কলকাতা: রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের খবরে তোলপাড় নেট দুনিয়া। আগামীকাল দুই তারকার বিয়ে। তার আগে আজ হয়ে গেল মেহেন্দি অনুষ্ঠান। কড়া নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে চলছে নানা অনুষ্ঠান। বিনোদনের জগতে আর কোথায় কী হল? জেনে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
'তাল্লুক' ছবির প্রথম লুক প্রকাশ্যে-
প্রকাশ্যে এল বিনয় পাঠক (Vinay Pathak) ও অনুপ্রিয়া গোয়েঙ্কা (Anupriya Goyenka) অভিনীত হিন্দি ছবি 'তাল্লুক'-এর প্রথম লুক (Talluq first look)। উদ্বোধন করলেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)। প্রেরণা ভি অরোরা নিবেদিত, শ্রীতমা দত্ত (Sritama Dutta) পরিচালিত এই ছবি এক অন্য ধারার প্রেমের গল্প বলবে। এই ছবির হাত ধরেই ডেবিউ করবেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharya)।
বড়পর্দায় ফের বনি-আয়ুষী জুটি-
'আম্রপালি' ছবির পর 'আর্চির গ্যালারি'তে ফের একবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদারকে। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন (debut director) প্রমিতা ভট্টাচার্য। এফটিআইআই থেকে তিনি পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন। ছবিতে ফুটে উঠবে একটি ছেলের গল্প। তার নাম আর্চি। যে চরিত্রে অভিনয় করছেন অভিনতা বনি সেনগুপ্ত। তাঁর বিপরীতে রয়েছেন আয়ুষী তালুকদার। আমাদের জীবনের এমন অনেক মুহূর্ত থাকে যেগুলো ফ্রেমবন্দি করা যায় না। কিন্তু মনে রেখে দেওয়া যায়। এই ছবির নায়ক এমনই কিছু ছবি মনে রেখে দেয়। যার ছোটবেলায় মা মারা যায়। সে বড় হয় বাবা ও মাসির কাছে। যার জীবনের প্রধান অবলম্বন তার বাবা।
আরও পড়ুন - Alia Ranbir Wedding: আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানে কী গান বাজল?
কবিতার ছন্দে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ রুদ্রনীলের-
সীমানার কথা মনে করিয়ে সরাসরি এবিপি গ্রুপের নাম করে আইনি হুমকি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সরাসরি আনন্দবাজার পত্রিকার নাম নিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং বলেছিলেন, এবিপি আনন্দর ‘যুক্তি-তক্কো’ অনুষ্ঠানের কথা। এবার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের অংশকেই কটাক্ষ করে কবিতা বাঁধলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এই প্রথম নয়, নাম না করে কবিতার ছন্দে শাসকদলের বিভিন্ন পদক্ষেপকে বেঁধেন রুদ্রনীল। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি কবিতার ভিডিও আপলোড করেছেন রুদ্রনীল। যাঁর ছত্রে ছত্রে নাম না নিয়ে মুখ্যমন্ত্রীকেই বিঁধেছেন রুদ্রনীল। 'তিনি মানে সব ঠিক.. তিনি মানে ভালো। তিনি যদি বলে দেন সব সাদা কালো'। কবিতায় বার বার ফিরে ফিরে এসেছে এইসব লাইন।
প্রেমের গানের টিজার পোস্ট অয়ন মুখোপাধ্যায়ের-
আজ অর্থাৎ বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) থেকে একটি গানের টিজার প্রকাশ করেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করবেন রিয়েল-লাইফ জুটি রণবীর ও আলিয়া। সেই ছবির গান 'কেসরিয়া'র (Kesariya) একটি অংশ পোস্ট করলেন অয়ন।
রণবীর-আলিয়ার বিয়ের জোরকদমে চলছে প্রস্তুতি-
বিভিন্ন বিনোদন সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার থেকেই কৃষ্ণ রাজ বাংলো সেজে উঠেছে আলোয়। বিয়ের পর এখানেই নতুন সংসার পাতবেন রণবীর ও আলিয়া। সপ্তাহান্তেই সেজে উঠেছে চেম্বুরের আরকে বিল্ডিং। সোমবার, পাপারাৎজিদের প্রবেশ এড়াতে রণবীর কপূরের বাড়ি 'বাস্তু'তে পর্দা লাগিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, 'বাস্তু'-তেই বিয়ে সম্পন্ন হবে।
এক ফ্রেমে প্রসেনজিৎ আর তৃষাণজিতের নাচ-
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, 'উৎসব' বাড়ির লনে 'তুই বলব না তুমি' গানের স্টেপ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর তাঁর ছেলে তৃষাণজিৎ। সেইসঙ্গে পা মিলিয়েছেন দেবও। ক্যাপশানে দেব লিখেছেন, 'একই গানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তুমি আর তৃষাণজিৎ তুই, অর্থাৎ দুই প্রজন্ম একই গানে মা মেলাচ্ছে মানে গান হিট।'
রণবীর-আলিয়ার বিয়েতে হাজির কনেপক্ষ-
এদিন রণবীর কপূরের বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হলেন মহেশ ভট্ট (Mahesh Bhatt) ও তাঁর কন্যা পূজা ভট্ট (Pooja Bhatt)। কনেপক্ষ হিসেবে বড় মেয়ে পূজাকে সঙ্গে নিয়ে ছোট মেয়ে আলিয়ার বিয়ের অনুষ্ঠানে আসেন মহেশ ভট্ট। নেট দুনিয়ায় তাঁদের ছবি শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। দুই তারকার মেহেন্দি অনুষ্ঠানে যোগ দিতে আসেন তাঁরা।
রণবীর - আলিয়ার বিয়েতে কড়া নিরাপত্তায় জোর-
সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে, দুই তারকার বিয়ের (Ranbir Kapoor Alia Bhatt Wedding) জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কপূর পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত এই প্রসঙ্গে মুখ বন্ধ রেখেছেন। তারইমধ্যে শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা রীতি। জানা যাচ্ছে, আজই আলিয়ার মেহেন্দি অনুষ্ঠান। আর কোনওভাবেই যাতে ছবি বাইরে না বেরয়, তার জন্য আগত অতিথিদের ফোনের ক্যামেরায় অস্থায়ীভাবে স্টিকার লাগিয়ে দিচ্ছে নিরাপত্তারক্ষীরা। রণবীর কপূরের 'বাস্তু'তে যাঁরাই আসছেন, প্রত্যেকের ফোনের ক্যামেরাতেই স্টিকার লাগিয়ে দিচ্ছেন তাঁরা। কেউ যাতে ছবি তুলতে না পারে, ভিডিও করতে না পারে। এমনকি কেউ যাতে লাইভ স্ট্রিমিংও করতে না পারেন, সেদিকে রাখা হচ্ছে কড়া নজর।
অবশেষে মুখ খুলল কপূর পরিবার-
এদিন সংবাদমাধ্যমের সদস্যদের সঙ্গে কথা বলেন রণবীর কপূরের মা নীতু কপূর এবং বোন ঋধিমা কপূর সাহানি। এতদিন তাঁরা রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গে মুখ না খুললে অথবা এড়িয়ে গেলেও আজ তাঁরা বিয়ের কথা স্বীকার করে নেন। বিয়ের দিন জানানোর পাশাপাশি আলিয়া ভট্টের সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। একগাল হাসি মুখে বলেন, 'আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাস্তুতে (রণবীর কপূরের বান্দ্রার বাড়ি) বিয়ে হবে।'