কলকাতা: বিয়ে করছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়? গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা বিনিময়। করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী। এক ঝলকে দেখে নিন, বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল আজকে।
এবার বিয়ের পিঁড়িতে মৌনি?
বিয়ের খবর শোনা যাচ্ছে বাঙালি কন্যা মৌনী রায়ের (Mouni Roy)। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, প্রেমিক সুরজ নাম্বিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ে করতে চলেছেন মৌনী রায়। যদিও মৌনী রায়ের পক্ষ থেকে অফিশিয়ালি এথনও বিয়ের কথা জানানো হয়নি। শোনা যাচ্ছে নতুন বছরের একেবারেই শুরুর দিকে নতুন জীবন শুরু করবেন 'নাগিন' খ্যাত মৌনী রায়। ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ২৭ জানুয়ারি ২০২২-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন বলে সূত্রের খবর।
বিস্ফোরক সেলিম খান
বলিউডের আনাচে কানাচে এখন একটাই খবর। ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে। শোনা যাচ্ছে, আগামী মাসের একেবারে শুরুর দিকেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা। অন্যদিকে সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কের কথা অনুরাগীদের অজানা নয়। তাই ভিকি এবং ক্যাটরিনার বিয়ের প্রসঙ্গে বারবার উঠে আসছে ভাইজানের নাম। এবার দুই তারকার বিয়ের গুঞ্জন নিয়ে বিস্ফোরক সলমন খানের বাবা সেলিম খান। বললেন, 'আমি এই বিষয়ে কী বলব? সংবাদমাধ্যমে তো এই বিষয়েই শুধুমাত্র চর্চা হচ্ছে। এই বিষয়ে আমার কী বলার থাকতে পারে!'
বলিউডে কোভিড হানা
সম্প্রতি দীর্ঘদিন বাদে বড় পর্দায় ফেরার ঘোষণা করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় (Tanishaa Mukerji)। জানিয়েছিলেন, 'কোড নেম আব্দুল' দিয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। বড় পর্দায় কামব্যাকের সুখবরের মাঝেই অভিনেত্রী জানালেন যে, তিনি করোনায় (Covid19) আক্রান্ত হয়েছেন। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বলেন যে, 'সকলকে জানাচ্ছি, আমার করোনা (Coronavirus) পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আর খুব শীঘ্রই প্রয়োজন মতো আইসোলেশনে থাকতে হবে'। শনিবার নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন তনিশা মুখোপাধ্যায়।
ভাইজানের আর্জি
কোভিড কাঁটা পেরিয়ে দীর্ঘদিন পর ফের ভাইজানের ছবি বড়পর্দায় মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত তাঁর অসংখ্য অনুরাগী। এবার দেখা গেল সিনেমা হলের বাইরে সলমনের পোস্টারে দুধ ঢেলে তাঁর অনুরাগীরা উদযাপনে মেতেছেন। সলমন খান, তাঁর ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে অভিনেতার বড় একটি পোস্টারে দুধ ঢালছেন তাঁর ফ্যানেরা। ভিডিওটি শেয়ার করে অনুরাগীদের এভাবে দুধ অপচয় করতে নিষেধ করেছেন অভিনেতা। তিনি লেখেন, 'কত মানুষের কপালে পানীয় জলটুকুও জোটে না আর আপনারা এভাবে দুধ নষ্ট করছেন। যদি আপনাদের দুধ কোথাও দিতেই হয় তাহলে আমার সকল অনুরাগীর কাছে এটাই অনুরোধ যে আপনারা গরিব বাচ্চাদের খাওয়ান যাঁরা দুধ খেতে পায় না।'
আরও পড়ুন: Celebrities Update: সারা আলি খানের সঙ্গে ভিকি কৌশলের 'চকা চক' ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
গৌরব-ঋদ্ধিমার বিবাহবার্ষিকী
বিয়ের চার বছর পূর্তি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে একে অপরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন তারকা দম্পতি গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) ও ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। কিছুদিন আগেই ভালবাসার ১১ বছর পূরণ করেন এই দম্পতি। ৭ বছরের সম্পর্ক ও ৪ বছরের বিয়ে মিলিয়ে ১১ বছরের একসঙ্গে পথচলা। একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেন। তার ঠিক দিন চারেকের মাথায় বিবাহবার্ষিকী। মজা করে দুজনেই ক্যাপশনে লিখলেন, 'আবারও হ্যাপি অ্যানিভার্সারি'। তবে এবার বিয়ের অ্যানিভার্সারি।
বন্ধুত্বের ১৮ বছর
আজ ১৮ বছর পূরণ করল শাহরুখ খান (Shah Rukh Khan), সেফ আলি খান (Saif Ali Khan) ও প্রীতি জিন্টা (Preity Zinta) অভিনীত প্রেম-বন্ধুত্বের ছবি 'কাল হো না হো' (Kal Ho Naa Ho)। আজ সেই আইকনিক ছবির ১৮ বছর পূর্তিতে কর্ণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনের তরফে একটি মিষ্টি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবির একাধিক দৃশ্য নিয়ে তৈরি করা হয়েছে সেই ভিডিও। 'কাল হো না হো' ছবিটি কর্ণ জোহর তাঁর বাবা যশ জোহরের সঙ্গে সহ প্রযোজনা করেছিলেন।
ফিল্ম ফেস্টিভ্যালে 'হোম'
চলতি বছরেই পরিচালনায় নাম লিখিয়েছেন বিখ্যাত অভিনেতা ও বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় (Sujoy Prosad Chatterjee)। স্বল্প দৈর্ঘ্যের ছবিটির নাম 'হোম' (Home)। কবি অরুন্ধতী সুব্রহ্মণ্যমের (Arundhathi Subramaniam) লেখা কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করেন সুজয় প্রসাদ। সম্প্রতি এই শর্ট ফিল্মটি পিকল ফ্যাক্টরি বাছাই করেছেন তাঁদের হোম ফর ডান্স প্রজেক্টের অংশ হিসেবে। ছবিটি আগামী ১০ ডিসেম্বর ম্যাক্স মুলারে প্রদর্শিত হবে বলে আজ নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা - পরিচালক। আসন্ন আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিনে, ক্লোজিং সেরিমনিতে এই ছবিটিই শুরুতে দেখানো হবে।
আসছে 'শব চরিত্র'
ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক' অ্যাপে আসছে 'মিল্কি ওয়ে ফিল্মস' প্রযোজিত 'শব চরিত্র'। শুরু হল ছবির শ্যুটিং। এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, যুধাজিৎ সরকার, অঙ্কিতা মাঝি, পরাণ বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুরকে। সিরিজে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে গায়িকা ইমন চক্রবর্তীকে। পরিচালনার দায়িত্বে দেবাশিস সেন শর্মা।