নয়াদিল্লি: বক্স অফিসে (Box Office) একাধিক রেকর্ড ভাঙার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) আসছে রজনীকান্ত অভিনীত 'জেলার' (Jailer)। শনিবার, প্রাইম ভিডিওর (Prime Video) তরফে যে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে নেলসন দিলীপকুমারের (Nelson Dilipkumar) ক্রাইম ড্রামা (crime drama) দেখতে পাওয়া যাবে সেখানে। কিন্তু কবে থেকে জানেন? প্রেক্ষাগৃহে শাহরুখ খানের 'জওয়ান' (Jawan) ও ওটিটিতে রজনীকান্তের 'জেলার' (Jailer) হাজির হবে একইসঙ্গে একই দিনে। 


ওটিটিতে আসছে 'জেলার', ঘোষণা হল তারিখ


সান পিকচার্স প্রযোজিত 'জেলার' ছবির লেখক ও পরিচালক নেলসন দিলীপকুমার। এই ছবিতে থালাইভা ছাড়াও অভিনয় করেছেন তমান্না ভাটিয়া, বিনায়কন, রাম্য কৃষ্ণণ, মাস্টার ঋত্বিক প্রমুখ। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে মোহনলাল, শিবা রাজকুমার ও জ্যাকি শ্রফকে। 


প্রাইম ভিডিওয় ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে রজনীকান্তের 'জেলার'। উল্লেখ্য, ওই একইদিনে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত 'জওয়ান'। প্রাইম ভিডিওয় এই ছবি তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ও হিন্দিতে মুক্তি পাবে। এই ছবি অবসরপ্রাপ্ত জেলার টাইগার মুথুভেল পান্ডিয়ানের গল্প বলে যে নিজের ছেলের খুনিকে ধরতে এক সফর শুরু করে। এই জেলারের চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। 


 






আরও পড়ুন: Shahid Kapoor: 'খামোকা চেঁচাচ্ছেন কেন?' পাপারাৎজিদের দেখে 'বিরক্ত' শাহিদ কপূর, ভাইরাল ভিডিও


গ্লোবাল বক্স অফিসে (Global Box Office) থালাইভার 'জেলার' ৫০০ কোটির ওপরে ব্যবসা করেছে। ভারতে এই ছবি ৩২৯ কোটি ৮৩ লক্ষ টাকার ব্যবসা করেছে। ২ বছর বড়পর্দায় এই ছবির হাত ধরেই রজনীকান্তের ধামাকাদার কামব্যাক হল। এখন অনুরাগীরা মনে করছেন সম্প্রতি রেকর্ড গড়া 'গদর ২', 'জেলার' এমনকী কিং খানের নিজেরই 'পাঠান'-এরও রেকর্ড ভাঙবে 'জওয়ান'। 


গতকাল ভারতে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তার ওপর, বৃহস্পতিবারের ট্রেলার সেই উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিয়েছে। গতকাল সকালেই শাহরুখ খানের একটি ভিডিও পোস্ট করে অ্যাডভান্স শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial