কলকাতা: বাংলা ছবির দুনিয়া থেকে হিন্দি ছবির দুনিয়া। বিনোদনের জগতের সেরা খবরগুলিতে একনার চোখ বুলিয়ে নিন। এক নজরে দেখে নিন বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল-
কলকাতার হ্যারি ছবির নতুন পোস্টার-
একঝাঁক কচিকাঁচার মধ্যে দাঁড়িয়ে সোহম চক্রবর্তী (Soham Chakraborty) আর প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। অভিনেতার পরণে কালো কোট প্যান্ট, হাতে ম্যাজিক টুপি আর ম্যাজিক স্টিক। পাশে লাল পোশাকে হাসমুখে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা। অভিনেতার জন্মদিনে মুক্তি পেল নতুন ছবি 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)-র নতুন পোস্টার। অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে প্রযোজনাও করছেন সোহম। তাঁর প্রযোজনার প্রথম ছবি এটি। ছবিটির পরিচালনায় রয়েছেন রাজদীপ ঘোষ। শিশু শিল্পী হিসাবে টলিগঞ্জে সফর শুরু করেছিলেন সোহম।মাস্টার বিট্টুর হিসাবে পরিচিতি পেয়েছিলেন, এখন টলিউডের প্রতিষ্ঠিত নায়ক তিনি। সোহম-প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট ঐশিকা গুহঠাকুরকে। ছবিতে অন্যান্য চরিত্রে অরিন্দম গুহ, লাবনী সরকারের প্রমুখ পরিচিত মুখ অভিনেতা-অভিনেত্রীর দেখা মিলবে।
সোশাল মিডিয়ায় অভিনেত্রী ও বরানগরের তৃণমূল কর্মীকে কু-মন্তব্য-
সোশাল মিডিয়ায় অভিনেত্রী ও বরানগরের তৃণমূল কর্মীর ছবিতে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান অভিনেত্রী। অভিযোগ, সম্প্রতি সোশাল মিডিয়ায় ওই অভিনেত্রী ও তৃণমূল কর্মীর ছবিতে অশ্লীল মন্তব্য করেন দেবম পাল নামে এক বিজেপি কর্মী। তৃণমূল করায় তাঁকে আক্রমণ বলে দাবি অভিনেত্রীর। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিজেপির। অভিযুক্ত বিজেপি কর্মীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুন - Gangubai Kathiawadi: 'গাঙ্গুবাঈ' চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন যে বলিউড নায়িকারা
স্ত্রী মোহনার সঙ্গে রোম্যান্টিক ভিডিও পোস্ট জিতের-
টলিউড সুপারস্টার জিৎ এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রী মোহনার সঙ্গে মিষ্টি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে সাজুগুজু করে স্ত্রীর সঙ্গে ক্যামেরায় পোজ দিচ্ছেন। স্ত্রীর হাত ধরে তাঁকে পাশে বসান অভিনেতা। ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিৎ সিংহের রোম্যান্টিক গান 'রাবতা' জনপ্রিয় এই দম্পতির রোম্যান্টিক ভিডিও দেখে আপ্লুত নেট নাগরিকরা। কমেন্টে তাঁদের শুভেচ্ছায় জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। টলিউড অভিনেত্রী রুক্মিনী মৈত্র কমেন্টে অভিনেতা জিতের উদ্দেশে লিখেছেন, 'মোহনাকে অসাধারণ সুন্দর লাগছে। দুঃখিত স্যর, আজ অন্য কেউ সমস্ত নজর কেড়ে নিয়েছেন। আর আমি জানি আমার এই কথায় আপনি একেবারেই কিছু মনে করবেন না। হাঃ হাঃ। ঈশ্বর এমন জুটিকে অনেক আশীর্বাদ করুন।' অন্য এক নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'কি সুন্দর লাগছে আপনাদের দুজনকে। যেন কারও নজর না লেগে যায়।' আর এক অনুরাগী লিখেছেন, 'মোহনার জিৎ'। ভিডিও পোস্ট করে জিৎ ক্যাপশনে লিখেছেন, 'সবটাই ভালোবাসার জন্য'। সঙ্গে স্ত্রী মোহনাকে ট্যাগও করেছেন। ভিডিও দেখে অনুরাগীদের অনুমান, কয়েকদিন আগেই গিয়েছে তাঁদের বিবাহবার্ষিকী। সেই উপলক্ষেই এই ভিডিও।
প্রথমদিন কত টাকার ব্যবসা করল অমিতাভ বচ্চনের 'ঝুন্ড'?-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ঝুন্ড' ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। পোস্টার শেয়ার করে তিনি লেখেন, '১.৫০ কোটি টাকার প্রথমদিন। মুখে মুখে এই ছবির প্রশংসা ঘুরছে। আগামী দুদিনে এই ছবির ব্যবসা আরও ভালো হবে বলে আশা করছি।' প্রত্যাশামতো প্রথমদিনের বক্স অফিস কালেকশন হল না 'ঝুন্ড'-এর। ইতিমধ্যেই কয়েকদিন আগে হওয়া স্পেশাল স্ক্রিনিংয়ে এই ছবির প্রশংসায় পঞ্চমুখ আমির খান থেকে ধনুশ। কিন্তু বক্স অফিসে প্রথমদিন খুব একটা ভালো প্রভাব ফেলতে পারল না এই ছবি। এখন দেখার সপ্তাহের শেষ দুদিন কতটা প্রভাব ফেলতে পারে।
সেফ-পুত্র ইব্রাহিমকে জন্মদিনের শুভেচ্ছা করিনার-
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান। সেফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে ছোট্ট ইব্রাহিমের ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান বেবো। অন্যদিকে সারা আলি খান ভিডিও পোস্ট করে ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: দীপিকা নাকি আলিয়া, কে বেশি পছন্দের? উত্তর দিলেন সঞ্জয়লীলা বনশালী