গৌরী খান সবার সামনে জানালেন শাহরুখের আসল সত্যি, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ভিডিও
web desk, ABP Ananda | 01 Apr 2019 07:55 AM (IST)
মুম্বই: সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশানে সবচেয়ে স্টাইলিশ জুটির শিরোপা জিতে নিয়েছেন শাহরুখ ও গৌরী খান। পরে নিজের ইনস্টাগ্রামে অ্যাওয়ার্ড জেতার মুহুর্তের ছবিও পোস্ট করেন গৌরী। আর সেই অ্যাওয়ার্ড ফাংশানের রাতেই গৌরী সবার সামলে ফাঁস করে দেন এসআরকে-র গোপন কথা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও করেন সেই ভিডিও। অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে তিনি বলেন, শাহরুখ জনসমক্ষে যতই বলুন তিনি স্টাইলের কিছুই জানেন না, আসল সত্যিটা কিন্তু একেবারেই আলাদা। যখনই কোনো পার্টিতে যাওয়ার হয়, মাত্র ২০ মিনিটেই পরিপাটি হয়ে তৈরী হয়ে যান গৌরী খান। কিন্তু অন্তত ২ থেকে ৩ ঘন্টা সময় লাগিয়ে দেন কিং খান। তিনি আরও বলেন, তিনিও এই অ্যাওয়ার্ড ফাংশানে ৩ ঘন্টা সময় নিয়ে তৈরী হয়ে এসেছেন। তাই আজ স্বামী-স্ত্রীর মোট সময় লেগেছে ৬ ঘন্টা। বেগতিক দেখে গৌরীর হাত থেকে মাইক নিয়ে নেন শাহরুখ। তারপর প্রসঙ্গ বদলাতে গৌরীকে বলেন, খুব সুন্দর দেখাচ্ছে তাঁকে। ১৯৯১ সালে বিয়ে করেন শাহরুখ-গৌরী। বর্তমানে তাদের তিন ছেলে মেয়ে, আব্রাহাম, সুহানা আর আরিয়ান।