কলকাতা: দুর্ঘটনার কবলে হলিউড তারকা আর্নল্ড শোয়ার্ৎজেনেগার। করোনামুক্ত হলেন বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল সেরা খবরগুলি দেখে নেওয়া যাক এক ঝলকে।


বড়পর্দায় আসার তোড়জোড় শুরু 'একেনবাবু' আর 'কুলের আচার'-এর-


বড়পর্দায় আসছে নতুন জুটি এবং ওয়েবের জনপ্রিয় চরিত্র! প্রযোজনা সংস্থা এসভিএফের থেকে এই ঘোষণা করা হয়েছিল আগেই। নতুন ছবি 'কুলের আচার' (Kuler Achaar)-এর হাত ধরে বড়পর্দায় জুটি বাঁধছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। শুধু তাই নয়, এই ছবির হাত ধরে ৫ বছর পর বড়পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। অন্যদিকে ওয়েব সিরিজের জনপ্রিয়তাই বড়পর্দায় নিয়ে আসছে একেনবাবুকে। গত বছর শেষের দিকে অর্থাৎ ১৯ নভেম্বর, প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (Sri Venkatesh Films) পক্ষ থেকে ঘোষণা করা হয় যে বড় পর্দায় এবার আসতে চলেছে একেন বাবু। ছবির নাম 'দ্য একেন' (The Eken)। শুক্রবার মহরৎ সারা হয়ে গেল দুই ছবিরই। 


বড়পর্দায় 'আবার কাঞ্চনজঙ্ঘা'-


চলতি বছরের ১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Abbar Kanchenjungha)। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে (Shilpi A Pandey) ও অক্সদ কে পাণ্ডে (Akshatt K Pandey)। তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচি (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) সহ একঝাঁক তারকা। 


আসছে 'টিকিল্যান্ড'-


 'ফোমো' (FOMO)। নেটদুনিয়ায় অবাধ বিচরণ কিন্তু এই শব্দটির সঙ্গে পরিচিতি হয়নি এমন মানুষ কমই রয়েছেন। 'ফিয়ার অফ মিসিং আউট' অর্থাৎ একটা দলে থেকেও কোনও কিছু না শোনা, না উপলদ্ধি করা বা না জানার ভয়কেই ছোট করে ফোমো বলতে পছন্দ করছে নেটদুনিয়া। কিন্তু মজার ছলে আবিষ্কার করে ফেলা এই শব্দ যদি আস্ত একটা ভাইরাস হয়ে ঢুকে পড়ে শরীরে? সেটা কী বর্তমান অতিমারি পরিস্থিতির মতোই ভয়ঙ্কর হয়ে উঠবে? এই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে অভিষেক চৌধুরীর নতুন ছবি 'টিকিল্যান্ড'। 


করোনামুক্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-


করোনামুক্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। গত ১২ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।  আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রসেনজিৎ। সেখানে তিনি লিখেছেন, 'ভগবানের দয়ায় আমি কোভিড ১৯-এর প্রকোপ থেকে সেরে উঠেছি। প্রত্যেকের শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ। চিকিৎসক সপ্তর্ষির কাছে আমি কৃতজ্ঞ। অসুস্থতার সময় তিনি আমায় যেভাবে সাহায্য করেছেন ও পরামর্শ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। চিকিৎসক শীলের কাছেও আমি কৃতজ্ঞ। এত বছর দরে যখন, যেভাবে প্রয়োজন হয়েছেন তিনি আমার পাশে থেকেছেন।' প্রসেনজিতের এই খবরে খুশি তাঁর অনুরাগীরাও। কমেন্টবক্সে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। 


আরও পড়ুন - Mithun Chakraborty: এক কাপ কফিও বিক্রি হয়নি মিঠুন চক্রবর্তীর রেস্তোরাঁয়!


সোলাঙ্কির সঙ্গে 'গাঁটছড়া' বাঁধলেন গৌরব-


'সবই আছে আগে থেকে ঠিক করা, বাঁধা আছে যেন কোনও গাঁটছড়া'। এই শিরোনামেই শুরু হয়েছিল নতুন ধারাবাহিক। গল্পের মোড় ঘুরে দ্যুতির বদলে মন্ডপে পৌঁছল খড়ি! ঘোমটায় মুখ ঢাকা খড়িকেই দ্যুতি মনে করে পালন হল বিয়ের সমস্ত আচার আচরণ। কিন্তু সিঁদুরদানের মুহূর্তে বেঁকে বসল খড়ি নিজেই! স্টার জলসার নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'-য় জুটি বেঁধেছেন গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। চিত্রনাট্য অনুযায়ী গৌরব ওরফে ঋদ্ধির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা খড়ির বড় বোন দ্যুতি ওরফে শ্রীমার। কিন্তু বিয়ের সন্ধেয় সবার অলক্ষ্যে বাড়ি থেকে পালিয়ে যায় শ্রীমা (Sreema)। বাড়ির সবার অনুরোধে সম্মান রক্ষার্থে কিছুটা বাধ্য হয়ে কনের সাজেই বিয়ের পিঁড়িতে বসে খড়ি। কিন্তু সিঁদুরদানের মুহূর্তে নিজের ঘোমটা সরিয়ে ঋদ্ধিকে নিজের পরিচয় দেয় সে। পরিস্থিতি না জেনেই খড়িকে ভুল বোঝে ঋদ্ধি। কার্যত জোর করেই খড়িকে সিঁদুর পরিয়ে দেয় সে। ভুল বুঝে খড়ির জীবন কী অশান্তিতে ভরিয়ে তুলবে ঋদ্ধি? উত্তর দেবে 'গাঁটছড়া'-র আগামী পর্ব।


প্রকাশ্যে 'বেলাশুরু'-র ঝলক-


সেই পরিচিত দৃশ্য। বসে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। আর তাঁর চুলে চিরুনি চালিয়ে সযত্নে আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। 'বেলাশেষে' ধারাবাহিকের এই দৃশ্য গেঁথে রয়েছে সবার মনে। বয়সকালের সেই অমলিন সম্পর্কের রসায়নে মজেছিলেন আট থেকে আশি। সেই মুগ্ধতার রেশ টেনেই প্রকাশ্যে এল নতুন ছবি 'বেলাশুরু'-র প্রথম ঝলক। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন 'উইন্ডোজ'-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে নতুন ছবি 'বেলাশুরু'-র ছোট্ট একটা অংশ। ৫৭ সেকেন্ডের ছোট্ট ভিডিও জুড়ে গমগম করছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই কিংবদন্তি কন্ঠস্বর। সংলাপে তিনি বলছেন, 'বিয়ে সম্পর্কে তোমার ধারনাটা কী? ওটা একটা দমবন্ধ করা ফাঁস? একটা বন্ধন যা থেকে তুমি বেরোতে পারছো না? আর তখনই রবীন্দ্রনাথের গানের সেই কথাগুলো তোমার কানে মঙ্গলমন্ত্র হয়ে বাজবে..কত দুঃখ আছে.. কত অশ্রুজল..'


নিক-প্রিয়ঙ্কার কোলে এল কন্যাসন্তান-


 'দেশি গার্ল'-এর কোলে এল কন্যাসন্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদসংস্থার সূত্রে খবর, নিক জোনাস (Nick Jonas) ও প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) সন্তান কন্যা। গতকাল অর্থাৎ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সন্তানের জন্মের খবর দেন প্রিয়ঙ্কা। তবে সন্তান পুত্র না কন্যা সেই কথা উল্লেখ করেননি নায়িকা। কেবল মা-বাবা হওয়ার খবরটুকুই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তিনি। গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, 'আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।' পোস্টে ট্যাগ করেছেন সদ্য বাবা হওয়া নিক জোনাসকে। একই পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী, গায়ক নিক জোনাস। তিনিও পোস্টে স্ত্রী প্রিয়ঙ্কাকে ট্যাগ করেছেন।


দুর্ঘটনার কবলে আর্নল্ড শোয়ার্ৎজেনেগার-


হলিউডের (Hollywood) বিখ্যাত তারকা প্রাক্তন মিস্টার ইউনিভার্স এবং প্রাক্তন ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড শোয়ার্ৎজেনেগার (Arnold Schwarzenegger) পড়লেন গাড়ি দুর্ঘটনার (Car Accident) কবলে। লস অ্যাঞ্জেলেসের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৪.৩৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হাইওয়েতে চার চারটি গাড়ি পর-পর একে অপরকে ধাক্কা মারে। কোনও গাড়ি উঠে পড়ে আর একটি গাড়ির উপর। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের আধিকারিক ড্রেক ম্যাডিসন বলেছেন, 'চারটে গাড়ি একে অপরকে ধাক্কা মারে দ্রুত গতিতে এসে। এক একটা গাড়ি অন্য গাড়ির উপর উঠে গিয়েছিল। একটি গাড়ির মহিলা চালক এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এবং তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।'


এখনও আইসিইউতে লতা মঙ্গেশকর-


কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, 'চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে অসাধারণ সমস্ত চিকিৎসকদের টিম রয়েছে তাঁর দেখাশোনার জন্য। কতদিন তাঁকে এখনও হাসপাতালে থাকতে হবে, এই মুহূর্তে তা জানানো সম্ভব নয়। আমরা সকলেই প্রার্থনা করছি যাতে ওঁর শরীর খুব দ্রুত সেরে ওঠে। আর খুব শীঘ্রই যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন, তার জন্য চিকিৎসকরা সারাক্ষণ চেষ্টা করে চলেছেন।'