কলকাতা: ছয় বছর আগে, ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘জন উইক’। ২০১৭ সালে মুক্তি পায় সিক্যুয়েল ‘জন উইক: চ্যাপ্টার ২’। আর গত বছর মুক্তি পেয়েছিল এই সিরিজের তৃতীয় সিনেমা ‘জন উইক: চ্যাপ্টার থ্রি’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এই অ্যাকশন থ্রিলার।

এবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে ‘জন উইক থ্রি’। লকডাউনে বাড়িতে বসেই দেখে নিতে পারবেন সিনেমাটি। আগামীকাল অর্থাৎ ১২ এপ্রিল স্টার মুভিজ চ্যানেলে প্রথমবার সম্প্রচারিত হবে। দুপুর ১টা ও রাত ৯টা – মোট দুবার দেখা যাবে সিনেমাটি। এছাড়া রবিবার স্টার মুভিজে বিকেল ৫টায় ‘জন উইক’ ও সন্ধ্যা ৭টায় ‘জন উইক টু’-ও দেখানো হবে।

জন উইক থ্রি-র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিয়ানু রিভস। আগের দুটি পর্বেও প্রধান চরিত্রে ছিলেন তিনি। তৃতীয় পর্বে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো আরও একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।

সিনেমাতে সোফিয়া চরিত্রে রয়েছেন হ্যালি বেরি। শুটিং করতে গিয়ে পাঁজর ভেঙে ফেলেছিলেন তিনি। পরে তিনি বলেছিলেন, এই আঘাত তাঁর কাছে ‘ব্যাজ অব অনার’-এর মতো। হ্যালি জানান, ঘণ্টার পর ঘণ্টা স্টান্ট অনুশীলন করতে হতো তাঁকে। জানিয়েছিলেন, যে সিনেমাতে কিয়ানু রিভসের মতো অভিনেতা তাঁর সহশিল্পী, সেখানে পরিশ্রমের কোনও বিকল্প নেই। হ্যালি এ-ও জানিয়েছিলেন যে, রিভসের সঙ্গে কাজ করতে হবে ভেবে শুরুতে বেশ ঘাবড়ে গিয়েছিলেন তিনি।

হ্যালি বলেছিলেন, ‘রিভসের সঙ্গে কাজ করব, ব্যাপারটা রোমাঞ্চকর। কিন্তু প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম। কেননা, অভিনেতা হিসেবে ও অনেক বড় মাপের। চেষ্টা করছিলাম কীভাবে ওর কাছাকাছি ভালো কাজ করা যায়। আসলে আমি রিভসকে হতাশ করতে চাইনি।’ প্রথম ও দ্বিতীয় পর্বের মতোই গতিশীল অ্যাকশন দৃশ্য রয়েছে ‘জন উইক: চ্যাপ্টার ৩’-তে।