কলকাতা: ছুটির দিনের সকালে একগুচ্ছ নতুন ছবি মুক্তির দিন ঘোষণা করল এসভিএফ। টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রী ও পরিচালকদের এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনই অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিলেন মুক্তির দিন ঘোষণারও। রহস্য রোমাঞ্চ থেকে গোয়েন্দা, প্রেম, থ্রিলার, সবরকম ছবিই থাকছে গোটা বছর। ভারতে ইতিমধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন তানজানিয়ার কিলি পল (Kili Paul)। জনপ্রিয়তা এমনই, যে তিনি পরিচিত 'ইন্টারনেট সেনসেশন কিলি পল' (Kili Paul) নামে। কিলি পলের মতো জনপ্রিয় হয়ে উঠেছেন তাঁর বোন নিমা পলও। আজ 'মন কি বাত'-এও প্রধানমন্ত্রীর (PM Modi) গলায় শোনা গেল এই দুই ভাইবোনের কথা। পাশাপাশি তাঁদের দেখে দেশের নতুন প্রজন্মকেও বিভিন্ন ভাষার গানে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরির পরামর্শ দিলেন তিনি। বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন এক ঝলকে।
'মন কি বাত'-এ কিলি পল-নিমা পলদের তুলনায় মোদি
ভারতে ইতিমধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন তানজানিয়ার কিলি পল (Kili Paul)। জনপ্রিয়তা এমনই, যে তিনি পরিচিত 'ইন্টারনেট সেনসেশন কিলি পল' (Kili Paul) নামে। কিলি পলের মতো জনপ্রিয় হয়ে উঠেছেন তাঁর বোন নিমা পলও। আজ 'মন কি বাত'-এও প্রধানমন্ত্রীর (PM Modi) গলায় শোনা গেল এই দুই ভাইবোনের কথা। পাশাপাশি তাঁদের দেখে দেশের নতুন প্রজন্মকেও বিভিন্ন ভাষার গানে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরির পরামর্শ দিলেন তিনি।আজ 'মন কি বাত'-এ (Mann Ki Baat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, ' দুই ভাইবোন কিলি পল ও নিমা পলের মতো আমি প্রত্যেকের কাছে আর্জি জানাব, বিশেষ করে দেশের নতুন প্রজন্মের কাছে যে, তারা আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা ভাষার জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়ে নানা ভিডিও তৈরি করুক। আমরা 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' হয়ে দেশের বিভিন্ন ভাষাকে যাতে আরও জনপ্রিয় করে তুলতে পারি।'
দ্বিতীয় দিনেও 'গাঙ্গু' ঝড়
বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। পরিচালক সঞ্জয়লীলা বনশালির এই ছবি প্রথমদিন ব্যবসা করে ১০.৫০ কোটি টাকার। প্রথমদিনের বক্স অফিস কালেকশন দেখেই খানিকটা আন্দাজ করা গিয়েছিল যে, পরবর্তী দিনগুলোতেও বক্স অফিসে আরও ভালো ব্যবসা করবে আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন যে, এই ছবি সপ্তাহের শেষে ৪০ কোটি টাকার মতো ব্যবসা করতে পারে। দর্শকেরাও 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশনের (Gangubai Kathiawadi day 2 Box Office Collection) কথা জানার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে জানা গেল দ্বিতীয় দিন এই ছবি প্রথম দিনের তুলনায় আরও কতটা ভালো ব্যবসা করল।
করোনা আক্রান্ত শ্রুতি হাসান
