কলকাতা: বিয়ে সারলেও নেটদুনিয়ায় কটাক্ষের ঝড়, উত্তর দিলেন দুর্নিবার সাহা (Durnibar Saha)। অস্কারের (Oscars 2023) মঞ্চে দেখা যাবে লরেন গটলিবকে। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
কুকুরছানার মৃত্যুর ঘটনায় থানার দ্বারস্থ তারকারা
জোকায় অভিজাত আবাসনে, পাঁচটি কুকুরছানার মৃত্যুর ঘটনায় আজ হরিদেবপুর থানার দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্ত এবং অভিনেতা তথাগত মুখোপাধ্যায়-সহ ওই বহুতলের কয়েকজন আবাসিক। গত, ২ মে রহস্যজনক ভাবে পাঁচটি কুকুরছানার মৃত্যু হয়। প্রাথমিক ময়নাতদন্তে রিপোর্টে, কুকুর ছানাগুলির মৃত্যুর কারণ হিসেবে খাবারে বিষক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছিল। এবার এই ঘটনায়, আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের ধরার দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন শ্রীলেখা-দেবলীনারা। তাঁদের দাবি, আবাসন কর্তৃপক্ষকে বারবার বলা সত্বেও, তাঁরা সিসি ক্যামেরার ফুটেজ দেয়নি।
'ডেলিভারি বয়' কপিল শর্মা
'জুইগাটো' ছবিতে ডেলিভারি বয়ের চরিত্রে কপিল শর্মা (Kapil Sharma) । প্রায় ৫ বছর পর ফের রুপোলি পর্দায় ফিরছেন কমেডিয়ান। জুইগাটো ছবিতে ডেলিভারি বয়দের জীবন যুদ্ধ তুলে ধরেছেন বাঙালি পরিচালক নন্দিতা দাশ (Nandita Das)। আর সেই চরিত্রেই ঝড় তুলতে চলেছেন কপিল শর্মা।
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার দুর্নিবার-মোহর
চলতি মাসের ৯ তারিখ বিয়ে সারলেন দুর্নিবার সাহা ও মোহর সেন। সোশ্যাল মিডিয়া ভরেছে তাঁদের প্রতি শুভেচ্ছাবার্তায়। বিয়ের আসরে হাজির ছিলেন টলিউডে একাধিক তারকা। একইদিনে আইনি ও সামাজিক বিয়ে সারলেন তাঁরা। কিন্তু নেট-দুনিয়ায় সমালোচনার ঝড়। প্রসঙ্গত, এটি দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে আইনি বিয়ে সারেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও দুর্নিবার সাহা। দীর্ঘদিনের বন্ধুত্ব, প্রেমের পর বিয়ে সারেন তাঁরা। এরপর ২০২১ সালে বড় করে সামাজিক বিয়ে সারেন তাঁরা। কিন্তু তার বছর কাটতে না কাটতেই বিচ্ছেদের গুঞ্জন শোনা যেতে থাকে। এরপর আলাদা হয়ে যান তাঁরা। এরপর ২০২২ সালেই প্রকাশ্যে আসে দুর্নিবারের নতুন সম্পর্কের কথা। গোটা বিষয় নিয়ে মুখ খোলেননি মীনাক্ষী। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই খোলামেলা ছিলেন ঐন্দ্রিলা ও দুর্নিবার। এই খবর প্রথম প্রকাশ পাওয়ার পরও নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয় তাঁদের। সেসবের তোয়াক্কা যদিও কখনও করেননি তাঁরা। সমস্ত বিতর্ক পেরিয়ে বিয়েও সারেন। কিন্তু সেখানেও সমালোচনা তাঁদের পিছু ছাড়েনি।
অস্কারে লরেন গটলিবের পারফর্ম্যান্স
'অস্কার ২০২৩' অনুষ্ঠিত হতে চলেছে ১২ মার্চ। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত হয়েছে 'নাটু নাটু' গানটি। শুক্রবার ইনস্টাগ্রাম পোস্ট করে লরেন গটলিব জানান, সেই গানেই অস্কারের মঞ্চে পারফর্ম করবেন তিনি। প্রসঙ্গত, লরেনকে ২০১৩ সালের 'এবিসিডি: এনি বডি ক্যান ড্যান্স' ছবিতে দেখা গিয়েছিল। লস অ্যাঞ্জেলসের আইকনিক 'হলিউড' সাইননের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন লরেন। ক্যাপশনে লেখেন, 'বিশেষ খবর!!! অস্কারসে আমি 'নাটু নাটু' গানে পারফর্ম করছি। আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। উইশ মি লাক!!!' তাঁর পোস্টে শুভেচ্ছাবার্তার বন্যা। অনুরাগীদের সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী বিশাল দাদলানিও। প্রসঙ্গত, কিছুদিন আগে শোনা গিয়েছিল এই গানে মঞ্চে পারফর্ম করবেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে সেই সম্ভাবনা নাকচ করে দেন এনটিআর।
সতীশ কৌশিকের ঘর থেকে মিলল 'ওষুধ'?
সংবাদ সংস্থা আইএএনএসের মতে, অভিনেতার মৃত্যুর তদন্তকারী দিল্লি পুলিশ ফার্মহাউজ থেকে কিছু 'ওষুধ' উদ্ধার করেছে যেখানে তিনি পার্টিতে যোগদান করেছিলেন। শনিবার এমনটাই জানিয়েছেন এক কর্মকর্তা। তিনি বলেন, 'আমরা তাঁর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। বিজবাসনের খামারবাড়ি থেকে কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে যেখানে সতীশ কৌশিক একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। অতিথিদের তালিকাও তৈরি করা হয়েছে।'