কলকাতা: নতুন ধারাবাহিক নিয়ে আসতে চলেছেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly), প্রকাশ্যে চরিত্রদের প্রথম লুক। বনফুলের গল্প অবলম্বনে ছবি তৈরি করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee), প্রকাশ্যে টিজার। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 


গ্যাংস্টারের চরিত্রে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়


বাংলা ছবিতে (Bengali Films) অনেক অভিনেতাকেই 'টাইপ কাস্ট' (Type Cast) করা হয় বলে অভিযোগ রয়েছে। 'টাইপ কাস্ট' অর্থাৎ একই ধরনের চরিত্রে দেখা যাবে ওই ব্যক্তিকে। সংলাপ বলার ধরন, অভিনয়ের ম্যানারিজম সবেতেই কেমন যেন ছকে বাঁধা ব্যাপার। অনেক অভিনেতাই পরিচালকদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। কেউ বা এই 'টাইপ কাস্ট'- এর দৌলতে ছবি করতেই নারাজ। তবে সাম্প্রতিক সময়ে একটি বাংলা ওয়েব সিরিজে চিরাচরিত ছক ভেঙে বেরিয়েছেন পরিচালক আরণ্যক চট্টোপাধ্যায়। 'নিখোঁজ' ওয়েব সিরিজে তাঁর অন্যতম তুরুপের তাস অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। গ্যাংস্টারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। চরিত্র অনুসারে মানানসই লুক, সেই ভাবেই ডায়লগ থ্রো- সব মিলিয়ে বেশ নতুন রকম। 


আসছে নতুন ধারাবাহিক 'বাদল শেষের পাখি'


বাঙালি পরিবারের রোজের জীবনের অঙ্গ বাংলা ধারাবাহিক (bengali serial)। তাঁদের মনোরঞ্জনের দায়িত্ব নেওয়া এই সকল অভিনেতা কবে যে দর্শকের মনের অত্যন্ত কাছের হয়ে যান, কেউই বিশেষ টের পান না। আর তাই তো দর্শকদের মনোরঞ্জন জারি রাখতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে হাজির হয় বিনোদন চ্যানেলগুলি। যেমন নতুন একটি ধারাবাহিক নিয়ে আসছে 'সান বাংলা' (Sun Bangla)। প্রকাশ্যে মুখ্য চরিত্রদের প্রথম লুক। ধারাবাহিকের দায়িত্বে লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। জনপ্রিয় বিনোদন চ্যানেল সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক, 'বাদল শেষের পাখি'। লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ও প্রযোজনায় তৈরি হবে এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায় ও নবাগতা শ্রেষ্ঠা প্রামাণিককে। সুস্মিতের চরিত্রের নাম মোহিত ও শ্রেষ্ঠার চরিত্রের নাম পাখি। 


২০০ পর্ব পার 'রাম কৃষ্ণা' ধারাবাহিকের


চলতি বছরের ১০ এপ্রিল শুরু হয় কালার্স বাংলার ধারাবাহিক 'রাম কৃষ্ণা'। অল্প দিনেই দর্শকের মন জয় করে এই ধারাবাহিক। দেখতে দেখতে ২৬ অক্টোবর তারা পার করে ফেলল ২০০ পর্বও (200 Episodes Complete)। কেক কেটে, দর্শকদের ধন্যবাদ জানিয়ে সেটেই হল উদযাপন। সেট থেকে ধারাবাহিকের গোটা টিম ফেসবুকে লাইভও করেন, ধন্যবাদ জানান সকলকে।


লক্ষ্মীপুজোর প্রস্তুতি, ভোগ নিয়ে আড্ডায় অপরাজিতা আঢ্য


যতই ব্যস্ততা থাকুক, প্রত্যেক বছর বাড়িতে মা লক্ষ্মীর আরাধনায় মাতেন অপরাজিতা আঢ্য। মা লক্ষ্মীকে যেমন সাজিয়ে তোলেন, তেমনই লক্ষ্মী সাজে তিনি নিজেও ধরা দেন ক্যামেরায়। এ বছরও তাঁর অন্যথা হল না। টুকটুকে লাল পাড় ঘিয়ে রঙা শাড়ি, সবুজ ব্লাউজ, মাথায় টেনে খোঁপা, তাতে জড়ানো ফুলের মালা, সিঁথিতে চওড়া সিঁদুর, নাকে নথ আর গা ভর্তি গয়না। নিজেই জানালেন পুজোয় কেনাকাটার সময় না পাওয়ায়, বান্ধবী এনে দিয়েছেন এদিন পরার শাড়ি। অন্যদিকে রিয়েলিটি অনুষ্ঠানের শ্যুটিং করতে গিয়ে আলাপ হওয়া বোন পাঠিয়েছেন নবদ্বীপ থেকে মা লক্ষ্মীর ঘাগরা, গয়না। অভিনেত্রীর কথায়, 'মা লক্ষ্মীর পোশাক, গয়না পাঠিয়েছেন তাঁর বরই'। প্রত্যেক বছর মা লক্ষ্মীকে সাজিয়ে তুলতে বেশ বেগ পেতে হলেও এবার সবই খুব মসৃণ হয়েছে। হাসতে হাসতে অভিনেত্রীর কথায়, 'ঠিক মনে হচ্ছে মা লক্ষ্মী নিজেই সব পরে নিচ্ছেন'। সন্ধ্যায় হয় পুজো।


আরও পড়ুন: 'Ektu Sore Bosun': বনফুলের গল্প এবার সেলুলয়েডে, কমলেশ্বর মুখোপাধ্যায় বলছেন 'একটু সরে বসুন'!


কমলেশ্বর মুখোপাধ্যায় বলছেন 'একটু সরে বসুন'!


বনফুলের ছোটগল্প পড়েননি এমন বাঙালি খুব কমই আছেন। এবার তাঁর গল্পকে আধুনিক প্রেক্ষাপটের মোড়কে নিয়ে ছবি তৈরি করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee)। ছবির নাম 'একটু সরে বসুন' (Ektu Sore Bosun)। অভিনয়ে একাধিক বিখ্যাত অভিনেতা। প্রকাশ্যে এল ছবির টিজার (Teaser Out)। সামাজিক কমেডি (Social Comedy) ঘরানার ছবি 'একটু সরে বসুন'। নিজের ছবি নিয়ে কী বললেন কমলেশ্বর মুখোপাধ্যায়? পরিচালকের কথায়, 'এটি মূলত একটি সোশ্যাল কমেডি। দুর্দান্ত কাস্টের অবদানের কারণে আমরা গোটা কাজটা সারতে পেরেছি এবং আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। একদল নতুন প্রযোজক 'বিগ ক্যাট ফিল্ম', 'ইউরোপা মিডিয়া এন্টারটেনমেন্ট', 'জিপিই এন্টারটেনমেন্ট' এবং 'ডার্ক এনার্জি' প্রকল্পটি সম্ভব করতে একত্রিত হয়। আমি তাঁদের কাছেও কৃতজ্ঞ। যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়, তা হল এতদিন আগে লেখা বনফুল এই গল্পটি আজও কতটা প্রাসঙ্গিক। বেকারত্ব নিয়ে সমসাময়িক সঙ্কট এবং আজকের তরুণরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে তা নিয়েই এই গল্পটি।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial