কলকাতা: টাপাটিনির (Tapa Tini) তালে এবার মোহিত গোটা বচ্চন পরিবার (Bachchan Family)। আজ্ঞে হ্যাঁ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukkhopadhyay) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালনায় সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি 'বেলাশুরু'র (Belashuru) গান 'ইনি বিনি টাপা টিনি' এতদিন মাদকতা ছড়িয়েছে বাংলায়। সোশ্যাল মিডিয়ায় এই গানে রিল বানিয়েছেন সাধারণ মানুষ থেকে একাধিক তারকা। এবার সেই গানে নিজের পুজোর ঝলক প্রকাশ করলেন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতনি নব্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। আপ্লুত 'উইন্ডোজ প্রোডাকশন' (Windows)।
'টাপাটিনি'র তালে নব্যা
দশমী পেরিয়েছে দিন দুই হয়ে গেল। বিষাদের সুর বাঙালির মনে। তবে সেই সঙ্গে গত পাঁচদিন কীভাবে উদযাপন করলেন বাঙালি দিদার নাতনি? সোশ্যাল মিডিয়ায় দশমীর শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সময়ের ভিডিও কোলাজ করে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের বড় মেয়ে শ্বেতা বচ্চনের কন্যা নব্যা নভেলি নন্দা। আর সেই রিলে ব্যবহার করলেন বাংলা গান 'টাপা টিনি'। নাচ করলেন, ঢাক বাজালেন, ভাজলেন পকোড়া। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'শুভ বিজয়া দশমী এবং জয়েস চটপটা কর্নার'।
শুধু এখানেই শেষ নয়। সেই পোস্টের নীচে একাধারে কমেন্ট বচ্চন পরিবারের একাধিক সদস্যের। প্রথম মন্তব্য নব্যার মামা, অর্থাৎ বলিউড তারকা অভিষেক বচ্চনের। লিখেছেন 'মেস'। তাঁর উত্তরে শ্বেতার দাবি, 'তুমিও করো আর আমাকে রিলটা পাঠাও'। কমেন্ট করেছেন বচ্চন কন্যা শ্বেতাও। লিখেছেন, 'শুভ বিজয়া নব্যা। ডান্সিং অ্যান্ড ফ্রাইং রাদার ওয়েল, আমি নিশ্চিত তুমি দিদুকে খুব খুব খুশি করেছ।' মায়ের মন্তব্যে নব্যার চার শব্দের উত্তর, 'টিনি টিনি টাপা টিনি'। শ্বেতার পাল্টা মন্তব্য, 'এবার আমি গানটা শোনা থামাতেই পারছি না।'
উচ্ছ্বসিত 'উইন্ডোজ'
বচ্চন পরিবারের থেকে এমন দুর্দান্ত ভালবাসা পেয়ে উচ্ছ্বসিত গোটা 'বেলাশুরু' পরিবার। নব্যার পোস্টে ধন্যবাদ জানিয়েছেন 'টাপা টিনি' গায়িকা ইমন চক্রবর্তী। লিখেছেন, 'আমার গান শোনার জন্য ধন্যবাদ। বড় পাওনা।'
নব্যার পোস্ট নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে 'উইন্ডোজ'। ক্যাপশনে লিখেছেন, 'নব্যা নভেলিকে টাপা টিনি গানে রিল বানাতে দেখে আমরা আপ্লুত।' আরও একটি পোস্টে গোটা বচ্চন পরিবারের কমেন্টে কথোপকথন শেয়ার করে তাঁরা লেখেন, 'বচ্চন পরিবারের থেকে এত ভালবাসায় আমরা মুগ্ধ।'
আরও পড়ুন: 'Adipurush': 'ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি', 'আদিপুরুষ'-এর টিজার প্রকাশের পর মন্তব্য 'রামায়ণ' টিমের
প্রসঙ্গত, 'বেলাশুরু' শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বেলাশেষে'র পরবর্তী ভাগ। এই ছবির দুই প্রধান অভিনেতা ও অভিনেত্রী সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের একসঙ্গে এটিই শেষ ছবি। 'বেলাশুরু' মুক্তি পেয়েছে তাঁদের মৃত্যুর পর। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। দর্শকও খুবই প্রশংসা করে ছবিটির। এই ছবির জনপ্রিয় গান 'টাপা টিনি'। লোকগীতির আদলে তৈরি গানটি মনে ধরে সকলের। এবার সেই গানের প্রশংসায় বিগ-বির পরিবারও।