কলকাতা: প্রয়াত 'ফ্রেন্ডস' খ্যাত অভিনেতা ম্যাথু পেরি (Mathew Perry)। 'ডান্স বাংলা ডান্স' (Dance Bangla Dance) রিয়েলিটি শো শেষ হল আজ। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
প্রয়াত চ্যান্ডলার ওরফে অভিনেতা ম্যাথু পেরি
'Friends'-দের বোকা বানিয়ে চলে গেলেন চ্যান্ডলার ওরফে ম্যাথু পেরি (Mathew Perry Death)। লস অ্যাঞ্জেলেসে বাড়ির হট-টাব থেকেই অভিনেতার সংজ্ঞাহীন (Friends Actor Mysterious Death) দেহ উদ্ধার হয় বলে খবর। বহু চেষ্টা করেও তাঁর জ্ঞান ফেরানো যায়নি। তবে প্রাথমিক ভাবে কোনও ষড়যন্ত্রের প্রমাণ পায়নি পুলিশ। দুনিয়াকাঁপানো সিটকম 'Friends'-এর অন্যতম চরিত্র চ্যান্ডলারের ভূমিকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন ম্যাথু। মাত্র ৫৪ বছর বয়সে তাঁর এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক হলিউড, শোকস্তব্ধ 'Friends' ভক্তরা।
রাহার প্রথম জন্মদিনে কী পরিকল্পনা রণবীর-আলিয়ার?
মাত্র কিছুদিনের অপেক্ষা। তারকা দম্পতি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) সন্তান রাহার প্রথম জন্মদিন (Raha First Birthday) আসতে চলেছে। ৬ নভেম্বর, একে পা দেবে খুদে রাহা। মেয়ের প্রথম জন্মদিনের জন্য কী প্ল্যান তারকা জুটির? পরিকল্পনার কথা নিজেই জানালেন রণবীর কপূর। ২০২২ সালের ৬ নভেম্বর, মেয়ের জন্ম দেন আলিয়া ভট্ট। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং সারেন রণবীর কপূর। সেখানেই মেয়ের প্রথম জন্মদিনের পরিকল্পনা ফাঁস করলেন অভিনেতা। চলতি বছর ৬ নভেম্বর প্রথম জন্মদিন রাহার। জানা গেল সেদিন ছোট করেই পালন করা হবে খুদের জন্মদিন। রণবীর বলেন, 'রাহার ১ বছর বয়স হয়ে যাবে এবং আমরা বাড়িতেই ওর জন্য ছোট একটা বার্থডে পার্টির আয়োজন করেছি শুধু পরিবার ও ভাইবোনেদের নিয়ে। আমরা সবাই সেই দিনের অপেক্ষায় আছি।'
আজ সম্প্রচারিত হল 'ডান্স বাংলা ডান্স'-এর গ্র্যান্ড ফিনালে
দীর্ঘ সফরের আজ শেষ দিন। রবিবার সন্ধে ৮টায় সম্প্রচারিত হল 'ডান্স বাংলা ডান্স' (Dance Bangal Dance)-এর গ্র্যান্ড ফিনালে। বিচারকের আসনে প্রত্যেক বছরের মতোই ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যাঁর নাচের মঞ্চে পোশাকি নাম মহাগুরু বা এমজি। এছাড়াও ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) ও মৌনী রায় (Mouni Ray)।
ট্রোলারদের কড়া জবাব দিলেন কঙ্গনা
তিনি চিরকালই স্পষ্টবক্তা। নিজের বক্তব্য, নিজের মতামত জোর গলায় পেশ করতে কখনওই পিছপা হন না তিনি। যার জন্য বিভিন্ন সময়েই ট্রোলের শিকারও (trolled) হন অভিনেত্রী। তবে থেমে যান না। তিনি কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'তেজস' (Tejas)। সকলকে ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য উৎসাহিত করেছেন অভিনেত্রী। একটি ভিডিও শেয়ার করেন তিনি। কিন্তু তাতেও ট্রোলাররা তাঁর পিছন ছাড়েনি। এবার তাঁদেরই সপাট জবাব দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেখানে তিনি জানান যে বিনোদন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে থিয়েটার অর্থাৎ প্রেক্ষাগৃহের টিকে থাকা কতটা প্রয়োজনীয়। সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার জন্য অনুপ্রাণিত করেন তিনি। কিন্তু এই কথাতেও ট্রোল তাঁর পিছু ছাড়েনি। এবার তাঁদের 'কুকথা'র জবাব দিলেন অভিনেত্রী।
সপ্তাহান্তে কাঞ্চনের সঙ্গেই প্রেক্ষাগৃহে হাজির শ্রীময়ী
যাঁকে পর্দায় দেখছেন, তিনিই বসে রয়েছেন পাশে! সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকুক, বাঁকা নজর থাকুক.. তাকে থোড়াই কেয়ার এই দুই তারকার। সপ্তাহান্তের ছুটির দিনে 'রক্তবীজ' (Roktobeej) দেখতে হাজির হলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj) ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) থ্রিলারে একটি গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন কাঞ্চন। আর সেই ছবি দেখতেই, আজ প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন শ্রীময়ী-কাঞ্চন।
আরও পড়ুন: New Music Video: প্রকাশ্যে নৃত্যনাট্য রূপে 'আইগিরি নন্দিনী', অভিনয়ে শ্বেতা-শিঞ্জিনী
বিগ বসের বাড়িতে এসে ভিকি-অঙ্কিতার সম্পর্ক ভাঙনের মুখে?
শুরু থেকেই নজর কাড়ে তাঁদের সম্পর্ক। বিয়ে থেকে শুরু করে তার পরবর্তী জীবন.. অনুরাগীদের চোখে সবটাই 'পিকচার পারফেক্ট'। একাধিকবার নিজের স্বামীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই নায়িকা। তবে 'বিগ বস' (Big Boss)-এর ঘরে আসতেই কি সত্যিটা চলে এল সবার সামনে? এই সিজনই কি ভেঙে যাবে অঙ্কিতা লোখণ্ডে (Ankita Lokhande) ও ভিকি জৈনের (Vicky Jain) বৈবাহিক সম্পর্ক? বিগ বসের এই সিজনে অংশ নিয়েছেন অঙ্কিতা ও ভিকি। কিন্তু খেলা শুরু হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই বারে বারে প্রকাশ্যে এসে পড়ছে তাঁদের দাম্পত্যের সমস্যাগুলি। অঙ্কিতার দাবি, তিনি সমস্যাগুলিকে ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন। কিন্তু ভিকির ব্যবহারে তা প্রকাশ্যে আনতে বাধ্য হচ্ছেন। ভিকি নাকি অঙ্কিতার দিকে যথেষ্ট নজর দিচ্ছেন না। শুধু তাই নয়, অঙ্কিতার সঙ্গে ভিকির রূঢ় ব্যবহারও বারে বারে সামনে এসে পড়ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন