কলকাতা: প্রথমবার আলাপ, ভালোলাগা কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে। প্রথম বিয়ের প্রস্তাব, সেই কাঞ্চনজঙ্ঘার সামনেই। দার্জিলিং চিরকালই ভীষণ প্রিয় তাঁর কাছে। প্রতিবারই কাঞ্চনজঙ্ঘা তাঁকে মনে করায় সেই প্রিয় মানুষটির কথা, এখন যাঁর সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির শ্যুটিংয়ে তাই অবসরের বেশিরভাগ সময়টাই গৌরব চক্রবর্তীর (Gaurav Chakrabarty) কাটত ঋদ্ধিমা ঘোষকে (Ridhima Ghosh) ফোন করে। আর তার জন্য তাঁকে গোটা টিমের খুনসুটিও সহ্য করতে হয়েছে প্রচুর। নতুন ছবির প্রচারে এসে এবিপি লাইভের সঙ্গে শ্যুটিংয়ের গল্প করতে করতে প্রেমের গল্পও করছিলেন গৌরব। 


 


'কাঞ্চনজঙ্ঘা ঋদ্ধিমার কথা মনে করায়'


কাঞ্চনজঙ্ঘা মানেই বাঙালির কাছে নস্ট্যালজিয়া। কাঞ্চনজঙ্ঘা গৌরবকে কোন স্মৃতি মনে করায়? অভিনেতা বলছেন, 'কাঞ্চনজঙ্ঘা ভীষণভাবে আমায় ঋদ্ধিমার কথা মনে করায়। আমাদের প্রথম ছবি 'রংমিলান্তি'-র শ্যুটিং হয়েছিল দার্জিলিংয়ে। সেখানে কাঞ্চনজঙ্ঘার সামনে আমার আর ঋদ্ধিমার প্রথম শট হয়। সেই ছবি দিয়েই ঋদ্ধিমার সঙ্গে আমার আলাপ, তারপর প্রেম, বিয়ে.. আমাদের প্রেমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা।'


'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির শ্যুটিংয়ে যেতে পারেনি ঋদ্ধিমা। মনখারাপ হয়েছিল? গৌরব বলছেন, 'ঋদ্ধিমার কথা খুব মনে পড়েছে। রোজ প্যাক আপ হওয়ার পরে আমি আধঘণ্টা থেকে একঘণ্টা ঋদ্ধিমাকে ফোন করতাম। তারপর সবার সঙ্গে আড্ডা দিতে বসতাম।তাতে ইউনিটের সবাই আমায় রাগাত আর খুনসুটি করত।'


আরও পড়ুন: ১৯৯৯ সাল, অপু ছিল আমার প্রথম হিরো'


কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে প্রেমের শুরুটা কেমন ছিল? গৌরব বলছেন, ' 'রংমিলান্তি'-র শ্যুটিং করতে করতেই আমাদের প্রেম। ঋদ্ধিমাকে বিয়ের প্রস্তাব দিতেও আমি ফিরে গিয়েছিলাম সেই কাঞ্চনজঙ্ঘার কাছে। কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে ঋদ্ধিমাকে বিয়ের প্রস্তাব দিই। কাঞ্চনজঙ্ঘা তাই আমাদের জীবনে ভীষণ ভীষণ বিশেষ একটা জায়গা নিয়ে আছে।


'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিতে গৌরবের বিপরীতে দেখা যাবে দেবলীনা কুমারকে। এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্য়ায়, তনুশ্রী চক্রবর্তীর মত তারকারা।