কলকাতা: আজ বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি লেখিকা মহাশ্বেতা দেবীর (Mahasweta Devi) জন্মদিন। ১৪ জানুয়ারি, এই বিশেষ দিনটিকে স্মরণ করে তাঁকে নিয়ে দু-চার লাইন লিখে পোস্ট করলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury)।


সম্প্রতি ঘোষণা করা হয়েছে মহাশ্বেতা দেবীকে নিয়ে সিনেমা তৈরির কথা। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে। আজ শুক্রবার, সাহিত্যিকের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে ভুললেন না অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে মহাশ্বেতা দেবীর ছবি পোস্ট করে লিখলেন, 'আগুনের কথা আমি এত বলেছি....
শব্দগুলো এখনো গনগন করছে....
আমার বুকের মধ্যে এখনো অক্ষরের জ্বালা!
তবু রাত জুড়ে কান্না জমে
হিমে ঝাপসা জ্বলন্ত রং!"
১৪ ই জানুয়ারি... মহাশ্বেতা দেবী র জন্মদিন..
প্রণাম' (অপরিবর্তিত)।


 






মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত ছবির নাম 'মহানন্দা'। পরিচালনায় অরিন্দম শীল। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম লুক প্রকাশ পেতেই আলোড়ন সৃষ্টি হয়। গার্গীর গোটা মুখে স্পষ্ট বলিরেখা। চোখে মোটা ফ্রেমের চশমা যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তাঁর বয়সকে। কাঁধের ওপর এলোমেলো করে ফেলে রাখা শাড়ির আঁচল। নিপুণ প্রস্থেটিক মেকআপে নজর কাড়েন তিনি। আজকের বিশেষ দিনেই ছবির মোশন পোস্টারও মুক্তি পেয়েছে। অভিনেত্রী পোস্ট করলেন সেই মোশন পোস্টার। ক্যাপশনে লিখলেন, 'কখনো তিনি "দ্রৌপদী" .. কখনো "হাজার চুরাশির মা", কখনও " অরণ্যের অধিকার" নিয়ে বিদ্রোহী... লড়াকু! আজ মহাশ্বেতা দেবীর জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ তাঁর জীবন আধারিত ছবি "মহানন্দা" র মোশন পোস্টার...' (অপরিবর্তিত)।



আরও পড়ুন: Jaya Ahsan Update: লন্ডনে 'ভ্যানগগে মোড়া' দিন কাটাচ্ছেন অভিনেত্রী জয়া এহসান, শেয়ার করলেন ছবি-ভিডিও


ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই। এই ছবিতে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। কেবল মহাশ্বেতা দেবীর জীবন নয়, এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। ছবির পোস্টারেই সেই আভাস পাওয়া গিয়েছে। গার্গীর ছবির পাশে পোস্টারে দেখা যাচ্ছে একদল লোক মশাল নিয়ে ছুটে আসছে।