কলকাতা: কেমন আছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)? হাসপাতাল সূত্রে কী খবর? উদ্বেগে অনুরাগীরা। একইদিনে স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) দু-দুটি হিন্দি ছবির ট্রেলার এল প্রকাশ্যে। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
কেমন আছেন ঐন্দ্রিলা?
আজ সকাল ১০টা নাগাজ কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। সেই সময়ে সামাল দেন চিকিৎসকেরা। তবে অভিনেত্রীকে (Aindrila Sharma) আবারও রাখা হয়েছে ভেন্টিলেশনে। বুধবার সকালে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ফের তাঁকে ভেন্টিলেটরেই (ventilator) রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর অবস্থা বেশ আশঙ্কাজনক। ওষুধ পত্র বা চিকিৎসায় বিশেষ সাড়া তিনি দিচ্ছেন না। শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।
ঐন্দ্রিলার পাশে টলিউড থেকে সাধারণ মানুষ
ঐন্দ্রিলার দুর্দিনে একজোট গোটা টলিউড। এই লড়াইয়ে সকলেই দাঁড়িয়েছেন অভিনেত্রীর পাশে। পরমব্রত চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে টেলি জগতের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা দাঁড়িয়েছেন পাশে। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করছেন সাধারণ মানুষও।
'মিস্টার মাম্মি'-র টাইটেল ট্র্যাক প্রকাশ্যে
ছবি মুক্তির বাকি আর মাত্র ২ দিন। তার মধ্যেই মুক্তি পেল রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) ও জেনেলিয়া ডি'সুজার (Genelia Deshmukh) আগামী ছবি 'মিস্টার মাম্মি'র (‘Mister Mummy’)-র টাইটেল ট্র্যাক। গানটি গেয়েছেন অমিত গুপ্ত। গানে সুর দিয়েছেন কুমার এবং গানটি লিখেছেন খানওয়ালকর। গানটির ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। রীতেশ ও জেনেলিয়ার পারফরমেন্স সবসময়েই মনজয় করেছে দর্শকদের।
জুটি বাঁধছেন সৌম্য আর তনিকা
ফের পরিচালনায় সমদর্শী দত্ত (Samadarshi Dutta)। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে বছরের শেষেই মুক্তি পাবে তাঁর নতুন ওয়েব সিরিজ। নতুন ওয়েব সিরিজের নাম 'ইতি মেমোরিজ' (Iti Memories)। সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করছেন 'প্রেম টেম'-এর পাবলো অর্থাৎ সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তার বিপরীতে দেখা যাবে তনিকা বসুকে (Tanika Basu)। এই সিরিজ তৈরি হবে এক স্মৃতিকে কেন্দ্র করে। ভালবাসার মানুষের হারিয়ে যাওয়া এবং তার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার অদ্ভুত সুন্দর এক প্রেমের গল্প বলবে এই সিরিজ। এটির প্রযোজনা করছে 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'।
গৌরবের সঙ্গে শ্রুতির জুটি
নাহ.. এবার আর অলৌকিক গল্প নয়। এই গল্প একটি মেয়ের স্বপ্নপূরণের আর এক অদ্ভুত লড়াইয়ের। নতুন ধারাবাহিক নিয়ে জিবাংলায় ফিরছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। বিপরীতে দেখা যাবে গৌরব রায় চৌধুরী (Gaurav Roy Chowdhury)-কে। ধারাবাহিকের নাম 'রাঙা বউ' (Ranga Bou)। সদ্য সোশ্যাল মিডিয়ায় গৌরব জানিয়েছিলেন, তিনি আপাতত কোনও ধারাবাহিকে অভিনয় করছেন না। তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। ধারাবাহিকে শ্রুতির নাম পাখি।
সানি লিওনির বিরুদ্ধে ফৌজিদারি মামলায় স্থগিতাদেশ
