কলকাতা: বলিউডে একাধিক তারকা দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন। চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। শোনা যাচ্ছে এমনটাই। অন্যদিকে রাজ চক্রবর্তীর জন্মদিনে বিশেষ পোস্ট শুভশ্রীর। ভাষা দিবসে প্রকাশ্যে এল মহানন্দা ছবির দ্বিতীয় টিজার। টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হয়? এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে।
দাদাসাহেব ফালকে পুরস্কার রণবীর-কৃতীর-
ছায়াছবির জগতে অনন্য সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার। রবিবার ইন্টারন্যাশনাল দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022 (Dadasaheb Phalke International Film Festival Awards 2022 ) রবিবার অনুষ্ঠিত হয় । সে ছিল এক নক্ষত্রখচিত সন্ধ্যা। উপস্থিত ছিলেন প্রবীণ শিল্পী আশা পারেখ। ছিলেন লারা দত্ত, সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আদবাণী। মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে অভিনেতা অহন শেঠি, সতীশ কৌশিক এবং সান্যা মালহোত্রও ছিলেন। প্রবীণ তারকা আশা পারেখ চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হন। অভিনেতা রণবীর সিং '83' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। 'মিমি'-ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কৃতী শ্যানন।
জেহ আলি খানের প্রথম জন্মদিন-
করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) দ্বিতীয় সন্তান জাহাঙ্গির (Jehangir)। আজ ২১ ফেব্রুয়ারি গুটি গুটি পায়ে ১ বছরে পৌঁছল সে। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পোস্টে খুদে নবাবকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা। তৈমুর (Taimur) ও জাহাঙ্গিরের একসঙ্গে হামাগুড়ি দেওয়ার একটি ছবি শেয়ার করে মজার ক্যাপশন লিখেছেন তাতে। বেবো জাহাঙ্গিরের মতো করে লেখেন, 'ভাই, আমার জন্য অপেক্ষা করো, আমার ১ বছর হয়ে গেল আজ... পৃথিবীটা একসঙ্গে ঘুরে দেখা যাক... অবশ্যই সঙ্গে মা আমাদের সর্বত্র অনুসরণ করবে... শুভ জন্মদিন আমার জেহ বাবা... আমার জীবন... আমার ছেলে...।'
বিয়ে সারছেন রশ্মিকা-বিজয়?
অভিনেত্রী রশ্মিকা মন্দান্না (Rashmika Mandanna) ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) অনস্ক্রিন ও অফস্ক্রিন বন্ধুত্ব ও সম্পর্কের কথা সকলেরই জানা। তবে সম্প্রতি মুম্বই দুই তারকাকে একসঙ্গে দেখতে পাওয়া গেল। আর তাতেই জোর জল্পনা সিনেপাড়ায়। তাহলে কি তাঁদের সম্পর্কের গুঞ্জন সত্যি? বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই তারকা? শোনা যাচ্ছে এই বছরের শেষের দিকে সাত পাকে বাঁধা পড়তে পারেন রশ্মিকা ও বিজয়। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কেউই এখনও মুখ খোলেননি।
আরও পড়ুন - Jeh Ali Khan Birthday: ছোট ছেলের জন্মদিনে চার সন্তানের সঙ্গে সেফ, ক্যামেরাবন্দি বিশেষ মুহূর্ত শেয়ার করিনার
'যশোদা' ছবির জন্য তৈরি হচ্ছে বিশাল সেট-
সামান্থা প্রভুর (Samantha Ruth Prabhu) আগামী ছবি 'যশোদা' (Yashoda) ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। এই ছবির জন্য একটি বিশালকার সেট তৈরি হয়েছে যার তৈরি খরচ পড়েছে প্রায় ৩ কোটি টাকা। জানা গেছে যে সামান্থার আসন্ন সিনেমা 'যশোদা'-এর নির্মাতারা আপাতত শ্যুটিংয়ের জন্য সেই বিশাল সেট তৈরি করতে ব্যস্ত।
হৃত্বিকের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাবা-
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হৃত্বিক রোশনের কাকা রাজেশ রোশন, যিনি নিজে একজন বড় সুরকার, তিনি একটি ছবি পোস্ট করেছেন। রাজেশ রোশনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের সমস্ত সদস্যরা উপস্থিত রয়েছেন সেই ছবিতে। আর তাঁদের মাঝেই হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে সাবা আজাদকে।
মেয়ের জন্মদিনে বিশেষ পোস্ট জুহি চাওলার-
