নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় এমনিতেই বেশ সক্রিয় অভিনেত্রী সারা আলি খান। তাঁর পোস্ট রীতিমতো অনুরাগীদের মনোরঞ্জনের রসদ। সম্প্রতি 'অতরঙ্গি রে' অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে অভিনেত্রীর সঙ্গে দেখা মিলেছে ভিকি কৌশলেরও। আগামী ছবি 'অতরঙ্গি রে'-র 'চকা চক' মুক্তির অপেক্ষায়। ভিকিকে নিয়ে সেই ঘোষণাই করলেন অভিনেত্রী, কিন্তু বেশ মজার ছলে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি জনপ্রিয় 'নক নক, হু ইজ দেয়ার' কায়দায় শ্যুট করেছেন অভিনেত্রী। ভিডিওয় স্পেশাল অ্যাপিরেন্স অভিনেতা ভিকি কৌশলের। অভিনেত্রী বেশ ছন্দ মিলিয়ে মজার একটি ক্যাপশনও লিখেছেন, 'সারা নকস, ভিকি কৌশল রকস, টাইম টু সেট ইওর ক্লকস।' আগামীকাল মুক্তি পাচ্ছে সারা আলি খান, ধনুশ ও অক্ষয় কুমার অভিনীত ছবি 'অতরঙ্গি রে'-র নতুন গান।
গানের একটি পোস্টার শেয়ার করেও নিজের 'বিশেষ কায়দা'য় কবিতা লিখে ক্যাপশন পোস্ট করেছেন অভিনেত্রী। পোস্টে কমেন্ট করেছেন পরিচালক আনন্দ এল রাই, মণীষ মলহোত্র সহ আরও অনেকেই।
কিছুদিন আগেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। প্রথম থেকেই বেশ সাড়া ফেলেছে ট্রেলারটি। একজন তামিল ছেলে ও বিহারের মেয়ের প্রেমকাহিনি বলবে ছবিটি।