কলকাতা: বেহালা বাগান বাড়ি। সরু গলিটার দুধারে গায়ে গায়ে ঘর আর মানুষের আনাগোনা। জায়গাটা অনেকে চিনলেও এখন হঠাৎ করে সেখানে গেলে ভুল হয়ে যেতে পারে অনেকেরই। মনে হতে পারে, পাড়ার কারও হয়তো বিয়ে হচ্ছে, আর তাই সেজে উঠেছে গোটা পাড়া! কিন্তু বিয়েতে সাজে গ্রাফিতি!
স্টার জলসার নতুন ধারাবাহিক 'গাঁটছড়া' ও একটি আর্ট ফেস্টের উদ্যোগে নতুন করে সেজে উঠেছে বেহালা বাগানবাড়ি বস্তি। দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে বিয়ের বিভিন্ন ছবি। আর এই পরিকল্পনা নাকি ধারাবাহিকের খড়ি ওরফে সোলাঙ্কি রায়ের (Solanki Roy)। চ্যানেলের তরফ থেকে দেওয়া একটি ভিডিওতে খড়িকে বলতে শোনা গেল, একদিন তিনি ও বনি নাকি ঘুরতে ঘুরতে এসে পড়েছিলেন বেহালার এই বস্তিতে। গায়ে গায়ে বাড়ি, নোনা ধরা দেওয়াল যেন গল্প বলে সেখানকার মানুষদের কঠিন জীবনযাত্রার। সেই দেওয়ালগুলিকেই নতুন রঙে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়।
নেতাজির লুকে অদেখা ছবি শেয়ার করে 'স্বস্তিক সংকেত' প্রেক্ষাগৃহে দেখার অনুরোধ শাশ্বতর
আনন্দ উৎসব মানেই গাঁটছড়া অর্থাৎ বিয়ে। খড়ির উদ্যোগে সেখানে আসেন আর্ট ফেস্টের মানুষ ও বিভিন্ন শিল্পীরা। সিমেন্ট, বালি তারপর সাদা রঙ, তার ওপরে গ্রাফিতির সাজ। কোথাও পানপাতা, কোথাও সানাই, কোথাও বিয়ের বিভিন্ন রীতি। মালাবদল থেকে শুরু করে সাতপাক, সিঁদুরদান, কি নেই সেখানে। যেন বিয়ের আসর সাজানো হয়েছে। গোটা বস্তি জুড়ে উৎসবের আমেজ। এমনকি পাড়ার লোকেরা নাকি ভাবছেন, এরমধ্যে কারও বিয়ের আয়োজন করা যায় কি না।
বস্তির সবার মুখেই হাসি। বাসিন্দারা বলছেন, 'অনেকেই হয়ত বেহালা বাগান বাড়ি বস্তিকে চেনেন। কিন্তু এখন এখানে এলে কেউ হঠাৎ করে আমাদের পাড়াকে চিনতেই পারবেন না। উৎসবের আমেজে যেন ঝলমল করছে গোটা বস্তি।'
বড়পর্দা থেকে ফের ছোটপর্দায় ফিরেছেন একঝাঁক অভিনেতা-অভিনেত্রীরা। শুধু কী তাই, ছোটপর্দায় তৈরি হয়েছে নতুন জুটিও। অনেকে আবার লম্বা বিরতির পর ফিরছেন শ্যুটিং ফ্লোরে। সব মিলিয়ে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'। স্টার জলসার এই ধারাবাহিকের হাত ধরে এই প্রথমবার জুটি বেঁধেছেন গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। তবে শুধু এই দুই নায়ক নায়িকাই নয়, এই ধারাবাহিকে অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা, সঞ্চারী মন্ডল ও অন্য়ান্যরা।