গত বছর শেষের দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান (Kamal Haasan)। করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আজ করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে কমল হাসান কন্যা শ্রুতির (Shruti haasan Covid Positive)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেত্রী শ্রুতি হাসান (Shruti Haasan) একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, 'হাই এভরিওয়ান। সবাইকে দ্রুত কিন্তু মজাদার নয় এমন একটা খবর দিতে চাই। সমস্ত রকমের সুরক্ষাবিধি মেনে চলার পরও আমি করোনা আক্রান্ত হয়েছি। আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। খুব শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসার জন্য অপেক্ষা করতে পারছি না। সবাইকে ধন্যবাদ আর খুব শীঘ্রই দেখা হচ্ছে।' শ্রুতি হাসানের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁরা প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন। সোফি চৌধুরী কমেন্টে লিখেছেন, 'ইস। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। অনেক ভালোবাসা তোমার জন্য। মনোবল জরুরি।' সাধারণ নেট নাগরিকদের পাশাপাশি তারকারা তাঁকে এই সময়ে কী কী করতে হবে, তার পরামর্শও দিচ্ছেন।
শীতের ছুটিতে ফেলুদা নিয়ে আসছেন সন্দীপ রায়
ঘোষণা হয়েছিল গত শীতের ছুটিতেই। পর্দায় ফেলুদাকে নিয়ে ফিরছেন সন্দীপ রায় (Sandip Roy)। তবে সেই সময় প্রকাশ করা হয়নি ছবি মুক্তির দিন। আজ প্রযোজনা সংস্থা এসভিএফের তরফ থেকে ঘোষণা করা হল, ফেলুদা মুক্তি পাচ্ছে চলতি বছরের শেষে। সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় ফেলুদা গল্প 'হত্যাপুরী' (Hatyapuri) নিয়ে তৈরি হবে এই ছবি। ২৩ ডিসেম্বর বড়পর্দায় আসছে 'হত্যাপুরী'। পোস্টার মুক্তি পেলেও সেখানে কোনও অভিনেতার ছবি দেখা যায়নি। ফেলুদা হিসেবে সেখানে রয়েছে সত্যজিৎ রায়ের হাতে আঁকা কিংবদন্তি সেই ছবি। তবে পর্দায় ফেলুদা হিসেবে কাকে দেখা যাবে, এ নিয়ে জল্পনার শেষ নেই। প্রথমে শোনা গিয়েছিল, 'ফেলুদা' হিসেবে পর্দায় দেখা যেতে পারে ইন্দ্রনীল সেনগুপ্তকে। কিন্তু আজ, প্রযোজনা সংস্থার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় 'হত্যাপুরী'-র পোস্টার শেয়ার করে নিয়েছেন এক অভিনেতা। তিনি অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। ব্যোমকেশের ভূমিকায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় মুখ অনির্বাণ। তবে তা বড়পর্দায় নয়, ওটিটিতে। তাহলে কী ওটিটির ব্যোমকেশকেই দেখা যাবে পর্দার ফেলুদা হিসেবে? এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন সন্দীপ রায় থেকে শুরু করে প্রযোজনা সংস্থাও। অনির্বাণ ভট্টাচার্য্য ও ব্যস্ত ছবির শ্যুটিংয়ে।
বিয়ের একমাস পূর্তি উদযাপন মৌনী রায়ের
একমাস আগে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। দেখতে দেখতে তাঁর নতুন জীবনে পা দেওয়ার একমাস হয়ে গিয়েছে। আজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্ট করলেন তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিয়ের বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত পোস্ট করেছেন মৌনী রায়। নানা ছবিতে তাঁকে স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'হ্যাপি ওয়ান মান্থ'। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা।
মঞ্চে মদন মিত্র ও 'বাদাম কাকু', জমজমাট ইমনের বসন্ত উৎসব
রঙে যেন বসন্তের ছোঁয়া, আনন্দের সুর। শীতের আমেজ কেটে গিয়ে মিষ্টি হাওয়া যেন বলে দিচ্ছে বসন্ত আসছে। আর প্রকৃতির এই পরিবর্তন যেন আরও একটু রঙিন হয়ে উঠল বসন্ত উৎসবের মঞ্চে। আয়োজনে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। শনিবার মীরপাড়া পার্ক ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন ইমন ও তাঁর সঙ্গীত জগতের ছাত্রছাত্রীরা। মঞ্চে হাজির ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর তাঁর সঙ্গেই মঞ্চে উপস্থিত ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর।