কলকাতা: নির্বাচন কমিশনের (Election Commission) জাতীয় আইকন (National Icon) হিসেবে নির্বাচিত হলেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। অন্যদিকে হাসপাতালের বিছানা থেকেই বিজয়ার শুভেচ্ছা জানালেন টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das)। প্রথম পাঁচ দিনে কত টাকার ব্যবসা করল ছবি? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
ভোট করাতে ভরসা সেই ‘নিউটন’
অভিনয় ক্ষমতার পরিচয় দিয়েছেন আগেই। এবার অনন্য সম্মান পেতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। জমকালো অনুষ্ঠানে হাতে ট্রফি ধরিয়ে দেওয়া নয়, তাঁকে 'জাতীয় আইকন' ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে, বুধবার বিবৃতি দিয়ে জানানো হল। বৃহস্পতিবার এই সংক্রান্ত আনুষ্ঠানিকতা রয়েছে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)। ২০২৩ সাল শেষ হতে বাকি মাত্র দু'মাস। এই দু'মাসে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, মিজোরাম (৭ নভেম্বর), ছত্তীসগঢ় (৭, ১৭ নভেম্বর), মধ্যপ্রদেশ (১৭ নভেম্বর), তেলঙ্গানা (৩০ নভেম্বর) এবং রাজস্থানে (২৫ নভেম্বর)। ওই পাঁচ রাজ্যে মোট ভোটদাতার সংখ্যা ১৬ কোটি ১০ লক্ষ। তার আগেই জাতীয় আইকন হিসেবে রাজকুমার রাওয়ের নাম ঘোষণা করা হল নির্বাচন কমিশনের তরফে।
হাসপাতালের বিছানা থেকে বিজয়ার শুভেচ্ছা রুবেলের
বঙ্গবাসী এখনও পুজোর রেশ কাটিয়ে উঠতে পারেনি। গতকালই ছিল দশমী। উৎসবের শেষ লগ্নেও সকলে একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানাতে ব্যস্ত। প্রত্যেক তারকাও তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে টেলি অভিনেতা রুবেলের এবার পুজো খুব একটা 'সুস্থ' কাটেনি। একাদশীর দিন অর্থাৎ আজ নিজের সোশ্যাল মিডিয়ায় শ্বেতার সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন অভিনেতা। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। পরনে হাসপাতালেরই পোশাক। পাশে একেবারে সাদামাটা হয়ে দাঁড়িয়ে শ্বেতা। তবে দু'জনের মুখেই 'বেঁধে বেঁধে থাকা'র হাসি। এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল। বিশেষ করে শ্বেতা ভট্টাচার্য না থাকলে সুস্থ হওয়া খুব কঠিন ছিল।'
'ব্রহ্মাস্ত্র ২' নিয়ে কী আপডেট?
রণবীর কপূর জানিয়েছেন, তাঁরা যাবতীয় সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। কোথায় খামতি রয়েছে, কোথায় কোন বিষয়টা কাজ করেনি, সেটা বুঝতে পেরেছেন। সেই সব কিছু মাথায় রেখেই তাঁরা এবার এগোচ্ছেন। 'ব্রহ্মাস্ত্র ২' নিয়ে তিনি জানিয়েছেন, এনিয়ে সব সময় আলোচনায় চলছে। পরের বছরের শুরুতেই শ্যুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন অভিনেতা। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) ছবি 'ব্রহ্মাস্ত্র'তে (Brahmastra) মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট, (Alia Bhatt) রণবীর কপূর (Ranbir Kapoor)। ছবিটি বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছিল।
রাবণ দহন করতে গিয়ে 'লক্ষ্যভ্রষ্ট' কঙ্গনা
