কলকাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। প্রকাশ্যে 'বল্লভপুরের রূপকথা'র প্রথম গান 'সাজো সাজাও'। এক সপ্তাহে কেমন ব্যবসা করল 'কর্ণসুবর্ণের গুপ্তধন'? এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি
চির ঘুমের দেশে বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি (Arun Bali)। ৭৯ বছর বয়েসে প্রয়াত হলেন বলিউডের এই দক্ষ অভিনেতা। জীবনকালে একের পর এক ছবিতে নানা চরিত্রে মন ছুঁয়ে গিয়েছেন তিনি সবার। 'রাজু বনগয়া জেন্টেলম্যান' থেকে শুরু করে সদ্য মুক্তি পাওয়া 'লাল সিং চাড্ডা' হিন্দি ছবিতেও তাঁর উপস্থিতি মন রাঙিয়েছে সবার। দীর্ঘ সময় টেলিভিশনেও কাজ করেছেন। ১৯৪২ সালে ২৩ ডিসেম্বর মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর এবার জন্মমাসের ঠিক আগেই অরুণ বালি নিলেন চিরবিদায়।
রোষের মুখে 'আদিপুরুষ'?
সম্প্রতি টিজার মুক্তি পেয়েছে সেফ আলি খান, প্রভাস, কৃতী শ্যানন অভিনীত 'আদিপুরুষ'-এর টিজার। তবে ভাল ও মন্দের দ্বন্দ্বের এই পুরনো কাব্যের নতুন সংস্করণ বিশেষ ভালভাবে গ্রহণ করতে পারছেন না দর্শক। একে একে আসছে বয়কটের ডাক। অন্যদিকে, দূরদর্শনের জনপ্রিয় অনুষ্ঠান 'রামায়ণ' এখনও মানুষের মনে গেঁথে রয়েছে। অনেকেরই মতে রাম-সীতা-রাবণের এই গল্প যদি কেউ নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলে থাকতে পারে তাহলে তা রামানন্দ সাগরের 'রামায়ণ'। এবার সেই শোয়ের অভিনেতা-অভিনেত্রীরাও 'আদিপুরুষ' নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন।
সরব রামগোপাল বর্মা
এক সাক্ষাৎকারে এই ছবি সম্পর্কে রাম গোপাল বর্মা বলেন, 'এর থেকে বড় হাসির কথা আমি জীবনে কখনও শুনিনি।' ছবিতে সেফ আলি খানের লুক নিয়ে সমালোচনার প্রেক্ষিতে তাঁর মন্তব্য, 'রামকে কেমন দেখতে, সেই সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল। যখন আদিপুরুষ আমাদের সেই ধারণার থেকে আলাদা, তখন অনেকেই সেটা নিয়ে সমালোচনা করছেন। সত্যি কথা বলতে, রাবণ হিসেবে সেফ আলি খানের লুক আমার পছন্দ হয়নি। কারণ ছোট থেকেই আমি এস ভি রানাগা রাওকে রাবণাসুর হিসেবে দেখে এসেছি। রাবণের লম্বা চুল ছিল, রাজকীয় চেহারা ছিল। যখন আমি সেফ আলি খানকে দেখলাম, খানিক দুঃখই পেলাম। গণতান্ত্রিক রাষ্ট্রে, সকলেরই নিজের পছন্দ মতো কাজ করার অধিকার আছে। যদি কোনও ছবি পছন্দ না হয় তাহলে দেখো না, যদি ভাল লাগে দেখো। সবচেয়ে বড় কথা, ট্রোল করে অন্যের স্বাধীনতা হরণ করা উচিত নয়।'
'টাপাটিনি'র তালে নব্যা
দশমী পেরিয়েছে দিন দুই হয়ে গেল। বিষাদের সুর বাঙালির মনে। তবে সেই সঙ্গে গত পাঁচদিন কীভাবে উদযাপন করলেন বাঙালি দিদার নাতনি? সোশ্যাল মিডিয়ায় দশমীর শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সময়ের ভিডিও কোলাজ করে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের বড় মেয়ে শ্বেতা বচ্চনের কন্যা নব্যা নভেলি নন্দা। আর সেই রিলে ব্যবহার করলেন বাংলা গান 'টাপা টিনি'। নাচ করলেন, ঢাক বাজালেন, ভাজলেন পকোড়া। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'শুভ বিজয়া দশমী এবং জয়েস চটপটা কর্নার'।
'কর্ণসুবর্ণের গুপ্তধন'-এর এক সপ্তাহের ব্যবসা
শুক্রবার, ৭ অক্টোবর, প্রেক্ষাগৃহে এক সপ্তাহ পূর্ণ করল সোনাদার নতুন অ্যাডভেঞ্চার সফর। সোনাদা, আবীর, ঝিনুকের তৃতীয় রহস্য উদঘাটন, 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও ইশা সাহা (Ishaa Saha) অভিনীত 'কর্ণসুবর্ণের গুপ্তধন' প্রেক্ষাগৃহে বেশ ভালই ব্যবসা করেছে তা এদিন প্রযোজনা সংস্থার পোস্টেই স্পষ্ট। উৎসবের মরসুমে মাত্র ৭ দিনে এই ছবি সাড়ে পাঁচ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
আরও পড়ুন: Belashuru: 'টাপা টিনি'র তালে মাতলেন নব্যা নভেলি, প্রশংসায় অভিষেক-শ্বেতা, উচ্ছ্বসিত টিম 'বেলাশুরু'
সলমন খানকে খুনের হুমকি মামলায় চাঞ্চল্যকর তথ্য
সলমন খানকে (salman khan) খুনের (murder) হুমকি দেওয়ার মামলায় আচমকাই বড়সড় সাফল্য দিল্লি পুলিশের (delhi police)। গত মে মাসে মোহালিতে (mohali) পঞ্জাব পুলিশের সদর দফতরে আরপিজি হামলায় জড়িত অভিযোগে দুই সন্দেহভাজন জঙ্গিকে (suspected terrorist) গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এদের এক জন আবার অপ্রাপ্তবয়স্ক। পুলিশের দাবি, এই কিশোরকেই বলি-তারকার খুনের দায়িত্ব দিয়েছিল লরেন্স বিষ্ণোই এবং জগ্গু ভগওয়ানপুরিয়ার সিন্ডিকেট।
প্রকাশ্যে নতুন গান 'সাজো সাজাও'
গোটা বাংলাজুড়ে খানিক বিষাদের ছোঁয়া। উমাকে বিদায় করার পালা। সকলেই অপেক্ষায় সামনের বছরের। আর সেই দুঃখের মাঝেই সুর ঢালতে উদ্যোগী 'বল্লভপুরের রূপকথা'র (Ballabhpurer Roopkotha) গোটা টিম। অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharyya) প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবির সকলে একসঙ্গে বিজয়া সম্মিলনী উদযাপন করলেন, সেই সঙ্গে ছবির প্রথম গান 'সাজো সাজাও' এল প্রকাশ্যে। প্রসঙ্গত, আজ অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিনও।