কলকাতা: 'সোহাগে আদরে.. বাঁধা পড়ে আমি ভালবেসে যাই...' সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই অভিনেত্রীর ছবি দেখে যেন মনে পড়তে বাধ্য এই গানই। দীর্ঘদিন ধরে ফুটবলার প্রবীর দাসের সঙ্গে প্রেম করছেন তিনি। গীতশ্রী রায় (Geetashree Roy)। তাঁর প্রেমের গল্প এখন টলিউডে ওপেন সিক্রেট (Open Secret)। হামেশাই প্রেমীকের সঙ্গে ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। সদ্য পাহাড়ের কোলে নিজের জন্মদিনও কাটিয়ে এসেছেন তিনি। সঙ্গে ছিলেন প্রেমিক প্রবীরও। 


সোশ্যাল মিডিয়ায় আজ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন গীতশ্রী। একটি হাতিকে আদর করছেন গীতশ্রী, আর তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন প্রবীর। গীত লিখেছেন, 'ভালবাসা আর ভালবাসা পাওয়া যেন দুইদিক থেকে সূর্যের আলো অনুভব করার মতোই।' সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে ভালবাসা উপচে দিয়েছেন সবাই। এই জুটিতে সোশ্যাল মিডিয়ার অনুরাগীদেরও বেশ পছন্দ। 


প্রসঙ্গত, ২০২৬ সালে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ে করেছিলেন প্রবীর। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। বিবাহ-বিচ্ছেদ হয়ে যায় প্রবীরের। তবে সেই সমস্ত অতীত ভুলেই প্রবীরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গীতশ্রী। একবার 'দিদি নম্বর ওয়ান'-এ এসে গীতশ্রী স্বীকার করে নিয়েছিলেন তাঁর প্রেমের কথা। সঙ্গে এও বলেছিলেন, তিনি চেষ্টা করে প্রবীরের প্রতিটি ম্য়াচেই মাঠে উপস্থিত থাকার। এমনকি শ্যুটিং সামলেও একেবারে ফ্লোর থেকেই সরাসরি সন্ধেবেলা ফ্লাইট ধরেছেন এমনও হয়েছে। শ্যুটিং সামলে খেলার খবর রাখাতে প্রশংসা করেছিলেন এই শো -এর সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ও। 


গীতশ্রী বারে বারেই বলেছেন, প্রবীর রায়ের অতীত নিয়ে তিনি ভাবিত নন। পুরনোকে ভুলে নতুন সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে চান তিনি। গীতশ্রীর জন্মদিনে প্রবীর লিখেছিলেন, 'শুভ জন্মদিন গীত। তোমায় পেয়ে আমার জীবনটা সুন্দর হয়ে গিয়েছে। তুমি যেভাবে কঠিন সময়ে আমার হাতটা ধরেছিলে, সেখানে তোমায় ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার কাছে। আমরা একসঙ্গে আরও হাসব, আরও ভাল সময় কাটাব।'


 






আরও পড়ুন: Subhasree-Dev: রুক্মিণীকে পাশে নিয়ে শুভশ্রীকে এড়িয়ে গেলেন দেব, তাকালেন না নায়িকাও!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।