কলকাতা: এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)। দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়াণ পরিচালক তরুণ মজুমদার। ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের শিরোপা জিতলেন কর্ণাটকের সিনি শেট্টি। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
প্রয়াত পরিচালক তরুণ মজুমদার
প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। ১৪ জুন থেকে ভর্তি ছিলেন এসএসকেএমে (SSKM)। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বর্ষীয়ান পরিচালককে ভেন্টিলেশনে রাখা হয়। সকালে গড়া হয়েছিল মেডিক্যাল বোর্ড। পরিচালকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে তাবড় শিল্পীরা।
টলিউডের শোকপ্রকাশ
তরুণ মজুমদারের প্রয়াণে শোকপ্রকাশ করেন টলিউডের একাধিক তাবড় শিল্পীরা। ভেঙে পড়েন সন্ধ্যা রায়। শোকপ্রকাশ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, দোলন রায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, সোহম চট্টোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, জিতু কামাল, নীল মুখোপাধ্যায় প্রমুখ।
শোকপ্রকাশ রাজনীতিকদেরও
প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদারের অবসানে শোকজ্ঞাপন করেন রাজনীতির দুনিয়ার মানুষেরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভট্টাচার্যের স্মৃতিচারণাতেও উঠে আসে তরুণ মজুমদারের কথা। প্রয়াত পরিচালককে স্মরণ করেন ব্রাত্য বসু, সুকান্ত মজুমদার।
'সার্কাসের ঘোড়া' মুক্তির তারিখ
কিছুদিন আগে এবিপি লাইভেই প্রথম মুক্তি পেয়েছে 'সার্কাসের ঘোড়া' ছবির পোস্টার। এবার ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখ। আগামী ৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। সিনেমার মধ্যে দেখা যাবে গোটা একটা সার্কাসকে। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী ছাড়াও দেখা যাবে ইন্দ্রাণী হালদার,সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যদের।
আরও পড়ুন: Tarun Majumdar Death: শহর ছেড়ে উত্তম-সমিতদের দেশে পাড়ি তরুণ মজুমদারের, ফিরে দেখুন প্রিয় পরিচালকের ফ্রেমটা
ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড
চলতি বছরের ফেমিনা মিস ইন্ডিয়া (Femina Miss India World 2022) হলেন কর্ণাটকের সিনি শেট্টি (Sini Shetty)। মিস ইন্ডিয়ার মুকুট পরে জয়ের হাসি হাসলেন সিনি। ৩১ জন ফাইনালিস্টদের হারিয়ে তিনি এই জয় অর্জন করেছেন। প্রথম রানার আপ রাজস্থানের (Rajasthan) রুবাল শেখাওয়াত এবং উত্তর প্রদেশের (Uttarpradesh) শিনাতাকে হারিয়ে এই জয় অর্জন করেছেন তিনি।
ফের একসঙ্গে শাহরুখ-সলমন
একপর্দায় ফের একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানকে (Salman Khan)। ১৯৯৫ সালে 'করণ-অর্জুন' (Karan-Arjun) ছবিতে সলমন ও শাহরুখকে একসঙ্গে 'অ্যাকশন' (Action) করতে দেখা যায়। এছাড়াও আনন্দ এল. রাইয়ের 'জিরো' (Zero) ছবিতে একটি গানে সলমন খানকে দেখা যায়। শোনা যাচ্ছে একে অপরের 'টাইগার ৩' (Tiger 3) ও 'পাঠান' (Pathaan) ছবিতে ক্যামিও করবেন তাঁরা। তবে সূত্রের খবর, এই সবকিছুর পাশাপাশি, একটি আদ্যোন্ত অ্যাকশন ফিল্মে দেখা যাবে তাঁদের। হিরোর চরিত্রে থাকবেন দু'জন। প্রযোজনার দায়িত্বে যশ রাজ ব্যানার (Yash Raj Banner)।