সানি লিওনির বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগের মামলায় স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট। সানি লিওনি (Sunny Leone) ওরফে কর্ণজিৎ কৌর বোহরা (Karanjit Kaur Vohra) ও তাঁর স্বামী ড্যানিয়েল (Daniel Weber) ওয়েবারের বিরুদ্ধে ২০১৯ সালের একটি মামলায় স্থগিতাদেশ ছিল কোর্ট। ২০১৯ সালে এই ফৌজিদারি মামলা দায়ের করা হয়েছিল।
মাকে হারালেন অভিনেতা নীল
মাতৃহারা অভিনেতা নীল সুজন চট্টোপাধ্যায় (Neel Sujan Chatterjee)। গতকাল অর্থাৎ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রিয়জন বিয়োগের খবর তিনি নিজেই দিয়েছিলেন। এরপর মাকে দাহ করে ফেরার পরে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে নেন অভিনেতা। সেইসঙ্গে জানান, তিনি নিয়ম মেনে আজও যাবে রিহার্সালে।
আরও পড়ুন: Amitabh Bachchan: কেন জয়াকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অমিতাভ? এতদিনে সামনে এল সত্য
বিবৃতিকে তথাগতর শুভেচ্ছা
তাদের সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন রয়েছে। তবে যেমন সম্পর্কের কথা নিজে মুখে স্বীকার করে নেননি কখনও, তেমনই নিজেদের নিয়ে তেমন রাখঢাকও করতে চান না এই পরিচালক অভিনেতা ও নায়িকা। তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) ও বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। আজ, তাঁর প্রথম ছবির নায়িকার জন্মদিনে, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন তথাগত।
'কোরা কাগজ' ট্রেলার প্রকাশ্যে
স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও রজত কপূর (Rajat Kapoor) অভিনীত 'কোরা কাগজ'-এর ট্রেলার ('Kora Kagazz' Trailer Out) এল প্রকাশ্যে। ট্রেলারেই বেশ চমক মিলেছে দর্শকদের। নবনীত রঞ্জন (Nawneet Ranjan) পরিচালিত এই ছবিতে দেখা যাবে ঐশানী যাদবকেও। মঙ্গলবারই ছবির নির্মাতাদের তরফে প্রথম পোস্টার প্রকাশ করা হয়। সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় ও রজত কপূরকে দেখা যায়।
প্রকাশ্যে 'কালা'র ট্রেলার
হিন্দিতে এখন একের পর এক কাজ করছেন বাংলার তারকা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। মুক্তি পেল তাঁর আগামী সাইকোলজিক্যাল ড্রামা (psycological drama) 'কালা'র ট্রেলার (Qala Trailer Out)। যার পরতে পরতে দর্শককে ধরে রাখার ক্ষমতা রয়েছে। নেটফ্লিক্স (Netflix) অরিজিন্যাল এই ছবিতে স্বস্তিকার সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি (Tripti Dimri), বাবিল খান (Babil Khan)।
'আইফা রকস ২০২৩'-এর সঞ্চালনায় পরিচালকদ্বয়
'আইফা রকস' (IIFA Rocks) ইভেন্টের সঞ্চালনায় দেখা যাবে চিত্র পরিচালক কর্ণ জোহর (Karan Johar) ও ফারহা খানকে (Farah Khan)। আগামী বছরের শুরুর দিকে আবু ধাবিতে (Abu Dhabi) আয়োজিত হয়েছে এই বিশেষ অনুষ্ঠানের। 'দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি' (The International Indian Film Academy Awards) পড়ল দ্বিতীয় বর্ষে। আবু ধাবির ইয়াস আইল্যান্ডে ২০২৩ সালের ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এটি।
'ফ্রেডি'র নতুন পোস্টার প্রকাশ্যে
কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও আলায়া এফ (Alaya F) অভিনীত 'ফ্রেডি'র নতুন পোস্টার এল প্রকাশ্যে (Freddy New Poster Out)। প্রথম পোস্টারেই নজর কেড়েছিল এই ছবি। এখন সকলেই এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। আইএমডিবি-র (IMDb) তালিকাতেও 'মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিজ অ্যান্ড শোজ ইন ইন্ডিয়া'-এর (most anticipated movies and shows in India) তালিকায় শীর্ষে রয়েছে। এই পোস্টারে দেখা মিলেছে নায়িকারও।