কলকাতা: বাংলার জনপ্রিয় অভিনেত্রী অদৃজা রায়ের 'ফ্যানগার্ল মোমেন্ট'। অন্যদিকে ভিকি-ক্যাটের বিয়েতে স্বস্তি পেলেন অনুষ্কা শর্মা। এক নজরে দেখে নিন, আজকের বিনোদনের সেরা খবরগুলি।
রণবীর প্রসঙ্গে আলিয়া
'আর আর আর' ছবির ট্রেলার লঞ্চে আলিয়া ভট্টকে জিজ্ঞাসা করা হয়, 'আর' অক্ষরের গুরুত্ব তাঁর জীবনে কতটা। এমন প্রশ্ন শুনে অবাক আলিয়া বলেন, 'আমি হতবাক। আমার কাছে কোনও জবাব নেই। আমি বুদ্ধিদীপ্ত কোনও উত্তর দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার কাছে তেমন ভাল কোনও উত্তর নেই।' কিছুটা থেমে ফের আলিয়া বলেন, ''আর' অক্ষরটা খুবই ভালবাসার একটা অক্ষর।'
দুই পায়ে দু'রকম
নেট দুনিয়ায় শিল্পা শেট্টির ফলোয়ার্সের সংখ্যা চোখে পড়ার মতো। ফিটনেসের মতো ফ্যাশনেও নজর কাড়েন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা গেল দু পায়ে দুটো আলাদা জুতো পরা অবস্থায়। আর শিল্পা শেট্টির এমন কান্ড দেখে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। অভিনেত্রীকে সেই নিয়ে ট্রোলিং করতেও ছাড়েনি নেটাগরিকদের একাংশ।
হবু মা ভারতী?
প্রতিবারই অন্তঃসত্ত্বা হওয়ার খবর গুজব বলে উড়িয়ে দেন কমেডি ক্যুইন ভারতী সিংহ। ফের একবার সেই গুঞ্জন শোনা যাচ্ছে। আর এবার ভারতী সিংহের প্রতিক্রিয়া আরও জোরাল করল গুঞ্জনকে। সম্প্রতি তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার পোস্ট করা কিছু ছবিতে ঈষৎ বেবি বাম্পেরও লক্ষণ চোখে পড়েছে নেট নাগরিকদের। সেখান থেকেই শুরু জল্পনা। কমেডি কুইনের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন ভারতী। বর্তমানে সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি।
ভিকি-ক্যাটকে শুভেচ্ছা অর্পিতার
বলিউডের একাধিক তারকা অভিনন্দন জানিয়েছেন নবদম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। বাদ যাননি সলমন খনের বোন অর্পিতা খানও। বন্ধু ক্যাটরিনা কাইফের জন্য বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে লেখেন, 'তোমরা সারাজীবন খুশিতে থেকো, এই কামনাই করছি। তোমাদের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।'
আরও পড়ুন: Anu Malik: 'শ্রেষ্ঠ বাঙালি খাবার খেয়েছিলাম', কিশোর কুমারের সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণায় অনু মালিক
ভিরুষ্কার প্রতিবেশী
বিয়ের পর বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রতিবেশী হতে চলেছেন ভিকি-ক্যাট। তার জন্য এতদিন জোরকদমে চলছিল কনস্ট্রাকশনের কাজ। জুহুর রাজমহল আবাসনের আট তলায় থাকবেন ভিকি-ক্যাটরিনা। আর এই আবাসনেই থাকেন বিরাট-অনুষ্কা। ইনস্টাগ্রামে এদিন ক্যাটরিনা-ভিকিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'এতদিনে কনস্ট্রাকশনের ঠুকঠাক শব্দ বন্ধ হবে!'
ষড়যন্ত্রের শিকার পারমিতা
'কড়ি খেলা' ধারাবাহিকের পারমিতা নিজের ক্যাফে খুলেছে। নামও ভারী মিষ্টি, 'বারান্দা ক্যাফে'। তাঁর হাতের খাবার দাবার ইতিমধ্যেই বেশ প্রশংসিত হতে শুরু করে দিয়েছে। পারমিতা বেশ বড়সড় একটা অর্ডার পেয়েছে। তাকে বিপদে ফেলতে তাঁর জা হাত মেলায় প্রতিদ্বন্দ্বী ক্যাফের মালিক জয়ন্ত চৌধুরীর সঙ্গে। ষড়যন্ত্র করে জেলে পাঠায় পারমিতাকে। তারপর?
'ফিল্মফেয়ার ওটিটি'-তে বাজিমাত হংসল মেহতার
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তৈরি হওয়া একাধিক ছবি ও ওয়েব সিরিজকে সম্মানিত করতে এই বছর অনুষ্ঠিত হল 'দ্য ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২১' (The Filmfare OTT Awards 2021)। সেখানেই ছক্কা হাঁকাল প্রতীক গাঁধী (Pratik Gandhi) অভিনীত হর্ষদ মেহতার (Harshad Mehta) জীবনের ওপর তৈরি 'স্ক্যাম ১৯৯২' (Scam 1992)। এছাড়া একাধিক পুরস্কার পেল মনোজ বাজপেয়ীর 'দ্য ফ্যামিলি ম্যান ২' (Manoj Bajpayee's 'The Family Man 2')। সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার পেয়েছে এই দুই ওয়েব সিরিজ।
বিপাকে '৮৩'
স্পোর্টস ড্রামা ঘরানার আগামী ছবি '৮৩' ('83') নিয়ে অনুরাগীদের মধ্যে ক্রমশ পারদ চড়েই চলেছে। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দল যে ইতিহাস গড়েছিল সেই ঘটনাকেই বড়পর্দায় গল্পের আকারে নিয়ে আসছেন পরিচালক কবীর খান। কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের ভূমিকায় সেখানে দেখা যাবে রণবীর সিংহকে। গোটা দেশের দর্শক যখন ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায়, তখন অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীর এক ফিন্যান্স কোম্পানি ছবির প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনল। ওই সংস্থা ছবির প্রযোজকদের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের করেছে।
শীর্ষে 'জয় ভীম'
২০২১-এর সেরার তালিকায় উঠে এল তামিল ছবি ‘জয় ভীম’। ইন্টারনেট মুভি ডেটাবেস (আইএমডিবি)-র পরিসংখ্যানে, দর্শকের পছন্দের নিরিখে বছরের সেরা ছবির শিরোপা পেয়েছে দক্ষিণী তারকা সূর্য অভিনীত এই ছবি। ‘জয় ভীম’ ছাড়াও, আইএমডিবি-র বছরের সেরা ১০ ছবির তালিকায় রয়েছে, হিন্দি ছবি ‘শেরশাহ’, ‘সূর্যবংশী’, তামিল ছবি ‘মাস্টার’, হিন্দি ছবি ‘সর্দার উধম’, ‘মিমি’, তামিল ছবি ‘কারনান’, হিন্দি ছবি ‘শিদ্দত’, মলয়ালি ছবি ‘দৃশ্যম-২’ এবং হিন্দি ছবি ‘হাসিন দিলরুবা’।
সাপ্তাহিক হাজিরা থেকে নিস্তারের আর্জি
সাপ্তাহিক হাজিরা থেকে নিস্তার চেয়ে আদালতের দ্বারস্থ বলিউড তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। জামিনের শর্ত অনুযায়ী প্রত্যেক শুক্রবার নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সামনে আরিয়ানকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। তাতে সংশোধন চেয়েই এ বার আদালতে আবেদন জানালেন শাহরুখ-পুত্র।
'ফ্যান গার্ল মোমেন্ট'
দিন কয়েক আগেই পছন্দের তারকা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে নিজের শ্যুটিং সেটেই দেখা হয় অভিনেত্রী অদৃজা রায়ের। চোখের সামনে তাঁর কাজ দেখে আপ্লুত অভিনেত্রী। তুললেন ছবিও। পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
এক দশক পার
দেখতে দেখতে এক দশক পার। 'উঁচাই' ছবির শ্যুটিংয়ের মাঝেই এই বিশেষ দিনটি ধুমধাম করে সেলিব্রেট করলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। শেয়ার করলেন ভিডিও। ধন্যবাদ জানালেন সকলকে। গোটা উদযাপনই তাঁর জন্য সারপ্রাইজ রাখা হয়েছিল।