নয়াদিল্লি: পরিচালকের কেরিয়ারের 'সবচেয়ে বেশি কর্ণ জোহর' (Karan Johar) ঘরানার ছবি হতে চলেছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ('Rocky Aur Rani Kii Prem Kahaani')। মঙ্গলবার এমনই বললেন পর্দার 'রকি' রণবীর সিংহ (Ranveer Singh)। তাঁর মতে এই ছবি কর্ণ জোহরের জনপ্রিয় 'কভি খুশি কভি গম' (Kabhi Khushi Kabhie Gham) ঘরানার অনুভূতি ফেরত নিয়ে আসবে। যেমন ছবি কর্ণ নিজের কেরিয়ারের শুরুর দিকে তৈরি করতেন, তেমনই ধরন ফিরছে এই ছবিতে, জানাচ্ছেন অভিনেতা।
চেনা ঘরানা নিয়ে ফিরছেন কর্ণ জোহর, 'রকি অউর রানি...' নিয়ে কী বললেন রণবীর-আলিয়া?
'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির হাত ধরে ২০১৬ সালের 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর পর পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। এছাড়াও এই ছবি তাঁর পরিচালক হিসেবে ২৫ বছর পূর্তিরও সাক্ষী হতে চলেছে। কর্ণের কেরিয়ারের 'কুছ কুছ হোতা হ্যায়', 'কভি খুশি কভি গম' বা 'মাই নেম ইজ খান' ছবির মতো হিটের পর এই 'রকি অউর রানি কি প্রেম কাহানি' কেমন ফল আনবে তা তো সময়ই বলবে।
এই ছবিতে আলিয়া ভট্টের (Alia Bhatt) বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহকে। অভিনেতার কথায় এই ছবি একেবারে কর্ণ জোহরের চেনা ছকে তৈরি ছবি যার মধ্যে সেই সমস্ত উপাদান রয়েছে যেগুলি কর্ণকে বিখ্যাত করেছে। রণবীরের কথায়, 'এই ছবি 'কভি খুশি কভি গম...'-এর অনুভূতি ফেরাবে। এটা খুবই ইচ্ছাকৃতভাবে এভাবে তৈরি করা হয়েছে। যে ধরনের সিনেমা আমরা বড়পর্দায় দেখে বড় হয়েছি ঠিক সেটাই পর্দায় ফেরাচ্ছেন কর্ণ জোহর। সেগুলি তো আমাদের জীবনের বিশাল বড় অংশ।' ৩৮ বছর বয়সী অভিনেতার কথায়, 'একটা গোটা প্রজন্মের কাছে কর্ণের 'কুছ কুছ হোতা হ্যায়' বা 'কভি খুশি কভি গম...' তো 'কাল্ট ক্লাসিকস'-এর থেকে কম নয়।'
রণবীর আরও বলেন, 'আমাদের বেড়ে ওঠার বছরগুলির একটি অবিচ্ছেদ্য অংশ তৈরি হয়েছে এই ছবিগুলি থেকে। তো এই ছবিতে 'কভি খুশি কভি গম...'-এর সমস্ত উপাদান আছে, পরিবার, গান, আনন্দ, উচ্ছ্বাস। আমি বিশ্বাস করি এটি এমন একটি ছবি যা মানুষকে আনন্দ দেবে। তাঁদের মুখে ফুটবে হাসি এবং হৃদয় ভরবে উষ্ণতায়।'
মঙ্গলবার 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির নতুন গান 'বে কমলেয়া'র প্রকাশ অনুষ্ঠান ও প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রণবীর ও আলিয়া। এই মাসের শুরুতেই মুক্তি পায় ছবির ট্রেলার। পাঞ্জাবী ও বাঙালি, দুই ভিন্ন ধরনের পরিবারের দুই সন্তানের প্রেম ও তাঁদের পরিবারের মেলবন্ধন নিয়ে আবর্তিত ছবির গল্প। ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। রয়েছেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। আলিয়ার কথায়, 'রকি অউর রানি...' এমন একটি ছবি যা ভারতের বিবিধ সংস্কৃতিকে উদযাপন করে।
প্রসঙ্গত, এর আগে রণবীর সিংহ ও আলিয়া ভট্ট একসঙ্গে ২০১৯ সালের 'গালি বয়' ছবিতে জুটি বেঁধেছিলেন। এই ছবি দর্শকদের খুব পছন্দও হয়েছিল। ফের তাঁদের একসঙ্গে দেখা যাবে পর্দায়। ২৮ জুলাই বড়পর্দায় মুক্তি পাচ্ছে রণবীর সিংহ ও আলিয়া ভট্টের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন