Amitabh Ajay: ৩০ ফুট ওপর থেকে লাফিয়ে পড়েছিলেন অমিতাভ-অজয়, কী হয়েছিল তারপর?

Amitabh Bacchan Ajay Devgan: সদ্য শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর তিনি শেয়ার করেছেন নিজেই।

Continues below advertisement

কলকাতা: আজই মুক্তি পেয়েছে অজয় দেবগণ (Ajay Debgan)-এর নতুন ছবি 'ভোলা' (Bholaa)-র ট্রেলার। অজয় দেবগণ পরিচালিত ও প্রযোজিত এই ছবি মূলত অ্যাকশন ফিল্ম। এই ছবির অ্যাকশন যে তাক লাগাবে, সেই আঁচ আগেই দিয়েছিলেন পরিচালক অভিনেতা। সদ্য এই ছবির প্রচারে এসে, পুরনো দিনের অ্যাকশন ফিল্মের শ্যুটিংয়ের কৌশল তুলে ধরলেন অজয়, বললেন অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan)-এর কথাও!                                                                                                                                                   

Continues below advertisement

সদ্য শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর তিনি শেয়ার করেছেন নিজেই। হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন আহত অমিতাভ বচ্চন। প্রোজেক্ট K (Project K) ছবির শ্য়ুটিং চলাকালীন আহত বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লেগেছে বিগ বির। আজ 'ভোলা'-র প্রচারে এসে, অমিতাভের সঙ্গে কাজ করার স্মৃতি হাতড়ালেন অভিনেতা। 

আরও পড়ুন: Josh With SVF: স্বল্পদৈর্ঘ্যের ভিডিও 'জোশ' অ্যাপের বর্ষপূর্তি, সেরার শিরোপা পেলেন কোন কোন তারকারা?

১৯৯৮ সালে 'মেজর সাব' (Major Saab) ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ ও অজয়। একটি দৃশ্য ছিল, যেখানে ৩০ ফুট ওপর থেকে লাফাতে হত দুই অভিনেতাকে। অজয় বলছেন, 'এখন অ্যাকশন শ্যুট করতে গেলে যে যে পদ্ধতির সাহায্য় নেওয়া হয়, যা যা সুরক্ষাবিধি ব্যবহার করা হয়, অতীতে তা কিছুই ছিল না। 'মেজর সাব' ছবিতে ৩০ ফুট ওপর থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্য ছিল আমার আর অমিতাভজীর। সেসময়ে অনেকেই ওঁকে এই অ্যাকশনটি নিজে করতে বারণ করেছিলেন। কিন্তু অমিতাভজী তা শোনেননি। নিজেই সেই অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করেন তিনি ও আমায়ও উদ্বুদ্ধ করেন। তবে ৩০ ফুট ওপর থেকে লাফাতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে তাতে তাঁর উৎসাহ একটুও দমেনি।

প্রসঙ্গত, 'ভোলা' ছবিতে দেখা যাবে মাস মহারাজ অজয় দেবগণকে। সেই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তব্বু (Tabbu), বিনীত কুমার (Vineet Kumar), গজরাজ রাও (Gajraj Rao), সঞ্জয় মিশ্র (Sanjay Mishra), দীপক ডোব্রিয়ল ও অমলা পাল। অ্যাকশন সিক্যোয়েন্সের সঙ্গে, আবেগঘন দিকও মন কেড়েছে দর্শকের।

Continues below advertisement
Sponsored Links by Taboola