেকশন প্রকাশ করার সঙ্গে এটাও মনে করিয়ে দিতে ভুলে যাচ্ছেন না যে, এখন করোনা পরিস্থিতি চলছে। আর তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে কোথায় কোথায় হয়তো এখনও সিনেমা হল বন্ধ রয়েছে, নাহলে বহু জায়গায় ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা রয়েছে। তাই বক্স অফিস কালেকশন আরও ভালো হতে পারত, যদি দেশের সব জায়গায় ১০০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা থাকত। 


প্রথম দিনে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র বক্স অফিস কালেকশন দেখে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছিলেন যে, প্রথম তিনদিনের মধ্যেই ৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবি। তিনদিন পেরিয়ে গিয়েছে। প্রথম সপ্তাহের শেষে কি ৪০ কোটি টাকার ব্যবসা করতে পারল এই ছবি?


আরও পড়ুন - Siddhant Chaturvedi: ঘর বাঁধতে চেয়েছিলেন, তারপর? প্রাক্তন প্রেম নিয়ে বিস্ফোরক সিদ্ধান্ত চতুর্বেদী


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তরণ আদর্শ সপ্তাহের শেষের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির বক্স অফিস কালেকশন ঘোষণা করেছেন। তিনি এদিন লেখেন, ''গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' সকলের মধ্যে উচ্ছ্বাস, আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। প্রথম সপ্তাহের শেষে দুর্দান্ত পারফরম্যান্স। মুম্বই, থানে, পুনে, গুজরাট, দিল্লি এবং দক্ষিণ ভারতে দারুণ ব্যবসা করেছে এই ছবি। শুক্রবার এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১০.৫০ কোটি টাকার। শনিবার ছিল ১৩.৩২ কোটি টাকার। আর রবিবার এই ছবি ব্যবসা করল ১৫.৩০ কোটি টাকার। সবমিলিয়ে তিনদিনে মোট ব্যবসা করল ৩৯.১২ কোটি টাকার। সামনেই মহাশিবরাত্রি। আশা করছি মহাশিবরাত্রির উতসবে আরও ভালো ব্যবসা করবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। বক্স অফিসে একই ধারা বজায় রাখবে এই প্রত্যাশা।'



প্রসঙ্গত, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট। ছবি মুক্তি পাওয়ার পর থেকে চারিদিক থেকে তিনি প্রশংসায় ভাসছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজ প্রমুখ অভিনেতারা। লেখক হুসেন জায়দির বই 'মাফিয়া কুইনস অফ মুম্বই'-এর একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।