কলকাতা: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Film And Television Institute Of India) নতুন সভাপতি নির্বাচিত হলেন আর মাধবন (R Madhavan)। প্রকাশ্যে 'টাইগার ৩' (Tiger 3) ছবির নতুন পোস্টার। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
FTII-এর নতুন সভাপতি হলেন আর মাধবন
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এফটিআইআই) সভাপতি এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান মনোনীত হলেন আর মাধবন (R Madhavan)। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেছেন, 'অভিনেতা আর মাধবনের অভিজ্ঞতা ও মূল্যবোধ এই ইনস্টিটিউটকে সমৃদ্ধ করবে এবং ইতিবাচক পরিবর্তন আনবে।' নতুন এই ভূমিকায় উত্তীর্ণ হওয়ার জন্য অভিনেতাকে শুভকামনাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, FTII ভারতের একটি প্রিমিয়াম ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট। ১৯৬০ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
দীপাবলিতে আসছে সলমন-ক্যাটরিনার 'টাইগার ৩'
বড়পর্দায় ফের জুটি বেঁধে ফিরছেন সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। প্রকাশ্যে এল 'টাইগার ৩' ছবির নতুন পোস্টার (Tiger 3 New Poster Out)। এই বছরের দীপাবলিতে মুক্তি পাচ্ছে 'টাইগার ৩'। অবনীশ সিংহ রাঠৌরের চরিত্রে ফিরবেন ভাইজান। অবনীশ সিংহ রাঠৌরের চরিত্রে সলমন খান ও জোয়ার চরিত্রে ফিরছেন ক্যাটরিনা কাইফ। শনিবার সকালে প্রকাশ্যে এল 'টাইগার ৩' ছবির নতুন পোস্টার। শাহরুখ খানের নতুন ছবি 'জওয়ান' যা মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর, সেখানে দেখানো হবে 'টাইগার ৩'-এর ট্রেলার। এই ছবির প্রেক্ষাপট যে 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' ও 'পাঠান'-এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে তাও বোঝা গেল পোস্টারেই। সলমন খান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন ছবির হিন্দি, ইংরেজি, তামিল ও তেলুগু ভাষার পোস্টার শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'আমি আসছি! টাইগার ৩, দীপাবলি ২০২৩-এ। 'ওয়াইআরএফ ৫০'-এর 'টাইগার ৩'-কে উদযাপন করুন আমার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।'
মুক্তির অপেক্ষায় যশ দাশগুপ্ত অভিনীত 'ইয়ারিয়াঁ ২' ছবির নতুন গান
যত মুক্তির দিন এগিয়ে আসছে ততই ধীরে ধীরে 'ইয়ারিয়াঁ ২'-এর (Yaariyan 2) দুনিয়ার সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শক। এখনও পর্যন্ত দর্শক দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar), পার্ল ভি পুরী, মিজান জাফরির, 'রক্তের সম্পর্কের ভাইবোন কিন্তু স্বেচ্ছায় বন্ধুত্বের সম্পর্ক'কে উপভোগ করেছেন। তবে এবার লাডলি চিব্বর (Ladli Chibber) ও অভয় কাটিয়ালের (Abhay Katyal) 'ইয়ারি'র গভীরতা প্রকাশ পাবে। এই ছবিতে রয়েছেন বাংলার হিরো যশ দাশগুপ্ত (Yash Daasguptaa)। 'ইয়ারিয়াঁ ২' ছবিতে লাডলি চিব্বরের ভূমিকায় দেখা যাবে দিব্যা খোসলা কুমারকে। অন্যদিকে অভয়ের ভূমিকায় রয়েছেন যশ দাশগুপ্ত। নতুন যে পোস্টার এসেছে সেখানে তাঁদের 'প্রেমের ভাষা'র সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শক। খানিক আঁচ মিলতে পারে তাঁদের সম্পর্কের চড়াই উতরাইয়ের। ফিল্মের টিজার থেকে স্পষ্ট যে লাডলি ও অভয়ের সম্পর্ক খুব মসৃণ নয়, তা খানিক অপ্রস্তুত, খানিক দুর্বল। তবে ধীরে ধীরে তাঁরা কীভাবে একে অপরের প্রেমের ভাষা বুঝতে শুরু করবেন, সেই গল্পই বলবে ছবির নতুন গান, 'সিমরু তেরা নাম' (Simroon Tera Naam)।
পাপারাৎজিদের দেখে 'বিরক্ত' শাহিদ কপূর
রুহান কপূর (Ruhaan Kapoor) ও মনুকৃতী পাহওয়ার (Manukriti Pahwa) বিয়ের রিসেপশনে চাঁদের হাট। তারকা দম্পতি পঙ্কজ কপূর (Pankaj Kapoor) ও সুপ্রিয়া পাঠকের (Supriya Pathak) ছেলে রুহান। তাঁর বিয়েতে হাজির ছিলেন শাহিদ কপূর (Shahid Kapoor), মীরা রাজপুত (Mira Rajput) সহ পরিবারের সকলেই। অনুষ্ঠান বাড়ির সামনেই মেজাজ হারালেন শাহিদ। রেগে গেলেন পাপারাৎজিদের কাণ্ডে! পাপারাৎজিরা তারকাদের ছবি তুলতে যখন ব্যস্ত থাকেন, তখন তাঁরা তারকাদের নাম ধরে জোরে ডাকেনও। এদিন তাতেই বিরক্তি প্রকাশ করেন শাহিদ। তাঁর নাম ধরে ডাকতেই, শাহিদ ঘুরে তাঁদের চুপ করিয়ে বেশ রাগের স্বরেই বলেন, 'চেঁচাচ্ছেন কেন? কী এমন হয়ে যাবে? আমি এখানেই দাঁড়িয়ে আছি তো। পাগলের মতো চেঁচাচ্ছেন কেন? রিল্যাক্স করুন। যখন আমি গাড়িতে উঠে চলে যাব, তখন চেঁচাবেন। তাহলে তার কোনও মানে দাঁড়ায়।'
ওটিটিতে আসছে 'জেলার', ঘোষণা হল তারিখ
বক্স অফিসে (Box Office) একাধিক রেকর্ড ভাঙার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) আসছে রজনীকান্ত অভিনীত 'জেলার' (Jailer)। শনিবার, প্রাইম ভিডিওর (Prime Video) তরফে যে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে নেলসন দিলীপকুমারের (Nelson Dilipkumar) ক্রাইম ড্রামা (crime drama) দেখতে পাওয়া যাবে সেখানে। কিন্তু কবে থেকে জানেন? প্রেক্ষাগৃহে শাহরুখ খানের 'জওয়ান' (Jawan) ও ওটিটিতে রজনীকান্তের 'জেলার' (Jailer) হাজির হবে একইসঙ্গে একই দিনে, ৭ সেপ্টেম্বর।
পিছিয়ে গেল 'সালার' ছবির মুক্তির তারিখ
প্রভাস (Prabhas) ও শ্রুতি হাসান (Shruti Hassan) অভিনীত 'সালার পার্ট ১: সিজফায়ার' (Salaar Part 1: Ceasefire) মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসেই। কিন্তু পিছিয়ে দেওয়া হল সেই মুক্তির তারিখ। ঘোষণা করা হল সেই ছবির মুক্তি হবে নভেম্বরে। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ শনিবার তাঁর 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানান যে 'সালার' সেপ্টেম্বরের বদলে মুক্তি পাবে নভেম্বরে। তিনি লেখেন, 'ব্রেকিং নিউজ... প্রভাস: 'সালার' এবার আসবে নভেম্বরে... 'সালার' এখন ২৮ সেপ্টেম্বর ২০২৩-এ আসছে না, অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে...।' তাঁর পোস্ট থেকে স্পষ্ট 'সালার' ফিল্মের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোর কদমে। মুক্তির নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানান তরণ আদর্শ। তবে অনেকেরই মত, ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের 'জওয়ান' আর কিং খানের ছবি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহের সিংহভাগ দখল করে নিয়েছে। সেই রেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত না কাটলে প্রভাসের ছবির ব্যবসায় প্রভাব ফেলতে পারে। তাই ঝুঁকি না নিয়ে নভেম্বরে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুক্তির তারিখ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন