কলকাতা: তিনটি নতুন অনুষ্ঠানের ঘোষণা করা হল জনপ্রিয় বিনোদন চ্যানেল আকাশ আটের। কোথায় দাঁড়িয়ে সলমন ক্যাটরিনার 'টাইগার ৩' ছবির ব্যবসা? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 


১০০ কোটি পেরোল সলমনের 'টাইগার ৩'


দুই দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল সলমনের 'টাইগার ৩'। মুক্তির প্রথমদিনেই ৪৪.৫ কোটি টাকা আয় করেছে 'টাইগার ৩' (Tiger 3)। ছবিটি দ্বিতীয় দিনে অর্থাৎ সোমবার প্রায় ২৫ কোটি টাকা আয় করতে পারে বলে দাবি জানিয়েছিল Sacklink-এর রিপোর্ট।  যদিও তার প্রায় দ্বিগুনেরও বেশি আয় করে ঝড় তুলল এবার 'টাইগার ৩'। Sacklink-এর রিপোর্ট অনুসারে, আরও অনুমান করা হয়েছিল, তিনদিনে সলমন-ক্যাটরিনার এই ছবি ১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারে। যদিও তার অপেক্ষা আর করতে হল না। একেবারে দ্বিতীয় দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে মোট ১০২ কোটি টাকা ঘরে তুলল 'টাইগার ৩'। পরিসংখ্যান বলছে আয়ের দিক থেকে, শাহরুখের জওয়ানকেও ভাল টেক্কা দিতে চলেছে 'টাইগার ৩' (Tiger 3)।


ম্রুণালের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে কী বললেন বাদশাহ্?


প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর  (Mrunal Thakur) ও বাদশাহ (Badshah)? ভাইরাল হওয়া ভিডিওই থেকেই এত প্রশ্নের উৎপত্তি। মূলত সম্প্রতি অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং  বাদশাহের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেই ভিডিওয় দেখা গিয়েছে, তাঁরা শিল্পা শেট্টির ওই পার্টি থেকে হাতে হাত ধরে বের হচ্ছেন।  শক্ত করে ধরা আছে সেই হাত। আর সেই ভিডিও সোশ্যালে পোস্ট করে এক নেটিজেন লেখেন, 'ম্রুণাল ও বাদশাহ শিল্পা শেট্টির দীপাবলি পার্টিতে। ওঁরা কি ডেট করছেন?' আর এবার সেই জল্পনাতেই এবার জল ঢেলে বাদশাহ সোশ্যালে বলেছেন, 'প্রিয় ইন্টারনেট, আপনাদেরকে আবার হতাশ করবার জন্য দুঃখিত। কিন্তু আপনি যা ভাবছেন, এটা তা নয়।'


আরোহী ও অনির সম্পর্কে ফের মল্লারের প্রবেশ? 


সবকিছুর দ্বারা অত্যন্ত বিরক্ত ও মরিয়া হয়ে, সম্প্রতি আরোহী অনির পরিবারকে বলে তাঁদের আসন্ন বিবাহবিচ্ছেদের পর্বটা তাড়াতাড়ি সেরে ফেলতে। এই দীর্ঘ সময় আরোহীর কাছে অত্যন্ত অসহনীয় ও অস্বস্তিকর হয়ে উঠতে থাকে। এদিকে বিচ্ছেদের পরে সন্তানদের দায়িত্ব নিতে চাইলে আরোহীর ইচ্ছার প্রবল প্রতিবাদ করে ওঠে অনি। সে আরোহীর আর্থিক সঙ্গতি নিয়ে প্রশ্ন তোলে এবং আরোহীর বাচ্চাদের দেখাশোনা করার ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে অনি। এই থেকে কথা কাটাকাটি, ঝগড়া এমন বাজে পর্যায়ে পৌঁছে যায় যে একসময় অনি বলে বসে যে আরোহীর আত্মমর্যাদা বলে কিছু নেই। এত লাঞ্ছনা, গঞ্জনা ও অভিযোগের পাহাড় বইতে না পেরে একদিন হঠাৎ কাউকে কিছুই না জানিয়ে অনির বাড়ি থেকে উধাও হয়ে যায় আরোহী। হঠাৎ এমন কাণ্ডে প্রবল চিন্তায় পড়ে যায় বাড়ির লোকজন, অন্যদিকে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আরোহী নদীর পাড়ে আপন মনে নামতে থাকে, মনে মনে নিজেকে শেষ করে দিতে চায় সে। তারপর?


প্রকাশ্যে 'পিকাসো'র প্রথম মূল পোস্টার


ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। পরিচালনা ও প্রযোজনায় রাজা চন্দ (Raja Chanda)। সিরিজের নাম এতদিনে সকলেরই জানা, 'পিকাসো'। আজ প্রকাশ্যে এল সিরিজের মূল পোস্টার ('Picasso' Main Poster Out)। 'পিকাসো' ওয়েব সিরিজে চিত্রকরের ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। এর আগে মুক্তি পেয়েছিল সিরিজে অভিনেতা ও অভিনেত্রীদের প্রথম লুকের ঝলক। মুক্তি পেয়েছিল মোশন পোস্টারও। এবার সামনে এল মূল পোস্টার। সিরিজটি দেখা যাবে 'ক্লিক' ওয়েব প্ল্যাটফর্মে। প্রখ্যাত পরিচালক রাজা চন্দের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে থ্রিলারধর্মী সিরিজটি। অভিনয়ে দেখা যাবে টোটা রায়চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী ও কাভ্যা ভৌমিককে।


আরও পড়ুন: New Show Announcement: তিনটি নতুন অনুষ্ঠানের ঘোষণা আকাশ আটের, আসছে নতুন ধারাবাহিক ও গানের অনুষ্ঠান


তিনটি নতুন অনুষ্ঠানের ঘোষণা আকাশ আটের


জনপ্রিয় বিনোদন চ্যানেল আকাশ আট (Aakash Aath) ঘোষণা করল তাদের নতুন তিন অনুষ্ঠানের নাম। একটি মেগা সিরিয়াল 'আদালত ও একটি মেয়ে' (Adalat O Ekti Meye), একটি গানের রিয়েলিটি শো 'আকাশে সুপারস্টার' (Akashe Superstar) ও তাদের 'সাহিত্যের সেরা সময়' (Sahityer Sera Somoy) সিরিজের নতুন গল্প 'তিন ভুবনের পাড়ে' (Teen Bhubaner Paare)। 'আদালক ও একটি মেয়ে', 'আকাশে সুপারস্টার' ও 'তিন ভুবনের পাড়ে', তিনটি নতুন অনুষ্ঠানের ঘোষণা করল জনপ্রিয় চ্যানেল আকাশ আট। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial