কলকাতা: প্রকাশ্যে এল 'ফাটাফাটি' ছবির প্রথম গান। শ্যুটিং শুরু হল 'দ্য ক্রু' ছবির। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


রেকর্ড গড়ল ‘ফর্জি’


উত্তর-দক্ষিণ-মধ্য, বিনোদনের সব ঘরানা কার্যত মিলেমিশে একাকার। আর তাতেই বাজিমাত 'ফর্জি'র (Farzi)। সবচেয়ে বেশি বার দেখা ভারতীয় ওয়েবসিরিজের শিরোপা মাথায় উঠল (Bollywood Updates)। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েবসিরিজগুলির মধ্যে দৌড়ে সকলকে পিছনে ফেলে দিল 'ফর্জি'। গড়ল সর্বকালীন রেকর্ড। Ormax মিডিয়ার সমীক্ষায় সেরার শিরোপা পেয়েছে ‘ফর্জি’। সবমিলিয়ে ৩ কোটি ৭১ লক্ষ বার দেখা হয়েছে এই ওয়েবসিরিজ। এখনও পর্যন্ত আর কোনও ওয়েবসিরিজের এই রেকর্ড নেই। 


মুক্তি পেল 'জানি অকারণ'


এক আদ্যন্ত প্রেমের গান 'জানি অকারণ'। ছবির নাম 'ফাটাফাটি'। গোটা গান জুড়ে ছবির দুই মুখ্য চরিত্রের সম্পর্কের আভাস মেলে। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। গানের পরতে পরতে স্বামী ও স্ত্রীয়ের মিষ্টি ভালবাসা, খুনসুটি, একে অপরের পাশে থাকার টুকরো মুহূর্ত ধরা পড়েছে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও..'-এর পর পরিচালকের এটি তৃতীয় ছবি। ছবির গল্প আবর্তিত হয় ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে ঘিরে।


স্মরণে মা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন অর্জুন


১১ বছর। এক দশক পেরিয়ে আরও এক বছর। সময়টা নেহাত কম নয়। মায়ের মৃত্যুবার্ষিকীতে স্বভাবতই আবেগতাড়িত অর্জুন কপূর। মাকে মিস যে করেন তা পরতে পরতে উঠে এল। এদিন ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি পোস্ট করেন অর্জুন। মা মোনা শৌরী কপূরের সঙ্গে অল্প বয়সের অর্জুন কপূর। অভিনেতার লেখায় উঠে এল, সমস্ত কটাক্ষ বা কুমন্তব্যের মোকাবিলা করতে করতে মায়ের ভালবাসার কথা খুব মনে পড়ে তাঁর। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবির কোলাজ পোস্ট করেন অর্জুন। লেখেন, 'আমি তোমার প্রতিফলন ছাড়া আর কিচ্ছু নই। ভিতরে ও বাইরে। মিস করি তোমাকে মা, ফিরে এসো না...।' 


হাসপাতালে ভর্তি হন অস্কারজয়ী গুণীত মোঙ্গা


প্রযোজক গুণীত মোঙ্গার তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর হাত ধরে এই বছর প্রথম অস্কার এসেছে ভারতে। মঞ্চে পুরস্কার নিতে ওঠেন ছবির পরিচালক কার্তিকি গঞ্জালভেস ও প্রযোজক গুণীত মোঙ্গা। বক্তব্য রাখেন কার্তিকি। পরে গুণীত জানান তাঁকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি প্রযোজকের। এখন সেই সম্পর্কে আরও তথ্য দিলেন 'নাটু নাটু'র জন্য অস্কার পাওয়া সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। তিনি জানান বক্তব্য রাখতে না পেরে গুণীত মোঙ্গার স্বাস্থ্যের অবনতি হয়। শ্বাসকষ্টের সমস্যা হয় তাঁর। তাঁকে এমনকী হাসপাতালেও ভর্তি করতে হয় বলে জানান কীরাবাণী।


নিজের জন্মদিনে জেল থেকে জ্যাকলিনকে প্রেমপত্র পাঠালেন সুকেশ


দিল্লির মন্ডোলি জেল থেকে সেই চিঠিতে সুকেশ লিখেছেন, 'আমার বেবি গার্ল। তোমায় মিস করছি। আমার জন্মদিনে তুমি আমার পাশে নেই। আমার চারপাশে তোমার উপস্থিতিকে মিস করছি। কতটা তা প্রকাশ করার ভাষা নেই আমার কাছে। আমি জানি আমার প্রতি তোমার ভালবাসা কখনই শেষ হবে না। যা আমার সবটুকু জুড়ে রয়েছে। আমি জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে। আমার প্রমাণের প্রয়োজন নেই এবং এটিই আমার কাছে গুরুত্বপূর্ণ, বাবু'। সুকেশ আরও তার ভালবাসাকে "সেরা উপহার" বলে অভিহিত করেছেন যা তার জীবনের "অমূল্য"। 


আরও পড়ুন: Smriti Irani: মিসক্যারেজ হওয়ার পরদিনই জোর করে পৌঁছতে হয়েছিল 'কিঁউ কি...'র সেটে, স্মৃতি হাতড়ালেন পর্দার তুলসী


বাথরুমে পড়ে গিয়ে মৃত্যু অভিনেত্রীর স্বামীর


শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টেলিভিশন অভিনেত্রী (Television Actress) নীলু কোহলির (Nilu Kohli) স্বামী হরমিন্দর সিংহ কোহলি (Harminder Singh Kohli)। শুক্রবার শৌচালয়ে পড়ে যান তিনি। সেখানেই অভিনেত্রীর স্বামীর মৃত্যু হয় বলে খবর। বাড়ির এক পরিচারক তাঁকে উদ্ধার করেন বলে খবর। বাবার মৃত্যুর খবর নিশ্চিত করলেন অভিনেত্রী নীলু কোহলির মেয়ে সাহিবা কোহলি


শুরু হল 'দ্য ক্রু' ছবির শ্যুটিং


শুরু হল 'দ্য ক্রু' (The Crew) ছবির শ্যুটিং। অভিনয়ে বলিউডের তিন সুন্দরী, কৃতী শ্যানন (Kriti Sanon), করিনা কপূর (Kareena Kapoor Khan) ও তব্বু (Tabu)। অভিনয়ে দেখা যাবে দিলজিৎ দোসনজকেও (Diljit Disanjh)। শ্যুট শুরুর কথা নিজের সোশ্যাল মিডিয়ায় জানালেন কৃতী। শুরু হল 'দ্য ক্রু' (The Crew) ছবির শ্যুটিং। অভিনয়ে বলিউডের তিন সুন্দরী, কৃতী শ্যানন (Kriti Sanon), করিনা কপূর (Kareena Kapoor Khan) ও তব্বু (Tabu)। অভিনয়ে দেখা যাবে দিলজিৎ দোসনজকেও (Diljit Disanjh)। শ্যুট শুরুর কথা নিজের সোশ্যাল মিডিয়ায় জানালেন কৃতী।