কলকাতা: বছরের প্রথম দিনে 'হামি ২' -এর শ্যুটিং শেষ করেছেন। আর বছরের প্রথম দিনে মুক্তি পেয়েছে নতুন ছবি 'মহানন্দা'-র পোস্টার। নতুন বছরে সব মিলিয়ে আবেগে, উচ্ছাসে ভাসছেন তিনি। ফেলে আসা বছর তাঁকে দু হাত ভরে উপহার দিয়েছে নতুন ছবি আর কাজ। ফেলে আসা বছর কী কী শিক্ষা দিয়ে গেল তাঁকে? এবিপি লাইভের সঙ্গে ২০২১-কে ফিরে দেখলেন গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury)।
বছরের প্রথম দিনে 'হামি-২'-এর শ্যুটিং শেষ করেছেন তিনি। ২০২১ সালের সবচেয়ে ভালো মুহূর্ত কী ছিল? গার্গী বলছেন, '২০২০ সালে কোনও কাজ করিনি। গোটা বছরটাই করোনার প্রকোপে কেটে গেল। ২০২১ -এর মার্চ থেকে কাজ শুরু করলাম গৌতম ঘোষের একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি দিয়ে। গৌতমদার সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিল। প্রায় দেড় বছর পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হল প্রাণ ফিরে পেলাম। এরপর এপ্রিলে 'মহানন্দা'-র কাজ শুরু হল। তারপর 'শেষ পাতা', আর বছরের 'শেষে হামি-২'। গোটা বছরটা কাজ করে কাটালাম। প্রত্যেকটা কাজের সঙ্গে প্রচুর ভালো স্মৃতি জড়িয়ে রয়েছে। একজন শিল্পী হিসেবে গোটা বছরটাই ভীষণ ভালো কেটেছে আমার।' আর ফেলে আসা বছরের সবচেয়ে খারাপ মুহূর্ত? গার্গী বলছেন, 'আমার যে খারাপ লাগা রয়েছে সেটা সবারই রয়েছে। কাজ হারানোর যন্ত্রণা রয়েছে, বহু মানুষের কষ্ট দেখেছি চোখের সামনে। কাজ না করার দুঃখ দেখেছি। এই স্মৃতিগুলো যন্ত্রণার।'
আমার কাছের মানুষগুলোর সঙ্গে ভাল করে সময় কাটাতে চাই: কনীনিকা
নতুন বছর মানেই নিজের কাছে নিজের প্রতিজ্ঞা, রেজ়োলিউশন। ২০২২ সালে কী রেজ়োলিউশন নিলেন অভিনেত্রী। গার্গী বললেন, 'কেবল নিজের কাছে নয়, আমরা প্রত্যেকের কাছে যদি একটা প্রতিজ্ঞা ,করি যে মাস্ক মাস্ট, তাহলে বোধহয় সবার ভালো। আর আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে খুব প্রয়োজন ছাড়া কোনও জমায়েতে যাব না। অযথা ঘোরাফেরা করব না। যদিও আমি সেটা এখনই মেনে চলি, নতুন বছরে আরও কড়াভাবে মেনে চলব।'
পুরনো বছর কী শিখিয়ে গেল অভিনেত্রীকে? কবিতার ছন্দে গার্গী বলে উঠলেন, 'গান আছে, প্রাণ আছে, অস্তিত্বের সন্ধান আছে।' তারপর যোগ করলেন, 'অস্তিত্বরক্ষা ভীষণ জরুরি। আর তার জন্য জরুরি সুরক্ষা, সতর্কতা। নতুন বছরে সবার কাছে একটাই প্রার্থনা, মাস্ক পরুন, সুরক্ষাবিধি মেনে চলুন।'
'বাংলার বাইরের দর্শক ব্যোমকেশ, ফেলুদার কথা জানে, এবার কাকাবাবুর পালা'
পুরনো বছরে জীবনে নতুন করে প্রেমের ছোঁয়া পেয়েছেন গার্গী? নায়িকার হাসিমাখা গলায় ফের কবিতা। বললেন, 'প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কী করে একটাই...নিজেকে ভালোবাসাও প্রেম। জীবনে প্রেম আসবে, যাবে। কারও সঙ্গে প্রেম করার আগে নিজেকে ভালোবাসা জরুরি। করোনা আমাদের ভালোবাসতে শিখিয়ে গেল, কেবল নিজেকে নয়, পরিবারকে। লকডাউনে সবাই নিজেদের বাড়িতে পরিবারের সঙ্গে ফিরে এসেছেন, সবাই একসঙ্গে সময় কাটিয়েছেন। করোনা আমাদের একত্রিত হতে শিখিয়ে গেল।'