মঙ্গলবার দিল্লির লালকেল্লায় লব কুশ রামলীলা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা রানাউত। দশেরা উপলক্ষে রাবণ দহন করার কথা ছিল অভিনেত্রীর। লাল শাড়ি পরে, মাথায় ফুল দিয়ে খোঁপা করে, সাবেকি সাজে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন তিনি। অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। তির-ধনুক হাতে নিয়ে রাবণ দহনই নিয়ম। কিন্তু শেষ মুহূর্তে হল ছন্দপতন। 'মণিকর্ণিকা' অভিনেত্রী ধনুক হাতে তিনবারের চেষ্টাতেও লক্ষ্যে তির ছুড়তে পারলেন না। বারবার তা গিয়ে পড়ছিল অদূরেই। সেই ভিডিও হয়েছে ভাইরাল। এরপর রাবণের কুশপুত্তলিকা কমিটির অন্যান্যদের সহায়তায় জ্বালানো হয়। একইসঙ্গে আরও একটি খবর শোনা যায়, যে অনুষ্ঠান শুরুর আগেই নাকি রাবণের বিশাল কুশপুত্তলিকা পড়ে যায় মাটিতে। তাকে ফের দাঁড় করিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
৩৩ বছর পর এক সেটে রজনীকান্ত-অমিতাভ
ফের একসঙ্গে কাজ করতে তৈরি বর্ষীয়ান তারকাদ্বয় রজনীকান্ত (Rajinikanth) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শ্যুটিং চলছে টি জে জ্ঞানাভেল (TJ Gnanavel) পরিচালিত ছবি 'থালাইভার ১৭০'-এর (Thalaivar 170)। ১৯৯১ সালে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি, 'হম' ছবিতে। ফের তাঁরা কাজ শুরু করলেন বুধবার, একসঙ্গে। থালাইভা নিজের প্রোফাইলে পোস্টও করলেন একটি ছবি। ৭২ বছর বয়সী দক্ষিণী সুপারস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন অমিতাভ বচ্চনের সঙ্গে। ক্যাপশনে লেখেন, '৩৩ বছর পর, আমি আবার কাজ করছি আমার মেন্টর, দুর্দান্ত, শ্রী অমিতাভ বচ্চনের সঙ্গে লাইকার আগামী 'থালাইভার ১৭০' ছবিতে পরিচালনায় টি জে জ্ঞানাভেল। আনন্দে আমার হৃদপিণ্ড দ্রুত হয়ে গেছে।'
আরও পড়ুন: 'Tumii Je Amar Maa': ৫০০ পর্ব পার 'তুমি যে আমার মা' ধারাবাহিকের, কেক কেটে, নেচে-গেয়ে সেটেই উদযাপন
'বাঘাযতীনকে করমুক্ত করা হোক'
রাজ্য সরকারের কাছে এক আর্তি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। তাঁর দাবি, দেব (Dev) অভিনীত এই পুজোয় মুক্তিপ্রাপ্ত 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবিটিকে করমুক্ত (Tax Free) ঘোষণা করা হোক। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে এই প্রস্তাবই রাখলেন তিনি, সোশ্যাল মিডিয়ায়। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পোস্টের শুরুতেই তিনি লেখেন, 'বাঘা যতীন সিনেমাটিকে ট্যাক্স ফ্রি করা হোক।' একইসঙ্গে তিনি লিখে চলেন, 'দেব অভিনীত 'বাঘা যতীন' সিনেমাটিতে বাংলার স্বাধীনতা সংগ্রামকে স্মরণ ও উদযাপন করা হয়েছে। বাঙালি হিসেবে আমি গর্বিত বাঘা যতীন নিয়ে সিনেমা তৈরি হওয়াতে।' এখানেই থামেননি তিনি। প্রযোজক রানা সরকার তাঁর পোস্টে আরও লেখেন, 'অন্যান্য রাজ্যে এমনকী প্রপাগান্ডা সিনেমাকেও ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়। রাজ্য সরকারকে অনুরোধ বাঙালির স্বাধীনতা সংগ্রামকে যাতে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায় তাই এটিকে ট্যাক্স ফ্রি করা হোক। ধন্যবাদ, শুভ বিজয়া।' তাঁর পোস্টে একাধিক অনুরাগীর সমর্থনও চোখে পড়ার মতো। অনেকেরই মতে রানা সরকারের এই মত একেবারে সঠিক।
শ্রদ্ধা কপূরের ৪ কোটির গাড়ি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারকা অভিনেত্রী শ্রদ্ধা কপূরের নতুন গাড়ির ছবি ও ভিডিও। নায়িকার চোখে-মুখে উচ্ছ্বাসও নজর কেড়েছে। অভিনেত্রী শ্রদ্ধা কপূর বাড়িতে নিয়ে এলেন নতুন অতিথি। কিনলেন 'ল্যাম্বরগিনি Huracan Tecnica'। টকটকে লাল নতুন গাড়ির সঙ্গে অভিনেত্রীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ভারতীয় বাজারে এই গাড়ির দাম ৪.০৪ কোটি টাকা। অভিনেত্রীর বন্ধু তাঁর জন্য আবেগঘন পোস্টে জানিয়েছেন শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন