কলকাতা: ফাঁকা লিফটের দরজা খুলে গেল, তাতে উঠে পড়লেন বিক্রান্ত মেসি (Vikrant Massi)। তারপরেই আবার লিফট দাঁড়াল, দরজা খুলে সেখানে উঠলেন সারা আলি খান (Sara Ali Khan)। শুরু হল দুজনের কথোপকথন। বিক্রান্ত প্রশ্ন করলেন সারাকে, তিনি কি পাপারাৎজিদের থেকে বাঁচতে লিফটে উঠেছেন, খুনসুটি আর কপোট রাগে সারা জানালেন, তিনি একটি ছবির চিত্রনাট্য পড়তে এসেছিলেন। ছবিটি একটি ক্রাইম থ্রিলার।                                                                                                                                   


কথায় কথায় জানা গেল, দুজনেই নাকি চিত্রনাট্য পড়তে গিয়েছিলেন, দুইই ক্রাইম থ্রিলার। আর তাঁদের চরিত্র দুটি একেবারেই আলাদা। এরপরেই লিফটে প্রবেশ তৃতীয় চরিত্রের। চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)। তাঁকে দেখেই সম্ভ্রমে আমন্ত্রণ জানালেন সারা ও বিক্রান্ত। তাঁর সঙ্গে কথায় কথায় জানা গেল, তিনিও নাকি ফিরছেন ক্রাইম থ্রিলারের চিত্রনাট্য শুনে। এবার ৩ জনেরই অবাক হওয়ার পালা। একই সময় চিত্রনাট্য শুনে নামছেন যে ৩ জন, তাঁরা একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন না তো?                                                       


আরও পড়ুন: Amitabh Ajay: ৩০ ফুট ওপর থেকে লাফিয়ে পড়েছিলেন অমিতাভ-অজয়, কী হয়েছিল তারপর?


হঠাৎ নিভে গেল লিফটের আলো। লিফটের ভিতর জ্বলে উঠল লন্ঠন। ঘনিয়ে এল রহস্য। ক্যাপশানে চোখ রাখতে অবশ্য সেই রহস্য কিছুটা কাটে। ছবির নাম গ্যাসলাইট (Gas Light)। ডিজনি প্লাস হটস্টারে ৩১ মার্চ মুক্তি পাবে এই ছবিটি। ভিডিওতেই স্পষ্ট, এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে, সারা আলি খান, বিক্রান্ত মেসি ও চিত্রাঙ্গদা সিং-কে।