কিছুদিন আগেই ভোগ এক্স নায়িকা ফ্যাশনে ফ্যাশন ইভেন্টে সব থেকে স্টাইলিশ যুগলের খেতাব পান তাঁরা। সম্প্রতি ছোট ছেলে আবরামের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নজর কাড়েন শাহরুখ। ছেলের সঙ্গে শাহরুখের বেশ কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরালও হয়। শাহরুখের ব্যাপারে এই গোপন কথাটি ফাঁস করে দিলেন গৌরি!
Web Desk, ABP Ananda | 22 Dec 2019 09:53 AM (IST)
সম্প্রতি ছোট ছেলে আবরামের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নজর কাড়েন শাহরুখ। ছেলের সঙ্গে শাহরুখের বেশ কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরালও হয়।
মুম্বই: কোথাও যেতে হলে মেয়েদের তৈরি হতেই বেশি সময় লাগে – এমন অভিযোগ প্রায়ই ওঠে মেয়েদের বিরুদ্ধে। কিন্তু সবক্ষেত্রে তা মোটেই সত্যি নয়। এমনটাই বলছেন স্বয়ং শাহরুখ খান ঘরণী। তিনি নাকি কোথাও যাওয়ার আগে গৌরির থেকেও বেশ সময় নেন। শুধু তাই নয়, গৌরি বলেন, শাহরুখের একটি ঘর শুধু ওয়ার্ডরোবে ভরা। যেখানে গৌরির ৫ মিনিট সময় লাগে, সেখানে এসআরকে নেন ৫ ঘণ্টা! একটি সাক্ষাৎকারে গৌরির এই মন্তব্যের উত্তরে শাহরুখ বলেন, আমি তো সবসময় একই ধরনের জামাকাপড় পরি। ব্ল্যাক স্যুট। তাই ওয়ার্ডরোবে আলাদা আলাদা রকমের কালো স্যুট রাখতেই হয়।