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মেয়ে জাহ্নবীর সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন জুহি চাওলা। ছবিতে মা-মেয়ে দুজনকেই একগাল হাসিতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে জুহি চাওলা লিখেছেন, 'হ্যাপি হ্যাপি বার্থ ডে জাহ্নবী। ৫০০টা গাছ আজকের তোমার এই বিশেষ দিনের জন্য। প্রার্থনা করি, ঈশ্বর তোমায় সবসময় আশীর্বাদ করুন আর তাঁর সমস্ত ভালোবাসা তোমার উপর থাকুক। আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে অনেক ভালোবাসা।'
'বন্দি' টেলি অভিনেত্রী নিশা রাওয়াল-
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সঞ্চালিত নতুন রিয়েলিটি শো 'লক আপ'-এর (Lock Upp) প্রথম প্রতিযোগী হলেন টেলিভিশন অভিনেত্রী নিশা রাওয়াল (Nisha Rawal)। আজই ঘোষণা করা হল নাম। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ নিশা রাওয়াল। 'ম্যায় লক্ষ্মী তেরে আঙ্গন কী', 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়' ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। 'লক আপ'-এ 'বন্দি' হতে পেরে বেশ উত্তেজিত অভিনেত্রী।
'দ্য কাশ্মীর ফাইলস' ছবির ট্রেলার-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির ট্রেলার পোস্ট করেছেন। সঙ্গে লেখেন, 'দ্য কাশ্মীর ফাইলস ছবির ট্রেলার অবশেষে মুক্তি পেল। পরিচালনা করেছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। আগামী ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।'
রাজ চক্রবর্তীর জন্মদিনে বিশেষ বার্তা শুভশ্রীর-
বিশেষ দিনে বিশেষ কিছু ছবি পোস্ট করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন বেশ কিছু আবেগপ্রবণ কথা। তিনি লেখেন, 'আজ আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে। কারণ, আজ আমার ভালোবাসার জন্মদিন। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তুমিই আমার জীবনের সেরা মানুষটা। খুব ভালো থাকো। প্রার্থনা করি, তুমি যা কিছু চাও, সমস্ত কিছুই ঈশ্বর তোমায় দিন।'
বিয়ের পর প্রথম জনসমক্ষে ফারহান-শিবানী-
গত শনিবারই বিয়ে সেরেছেন অভিনেতা পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) ও শিবানী দান্ডেকর (Shibani Dandekar)। বিয়ের পর আজ তাঁরা প্রথম এলেন জনসমক্ষে। মিডিয়ার জন্য দাঁড়িয়ে ছবিও তুললেন। বিয়ের পর প্রথম ছবির জন্য একসঙ্গে পোজ দিলেন তারকা জুটি। একইসঙ্গে বিয়ে উপলক্ষ্যে পাপারাৎজি ও অন্যান্য কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণও করেন।
'মহানন্দা' ছবির দ্বিতীয় টিজার-
ভাষা দিবসে প্রকাশ পেল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'মহানন্দা' (Mahananda) ছবির দ্বিতীয় অফিসিয়াল টিজার। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury)। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "মোদের গরব.. মোদের আশা.. আ মরি বাংলা ভাষা!" আন্তর্জাতিক ভাষা দিবসে, "মহাশ্বেতা দেবীর" জীবন আধারিত ছবি "মহানন্দা"র দ্বিতীয় টিজার'টি প্রকাশিত হল..'
চার সন্তানের সঙ্গে সেফ-
এদিন বলিউড অভিনেত্রী সারা আলি খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছোট ভাই জেহ আলি খানের জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ইব্রাহিম, তৈমুর আর ছোট্ট জেহ-র সঙ্গে আনন্দ উপভোগ করছেন অভিনেত্রী। সেই সমস্ত ক্যামেরাবন্দি বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কোনও ছবিতে তাঁকে ছোট ভাইকে কোলে নিয়ে থাকতে দেখা গিয়েছে। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, তিনি ছোট ভাইকে খাইয়ে দিচ্ছেন। সব জায়গাতেই তাঁদের সঙ্গে আনন্দ করতে ব্যস্ত সেফ আলি খান। ক্যামেরাবন্দি সেই সমস্ত অমূল্য ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট হতেই নেট নাগরিকরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ছবি পোস্ট করে সারা আলি খান লিখেছেন, 'প্রথম জন্মদিনের শুভেচ্ছা জেহ।'