কলকাতা: ভারতের প্রথম 'সুপারস্টার' রাজেশ খান্নার একাদশতম মৃত্যুবার্ষিকী (Rajesh Khanna Death Anniversary)। সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


একইদিনে মুক্তি পাচ্ছে 'মেরি ক্রিসমাস' ও 'যোদ্ধা'


প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ছবির ঘোষণার সময় থেকেই অপেক্ষায় দর্শক। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবির নতুন পোস্টার আরও বাড়িয়েছে উত্তেজনা। সোমবার দুটি পোস্টার এসেছে প্রকাশ্যে। একটি হিন্দিতে ও অপরটি তামিলে। সেখানেই ঘোষণা করা হয়, ছবির মুক্তির তারিখ ১৫ ডিসেম্বর। বড়দিনের আবহে খানিক আগেই মুক্তি পাবে ছবিটি। আর এই একই দিনে মুক্তি পাওয়ার কথা পরিচালক কর্ণ জোহরের বহুপ্রতিক্ষীত ছবি 'যোদ্ধা' (Yoddha)। আর এই প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করেছেন কর্ণ। 


জমজমাট 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র প্রচারপর্ব


হাতে আর মাত্র কয়েকদিন। চলতি মাসের ২৮ জুলাই মুক্তি পাচ্ছে 'রকি অউর রানি কী প্রেম কাহানি'। তাই ছবির প্রচার তুঙ্গে। সম্প্রতি ছবির প্রচারে গুজরাতের ভাদোদরায় গিয়েছিল ছবির টিম। আর সেখান থেকেই জমজমাট অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আলিয়া ভট্ট। এদিন অভিনেত্রীকে দেখা গেল গোলাপি রঙের শাড়িতে। অন্যদিকে রণবীর পরেছিলেন কালো রঙের পোশাক। দুজনেই নাচে গানে জমিয়ে রাখলেন গোটা অনুষ্ঠান। তাঁদের দেখতে ছিল চোখে পড়ার জনসমাগম।


'প্রজেক্ট কে'-তে দীপিকা পাড়ুুকোনের লুক প্রকাশ্যে


বলিউডের আপকামিং ছবি 'প্রজেক্ট কে' নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। আর এরইমধ্যে প্রকাশ্যে এল এই ছবিতে দীপিকার লুক। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর এলোমোলো চুল। দু চোখে তীক্ষ্ণ দৃষ্টি। পোশাক সাধারণ। আর এই লুক প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, আরও ভাল আগামীকালের জন্য একটি আশার আলো।


সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার শুভশ্রী


আরও একবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গতকাল অর্থাৎ সোমবার সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। প্রতিটি ছবিতেই খোশমেজাজে ধরা দিয়েছেন 'ইন্দুবালা' অভিনেত্রী। তাঁর গাঢ় লাল লিপস্টিক নজর কেড়েছে আলাদা করে। একটি ছবিতে দেখা যাচ্ছে হাসি হাসি মুখে সেলফিতে ধরা দিচ্ছেন টলিপাড়ার এই নায়িকা। এই ছবি পোস্ট করার পরই শুরু হয় ট্রোলিং। অনেকেই তাঁর শারীরিক গঠন নিয়ে নেতিবাচক মন্তব্য করেন! যদিও নেতিবাচক মন্তব্যের পাশাপাশি ভাল কমেন্টও পড়েছে অভিনেত্রীর ছবিতে। অনেক অনুরাগীরাই ভালবাসার ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।


চোখের তলা ফুলে লাল উরফির


কিছুদিন আগেই উরফি নেটিজেনদের ট্রোলের শিকার হন তাঁর 'ডার্ক সার্কল'-এর (dark circle) জন্য। নেটদুনিয়ায় প্রায়ই মানুষের নানা 'খুঁত' বের করে ট্রোল করা হয়ে থাকে। সেখানে উরফির কাছে ট্রোল হওয়া বোধ হয় বিশেষ নতুন ঘটনা নয়। কিন্তু চোখের তলায় 'ডার্ক সার্কল' বোঝা যাচ্ছে, এমন মন্তব্যের পর 'আন্ডার আই ফিলার্স'-এর (under eye fillers) সাহায্য নেন তিনি। কিন্তু ঠিক যেমনটা ফল পাবেন আশা করেছিলেন তা একেবারেই হয়নি। সোমবার উরফি জাভেদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি বিনা মেকআপে রয়েছেন। ছবিতে স্পষ্ট করতে চান তাঁর চোখের নিচের লাল ফোলা অংশ।


'ভুয়ো দম্পতির পর্দাফাঁস হওয়া উচিত'


ফের বিস্ফোরক কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রীর কথায়, 'এক ভুয়ো দম্পতি (Fake Couple) একাধিক ভুয়ো ছবির নাম ঘোষণা করে চলেছে'। একইসঙ্গে তিনি এও বলেন যে সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে এই দম্পতির স্বামী নাকি কঙ্গনাকে মেসেজ করে বারবার 'অনুরোধ' করতে থাকেন তাঁর সঙ্গে দেখা করার জন্য, যে ট্রিপ থেকে বাদ পড়েছিল তাঁর স্ত্রী ও খুদে। কঙ্গনার কথা শুনে অনেকেই মনে করছেন যে তিনি নিশানা করেছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)। সম্প্রতি মা নীতু কপূরের (Neetu Kapoor) জন্মদিন পালন করতে পরিবারের সঙ্গে লন্ডন উড়ে গিয়েছিলেন রণবীর। 


রাজেশ খান্নার একাদশ মৃত্যুবার্ষিকী


দেখতে দেখতে ১১ বছর পার। ১৮ জুলাই ২০১২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না (Rajesh Khanna Death Anniversary)। তাঁর একাদশ মৃত্যুবার্ষিকীতে ট্যুইটারে শ্রদ্ধা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রু (Anju Mahendroo)। পর্দায় তাঁর অসাধারণ চার্ম তাঁকে অনবদ্য করে তুলেছিল। ওই ক্যারিসমা, ওই অভিনয় দক্ষতা মানুষের মনে স্থায়ী জায়গা করেছে। ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত, নিজের স্বর্ণযুগে, পরপর ১৫টা হিট ছবি করেছেন 'কাকা' রাজেশ খান্না, যেগুলির সবকটা তিনি একার কাঁধে টেনেছেন।


আরও পড়ুন: Ranveer Singh: কর্ণ জোহরের চেনা ঘরানাই ফিরবে 'রকি অউর রানি...' ছবিতে, বলছেন রণবীর সিংহ


'সৃজনশীল স্বাধীনতার নামে ভারতীয় সংস্কৃতির অপমান হতে দেব না'


মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী (Information and Broadcasting Minister) অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ওটিটি কর্তাদের (OTT Players) বলেছেন যে সরকার সৃজনশীল স্বাধীনতার (creative freedom) নামে ভারতীয় সংস্কৃতি এবং সমাজকে অবমাননা করার অনুমতি দেবে না। অনুরাগ ঠাকুর OTT প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় এই কথা বলেন, খবর সূত্রের।






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial