কলকাতা: ধারাবাহিক দিয়ে কেরিয়ারের শুরু, আর এখন বড়পর্দায় জায়গা করে নিয়েছেন নিজের প্রতিভার জোরেই। অভিনয় করেছেন একাধিক চরিত্রে। তবে বেশিরভাগ ছবিতেই তাঁর চরিত্র একেবারে আদর্শ নায়কের। সেই 'ভালো ছেলে'-র ইমেজ বদলানোর সুযোগ এনে দিয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। 


দার্জিলিংয়ের এক বাংলোয় একটা পরিবারের গল্প বলবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। পর্দার পরিবারের ছোট ছেলের ভূমিকায় অভিনয় করছে গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। অভিনেতা বলছেন, 'ছবিতে আমার চরিত্রটা ভীষণ মজা করতে ভালোবাসে। হইহুল্লোড় করতে ভালোবাসে। দীর্ঘদিন বাইরে থেকে কাজ করেছে, সেখানে একটা বিয়েও করেছে। অনেকদিন পরে পরিবারের সবার সঙ্গে দেখা হচ্ছে তাঁর। কিন্তু এই চরিত্রটার একটা ধূসর দিকও রয়েছে। অনেকদিন 'ভালো ছেলে'-র চরিত্রে অভিনয় করেছি। আমার মনে হয়, দর্শকদের কাছেও এই ব্যাপারটা একটু একঘেয়ে হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে একজন অভিনেতা হিসেবে ধূসর চরিত্র আমার কাছে বেশ লোভনীয়। খুব আনন্দ হয় পর্দায় ধূসর চরিত্রকে ফুটিয়ে তুলতে পারলে।'


আরও পড়ুন: রোজ শ্যুটিংয়ে গিয়ে নিত্যনতুন খাবারের পরিকল্পনা হত, 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র গল্পে তনুশ্রী


ধূসর চরিত্রে অভিনয় কি বেশি চ্যালেঞ্জিং? গৌরব বলছেন, 'সব চরিত্রেরই নতুন নতুন চ্যালেঞ্জ রয়েছে। তবে ধূসর চরিত্রে অভিনয় অভিনেতা হিসেবে আমায় আনন্দ দেয়।'


কাঞ্চনজঙ্ঘা মানেই বাঙালির কাছে নস্ট্যালজিয়া। কাঞ্চনজঙ্ঘা গৌরবকে কোন স্মৃতি মনে করায়? অভিনেতা বলছেন, 'কাঞ্চনজঙ্ঘা ভীষণভাবে আমায় ঋদ্ধিমার কথা মনে করায়। আমাদের প্রথম ছবি 'রংমিলান্তি'-র শ্যুটিং হয়েছিল দার্জিলিংয়ে। সেখানে কাঞ্চনজঙ্ঘার সামনে আমার আর ঋদ্ধিমার প্রথম শট হয়। সেই ছবি দিয়েই ঋদ্ধিমার সঙ্গে আমার আলাপ, তারপর প্রেম, বিয়ে.. আমাদের প্রেমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা।'