নয়াদিল্লি: অনুপম খের অভিনীত ‘অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন জার্মান অভিনেত্রী সুজান বার্নেট। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ভূমিকায় অভিনয় করবেন অনুপম। সনিয়ার মেয়ে প্রিয়ঙ্কার ভূমিকায় দেখা যাবে ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’-খ্যাত অহনা কুমরাকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করবেন অক্ষয় খন্না। গতকাল ট্যুইটারে এই ছবির প্রথম লুক প্রকাশ করা হয়েছে। মনমোহনের ভূমিকায় অনুপমের ছবি ট্যুইট করেছেন বিখ্যাত চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। মনমোহনের ভূমিকায় দুর্দান্ত মানিয়েছে অনুপমকে। তাঁর ছবি দেখে চলচ্চিত্রপ্রেমীরা মুগ্ধ। সঞ্জয় মারুর বই ‘অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অবলম্বনে একই নামে ছবি পরিচালনা করছেন বিজয় রত্নাকর গুট্টে। লন্ডনে এই ছবির কাজ শুরু হয়েছে। এ বছরের ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। অনুপমকে যেমন মনমোহনের ভূমিকায় মানিয়েছে, সুজানকেও তেমনই সনিয়ার ভূমিকায় মানিয়েছে। তিনি ইনস্টাগ্রামে অভিনেত্রী নবনী পরিহারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। এই ছবিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ভূমিকায় দেখা যাবে নবনীকে। এর আগে বেশ কয়েকটি হিন্দি ছবি ও ধারাবাহিকে কাজ করেছেন সুজান। তিনি ছোটপর্দায় একটি ধারাবাহিকে সনিয়ার ভূমিকায় অভিনয়ও করেন। সেই ধারাবাহিকেই ইন্দিরার ভূমিকায় দেখা গিয়েছিল নবনীকে।