কলকাতা: ছোটপর্দা থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল। তারপর বড়পর্দা, বাছাই করা ছবি। টলিউড তাঁকে চিরকাল মনে রেখেছে অন্যধারার চরিত্রাভিনেত্রী হিসেবে। বড়পর্দায় একাধিক চরিত্রে বার বার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম সফল এই নায়িকার অনুরাগীর সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। সদ্য প্রযোজনাতেও হাত দিয়েছেন তিনি। কিন্তু কী হত যদি রুপোলি পর্দায় পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেত্রী না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury Exclusive)
'অভিনয় ছাড়া আর কিছু ভাবিনি'
ছোট থেকেই নাকি স্বপ্ন ছিল অভিনয়ে আসার। গার্গী বলছেন, 'আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি। আমি কখনও অভিনয় ছাড়া আর কোনও পেশার কথা ভাবিনি। সুনীলদা একটা কবিতা বলেছিলেন, 'যে আমাকে চেয়েছে সে আমাকে পেয়েছে। 'যে আমাকে চায়নি তার প্রত্যাখ্যান আমি সযত্নে সিন্দুকে তুলে রেখেছি।' আমি অভিনয় নিয়ে থাকতে চেয়েছি। আমি অভিনয়টা করি বলেই আরও সুন্দরভাবে বাঁচতে পারি।'
আগামী ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত, গার্গী রায়চৌধুরী, ঈশা সাহা- (Ishaa Saha), দেবশঙ্কর হালদার (Debshankar Haldar) অভিনীত, মহাশ্বেতা দেবীর (MahaSweta Devi) জীবন আধারিত ছবি 'মহানন্দা'।
আরও পড়ুন: পিছন ফিরে পালাতে যাব, সৌমিত্র জ্যেঠু ডাকলেন, 'যীশু, এদিকে আয়'
'মহানন্দা'-র শুরুটা হয়েছিল কীভাবে? গার্গী বলছেন, 'এর পিছনে একটা মজার গল্প রয়েছে। যখন আমি ভাবছি কোনও বায়োপিক করব, তখন আমার কর্তাই প্রথম আমায় বলেন মহাশ্বেতা দেবীর জীবন নিয়ে ছবি করার কথা। উনি কিছু তথ্য লিখে আমায় বলেন অরিন্দম শীলের সঙ্গে যোগাযোগ করতে। অরিন্দম আমার দীর্ঘদিনের বন্ধু, ছোটপর্দায় একসঙ্গে অভিনয় করেছি। ওকে স্ক্রিপ্টটা দেওয়ার পরের দিনই ফোন করে বলে, 'গার্গী আমি কিন্তু মহাশ্বেতা হিসেবে, বলা ভালো মহানন্দা হিসেবে তোমাকেই দেখছি। সেই শুরু। তারপর বহুবার চিত্রনাট্য পড়েছি, চিত্রনাট্য বদলেছে। ৩ বছর আগে এই সবকিছুর শুরু হয়েছিল। মাঝখানে করোনা এসেছে। আমরা ভিডিও কলে ছবিটা নিয়ে কথা বলতাম তখন।'