একটি সাক্ষাৎকারে গৌরির এই মন্তব্যের উত্তরে শাহরুখ বলেন, আমি তো সবসময় একই ধরনের জামাকাপড় পরি। ব্ল্যাক স্যুট। তাই ওয়ার্ডরোবে আলাদা আলাদা রকমের কালো স্যুট রাখতেই হয়।
কিছুদিন আগেই ভোগ এক্স নায়িকা ফ্যাশনে ফ্যাশন ইভেন্টে সব থেকে স্টাইলিশ যুগলের খেতাব পান তাঁরা।
সম্প্রতি ছোট ছেলে আবরামের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নজর কাড়েন শাহরুখ। ছেলের সঙ্গে শাহরুখের বেশ কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরালও হয়।